Complete Solution of MP-17
মাধ্যমিক গণিত ২০১৭ সমাধান
2017 সালের মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান || মাধ্যমিক গণিত ২০১৭
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো
2017
MATHEMATICS
Time – 3 Hours Fifteen Minutes
(First fifteen15 minutes for reading the question paper)
Full Marks-90 -For Regular Candidates
100 – For External Candidates
[প্রশ্ন নং 1, 2, 3, 4-এর উত্তরগুলির প্রশ্নসংখ্যা লিখে ক্রমানুযায়ী উত্তর-পত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজনীয়, হিসাবপত্র ও চিত্র অঙ্কন আবশ্যিকভাবে উত্তর-পত্রের প্রথম দিকে মার্জিন টেনে ডান দিকে করতে হবে।//কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না। প্রয়োজনে π = 22/7 ধরে নিতে হবে। প্রয়োজন মতো গ্রাফ পেপার দেওয়া হবে। পাটীগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে করা যেতে পারে।]
Complete Solution of MP-17
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচিত করো। 1×6 = 6
(i) কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25 : 28 হলে বার্ষিক’ সুদের হার
(a) 3% (b) 12% (c) 10 5/7% (d) 8%
Ans. (b) 12%
[ধরি আসল 25x টাকা এবং সবৃদ্ধিমূল 28x টাকা
∴ সুদ = (28x – 25x) = 3x টাকা
3x = 25x×1×r/100
⇒ 3 = r/4
∴ r = 12]
(ii) কোন শর্তে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে?
(a) a = 0 (b) b = 0 (c) c = 0 (d) এদের কোনটিই নয়।
Ans. (c) c = 0
[দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হয় যদি ধ্রুবক পদের সহগ শূন্য হয়]
(iii) দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা
(a) 2টি (b) 1টি (c) 3টি (d) 4টি
Ans. (d) 4টি
2017 সালের মাধ্যমিকের সকল বিষয়ের pdf download করার link নীচে দেওয়া হল
বাংলা (Bengali) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইতিহাস (History) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2017 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
(iv) sinθ = cosθ হলে 2θ-এর মান হবে (a) 30o (b) 60o (c) 45o (d) 90o
Ans. (d) 90o
[ sinθ = cosθ
⇒ sinθ = sin(90o – θ)
⇒ θ = 90o – θ
⇒ 2θ = 90o]
(v) একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হল শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের
(a) 3 গুণ (b) 4 গুণ (c) 6 গুণ (d) ৪ গুণ
Ans. (d) ৪ গুণ
[ধরি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক
∴ শঙ্কুটির আয়তন V1= 1/3πr2h ঘন একক
শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হল শঙ্কুটির আয়তন হয়
= 1/3π×(2r)2×2h ঘন একক
= 1/3π×4r2×2h ঘন একক
= 8×1/3πr2h ঘন একক
= 8×V1 ঘন একক]
(vi) 2, 8, 2, 3, 8, 3, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা
(a) 8 (b) 6.5 (c) 5.5 (d) 52
Ans. (d) 52
[সংখ্যাগুলিকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই- 2, 2, 3, 3, 5, 6, 8, 8, 9
এখানে n = 9
∴ মধ্যমা = n+1/2 তম পদ
= 9+1/2 তম পদ
= 10/2 তম পদ
= 5 তম পদ = 5]
Complete Solution of MP-17
2. শূন্যস্থান পূরণ কর (যে কোনো পাঁচটি) 1×5=5
(i) কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে __________ বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান।
Ans: এক
(ii) ax2 + bx + c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের b2 = 4ac হলে ধীজদ্বয় বাস্তব ও __________ হবে।
Ans: সমান
(iii) দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি __________ হবে।
Ans: সদৃশ
(iv) cos2θ – sin2θ = 1/x (x > 1), হলে cos4θ – sin4θ __________
