Vidyasagar Science Olympiad
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
Vidyasagar Science Olympiad (বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড) প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ (School Education Department, Government of West Bengal) এবং কলকাতার জগদীস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search, Kolkata) – এর যৌথ উদ্যোগে সংঘটিত হয়। এটি একটি ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আমাদের রাজ্যের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত করা হয় এবং তাদেরকে national এবং international Olympiad পরীক্ষার জন্য প্রস্তুত করা।
উদ্দেশ্য:
(i) পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের (নবম শ্রেণী) সনাক্ত করা।
(ii) তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরা।
(iii) বিজ্ঞান কর্মশালা এবং সেমিনার আয়োজন করে বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাথে যোগাযোগ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা ও তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
(iv) শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে লালন করে বিজ্ঞানের প্রতি তাদের সৃজনশীল প্রবৃত্তিকে উৎসাহিত করা এবং উদ্বুদ্ধ করা।
(v) মেধাবী শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য লাভ করতে পারে তার জন্য তাদের সহায়তা করা।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (West Bengal Board of Secondary Education) আওতাধীন সমস্ত সরকারী বিদ্যালয়, সরকার স্বীকৃত ও স্পনসরড সমস্ত বেসরকারী বিদ্যালয় (All Non – Government recognised Aided and Sponsored Schools) পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত ডি এ প্রাপ্ত বিদ্যালয়ের (All D. A. getting schools under West Bengal Board of Secondary Education) ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে।ব্লক বা পৌরসভার অন্তর্গত সমস্ত স্কুলের অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নবম শ্রেণীর প্রথম পাঁচ জন এই পরীক্ষায় বসতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহ প্রধান শিক্ষক /ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন ছাত্র বা ছাত্রীকে নির্বাচিত করবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত 5 জন ছাত্র বা ছাত্রীর জন্য আবেদনপত্র পূরণ করবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ এর পরীক্ষার বিন্যাস
(Examination Pattern of Vidyasagar Science Olympiad – 2024)
▶️ 1st Layer Examination : Intra Unit Competition
2nd Layer Examination : Intra District Competition
▶️ 3rd Layer Examination : Intra State Competition
প্রতিটি স্তরে পৃথক পরীক্ষা হবে।
প্রথম স্তরের পরীক্ষা (First layer):
Intra Unit Competition
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ (নবম শ্রেণির জন্য) প্রথম স্তরের (Layer 1) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩শে জুন ২০২৪ রবিবার দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ।
| যোগ্যতা | নবম শ্রেণীর 5 জন ছাত্র (প্রধান শিক্ষক / সহ প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা নির্বাচিত অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন ছাত্র ) |
| বিষয় | ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত |
| প্রশ্নপত্রের ভাষা | বাংলা এবং ইংরেজি |
| প্রশ্নের ধরন | বহু বিকল্পভিত্তিক 50 টি প্রশ্ন MCQ (প্রতি ভুল উত্তরের জন্য 1/2 নম্বর করে কাটা যাবে) |
| সিলেবাস | অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE) |
| পূর্ণমান | 100 |
| বিষয়ভিত্তিক মান | ভৌতবিজ্ঞান(40), জীবনবিজ্ঞান(30), গণিত(30) |
| সময় | দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা) |
| পরীক্ষার সম্ভাব্য দিন | ২৩শে জুন ২০২৪ (রবিবার) |
| পরীক্ষা কেন্দ্র | প্রতিটি ইউনিটে (ব্লক / মিউনিসিপ্যালিটি) ১ টি |
| আবেদন শুরু | 20.04.2024 |
| আবেদনের শেষ তারিখ | 05.05.2024 |
*প্রথম স্তরের (Layer 1) পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি ইউনিট থেকে প্রথম তিনজনকে বই কেনার জন্য 1000 টাকা দেওয়া হবে যাদের অবশ্যই কমপক্ষে 40% নম্বর পেতে হবে।
** প্রথম স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 10% (অবশ্যই প্রথম স্তরের পরীক্ষার পূর্ণ মানের 30% নম্বর পেতে হবে) পরবর্তী পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় স্তরে (Layer 2) উত্তীর্ণ হবে যাদের অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করা হবে।
Government Scholarship
- মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
দ্বিতীয় স্তরের পরীক্ষা (Second layer)
: Intra District Competition