Ans: 1/x
[cos4θ – sin4θ
= (cos2θ)2 – (sin2θ)2
= (cos2θ + sin2θ)(cos2θ – sin2θ)
= 1×1/x
= 1/x]
(v) একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা __________।
Ans: একটি
(vi) x1, x2, x3 …….. xn এই n সংখ্যক সংখ্যার গড় x হলে Kx1, Kx2, Kx3 …….. Kxn এর গড় __________ (K≠ 0)
Ans: Kx̄
[ x1+x2+x3+ …….. +xn/n = x̄
∴ Kx1+Kx2+Kx3+ …….. +Kxn/n
⇒ K(x1+x2+x3+ …….. +xn)/n
= Kx̄]
Complete Solution of MP-17
3. সত্য বা মিথ্যা লেখ (যে কোনো পাঁচটি) 1×5=5
(i) A 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে B 20,000 টাকা দিল। বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে।
Ans: সত্য
[A B এর মূলধনের অনুপাত
= 10,000×12 : 20,000×6
= 120,000 : 120,000
= 1 : 1
লভ্যাংশের অনুপাত = মূলধনের অনুপাত = 1 : 1]
(ii) x = 2 + √3 হলে x + 1/x – এর মান হবে 2√3
Ans: মিথ্যা
[ x = 2 + √3
∴ 1/x = 1/2 + √3
= 2 – √3/(2 + √3)(2 – √3)
= 2 – √3/(2)2 – (√3)2
= 2 – √3/4-3
= 2 – √3
∴ X + 1/x = 2 + √3 + 2 – √3 = 4]
(iii) 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে।
Ans: মিথ্যা
[7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে
= (7 + 3) সেমি = 10 সেমি
(iv) 0o < θ < 90o হলে sinθ > sin2θ হবে।
Ans: সত্য
(v) একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36π বর্গ সেমি ক্ষেত্রফল হলে উহার ব্যাসার্ধ 3 সেমি হবে।
Ans: সত্য
[ধরি, অর্ধগোলকের ব্যাসার্ধ r সেমি
∴ 3πr2 = 36π
⇒ r2 = 12
⇒ r2 = 2√3]
(vi) ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে, x অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হল মধ্যমা।
Ans: সত্য
Complete Solution of MP-17
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি) 2×10=20
(i) r% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে চারগুণ হবে কত বছরে?
Solution:
ধরি, মূলধনের পরিমাণ P টাকা
চক্রবৃদ্ধি সুদের হার r%
P টাকা 8 বছরে দ্বিগুণ হয়।
Ans: 16 বছরে চারগুণ হবে
(ii) কোনো এক ব্যবসায় A-এর মূলধন B-এর মূলধনের দেড়গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে B 1,500 টাকা লভ্যাংশ পেলে, A কত টাকা পাবে?
Solution:
ধরি, B-এর মূলধন x টাকা
∴ A-এর মূলধন = x × .11/2 টাকা
= 3x/2 টাকা
∴ A ও B-এর মূলধনের অনুপাত
= 3x/2 : x
= 3/2 : 1
= 3 : 2
আরও ধরি A লভ্যাংশ পাবে p টাকা
B লভ্যাংশ পায় 1,500 টাকা
∵ লভ্যাংশের অনুপাত = মূলধনের অনুপাত
∴ p : 1,500 = 3 : 2
বা, p = 1,500 × 3/2
বা, p = 750×3
বা, p = 2250
Ans: A পাবে 2250 টাকা ।
(iii) সমাধান না করে ‘p’ এর যে সকল মানের জন্য x2 + (p-3)x + p =0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো।
Solution:
x2 + (p-3)x + p =0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান।
∴ b2 – 4ac = 0
বা, (p-3)2 – 4.1.p = 0
বা, p2 – 6p + 9 – 4p = 0
বা, p2 – 10p + 9 = 0
বা, p2 – 9p – p + 9 = 0
বা, p(p – 9) -1(p – 9) = 0
বা, (p – 9)(p – 1) = 0
হয় p – 9 = 0 নতুবা p – 1 = 0
∴ p = 9 ∴ p = 1
Ans: ‘p’ এর মান 9 অথবা 1-এর জন্য x2 + (p-3)x + p =0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে।
Complete Solution of MP-17
(iv) x ∝ yz এবং y ∝ zx হলে, দেখাও যে, z (≠ 0) একটি ধ্রুবক।
Solution:
x ∝ yz এবং y ∝ zx
⇒ x = kyz – – – – [k একটি অশূন্য ভেদ ধ্রুবক]
এবং
y ∝ zx
⇒ y = mzx – – – – [m একটি অশূন্য ভেদ ধ্রুবক]
⇒ y = mz.kyz – – – – [∵ x = kyz]
⇒ 1 = mkz2
⇒ z2 = 1/mk
⇒ z = 1/√mk
∴ z = ধ্রুবক (Proved)
(v) একটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত?