প্রতিটি জেলার সমস্ত ইউনিটের প্রথম স্তর থেকে শীর্ষ ১০% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের দ্বিতীয় স্তরে আর একটি পরীক্ষা নেওয়া হবে।
| যোগ্যতা | প্রথম স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 10% |
| বিষয় | ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত |
| প্রশ্নের ধরন | বহু বিকল্পভিত্তিক 50 টি প্রশ্ন MCQ (প্রতি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে) |
| প্রশ্নপত্রের ভাষা | বাংলা এবং ইংরেজি |
| সিলেবাস | অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE) |
| পূর্ণমান | 100 |
| বিষয়ভিত্তিক মান | ভৌতবিজ্ঞান(40), জীবনবিজ্ঞান(30), গণিত(30) |
| সময় | দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা) |
| পরীক্ষার সম্ভাব্য দিন | পরে জানানো হবে। |
| পরীক্ষা কেন্দ্র | প্রতি জেলায় একটি |
*দ্বিতীয় স্তরের (Layer 2) পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি জেলা থেকে প্রথম 10 জনকে বই কেনার জন্য 2000 টাকা দেওয়া হবে যাদের অবশ্যই কমপক্ষে 40% নম্বর পেতে হবে।
** দ্বিতীয় স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 20% (অবশ্যই প্রথম স্তরের পরীক্ষার পূর্ণ মানের 40% নম্বর পেতে হবে) পরবর্তী পরীক্ষা অর্থাৎ তৃতীয় স্তরে (Layer 3) উত্তীর্ণ হবে যাদের অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করা হবে।
তৃতীয় স্তরের পরীক্ষা (Third layer):
Intra State Competition
প্রতিটি জেলার দ্বিতীয় স্তর থেকে শীর্ষ 20% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের তৃতীয় স্তরে আর একটি পরীক্ষা নেওয়া হবে। এখান থেকে শীর্ষ 100 জন শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য নির্বাচিত করা হবে।
| যোগ্যতা | দ্বিতীয় স্তরের পরীক্ষায় প্রতিটি জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 20% |
| বিষয় | ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত |
| প্রশ্নের ধরন | সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন থাকবে. কোন নেগেটিভ মার্কস থাকবে না। |
| প্রশ্নপত্রের ভাষা | বাংলা এবং ইংরেজি |
| সিলেবাস | অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE) |
| পূর্ণমান | 60; |
| বিষয়ভিত্তিক মান | ভৌতবিজ্ঞান(20), জীবনবিজ্ঞান(20), গণিত(20) |
| সময় | দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা) |
| পরীক্ষার সম্ভাব্য দিন | পরে জানানো হবে। |
| পরীক্ষা কেন্দ্র | পরে জানানো হবে। |
তৃতীয় স্তরের পরীক্ষা শেষে শীর্ষ 100 জনকে নির্বাচিত করা হবে যারা প্রতি মাসে 1000 টাকা করে স্কলারশিপ পাবে এবং বুক গ্রান্ট হিসাবে এককালীন 2500 টাকা পাবে । নবম এবং দশম শ্রেণিতে দুই বছর ধরে এই স্কলারশিপ পাবে এবং শংসাপত্র প্রদান করা হবে।ন
নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী (100 জন) বিজ্ঞান কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সেখানে তাদের জাতীয় অলিম্পিয়াড পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – 2024 এর গুরুত্বপূর্ণ তারিখ:
| আবেদন শুরু | 20th April,2024 |
| আবেদনের শেষ তারিখ | 5th May, 2024 |
| প্রথম স্তরের (Layer 1) পরীক্ষা | 23rd June, 2024 |
| অ্যাডমিট কার্ড ডাউনলোড (1st Layer) | 07.06.2024 – 23.06.2024. |
| দ্বিতীয় স্তরের (Layer 2) পরীক্ষা | |
| তৃতীয় স্তরের (Layer 3) পরীক্ষা |
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে CLICK করো।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এর রেজাল্ট জানার জন্য পাশে দেওয়া লিঙ্কে ক্লিক করো
| প্রথম স্তরের (Layer 1) রেজাল্ট | LINK |
| দ্বিতীয় স্তরের (Layer 2) রেজাল্ট | LINK |
| তৃতীয় স্তরের (Layer 3) রেজাল্ট | LINK |
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 পরীক্ষার জন্য মডেল প্রশ্নপত্রর জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করো।
| প্রথম স্তরের (Layer 1) মডেল প্রশ্নপত্র | LINK |
| দ্বিতীয় স্তরের (Layer 2) মডেল প্রশ্নপত্র | LINK |
| তৃতীয় স্তরের (Layer 3) মডেল প্রশ্নপত্র | LINK |
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ (Vidyasagar Science Olympiad – 20243) এর Official Websiteঃ
https://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in
বি.দ্র. – শিক্ষার্থীরা নিজে অনলাইনে আবেদন করতে পারবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত শিক্ষক (T.I.C.) এর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহ প্রধান শিক্ষক /ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন ছাত্র বা ছাত্রীকে নির্বাচিত করবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত 5 জন ছাত্র বা ছাত্রীর জন্য আবেদনপত্র পূরণ করবে।
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE
















Leave a Reply