Solution:
দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত তাদের পরিসীমার অনুপাতের সমান হয়।
এখানে সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত = 20 : 16 = 5 : 4
প্রথম ত্রিভুজের একটি বাহু 7 সেমি।
ধরি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি
∴ 9 : x = 5 : 4
বা, 9/x = 5/4
বা, 5x = 36
বা, x = 36/5
∴ x = 7.2
Ans: দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি
(vi) △ABC এর ∠ABC = 90o, AB = 5 সেমি, BC = 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
Solution:
△ABC এর ∠ABC = 90o,
AB = 5 সেমি,
BC = 12 সেমি.
ABC সমকোণী ত্রিভুজের
AC2 = AB2 + BC2
⇒ AC2 = (5)2 + (12)2
⇒ AC2 = 25 + 144
⇒ AC2 = 169
∴ AC = 13
∴ ABC সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি.
সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ঐ ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়।
Ans: ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 13/2 = 6.5 সেমি.
(vii) ABC ত্রিভুজের AB = (2a – 1) সেমি, AC = 2√2a সেমি এবং BC = (2a + 1) সেমি হলে ∠BAC এর মান লেখো।
Solution:
ABC ত্রিভুজের,
AB = (2a – 1) সেমি,
AC = 2√2a সেমি এবং
BC = (2a + 1) সেমি
∴ AB2 + AC2
= (2a – 1)2 + (2√2a)2
= 4a2 – 4a + 1 + 8a
= 4a2 + 4a + 1
= (2a – 1)2 = BC2
∴ BC2 = AB2 + AC2
∴ ABC একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ BC
∴ ∠BAC সমকোণ
∴ ∠BAC = 90o
Ans: ∠BAC এর মান 90o
(viii) x = asecθ, y = btanθ হলে x এবং y এর θ বর্জিত সম্পর্ক নির্ণয় করো।
Solution:
x = asecθ
∴ x/a = secθ
বা, x2/a2 = sec2θ – – – – (i)
y = btanθ
∴ y/b = tanθ
বা, y2/b2 = tan2θ – – – – (ii)
(i) – (ii) করে পাই,
x2/a2 – y2/b2 = sec2θ – tan2θ
⇒ x2/a2 – y2/b2 = 1 – – – – [∵ sec2θ – tan2θ= 1]
Ans: θ বর্জিত সম্পর্কটি হল x2/a2 – y2/b2 = 1
Complete Solution of MP-17
(ix) tan(θ + 15o) = √3 হলে sinθ + cosθ -এর মান নির্ণয় করো।
Solution:
tan(θ + 15o) = √3
⇒ tan(θ + 15o) = tan60o
⇒ θ + 15o = 60o
⇒ θ = 60o – 15o
⇒ θ = 45o
∴ sinθ + cosθ
= sin45o + cos45o
= 1/√2 + 1/√2
= 1+1/√2
= 2/√2
= √2
Ans: sinθ + cosθ -এর মান √2
(x) একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত?
Solution:
ধরি, ছোট গোলকটির ব্যাস 2r একক এবং বড় গোলকটির ব্যাস 4r একক
∴ ছোট গোলকটির ব্যাসার্ধ r একক এবং বড় গোলকটির ব্যাসার্ধ 2r একক
বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল
= 4π(2r)2 বর্গ একক
= 16πr2 বর্গ একক
ছোট গোলকটির আয়তন
= 4/3πr3 ঘন একক
∵ বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান = ছোট গোলকটির আয়তনের সাংখ্যমান
∴ 16πr2 = 4/3πr3
বা, 48πr2 = 4πr3
বা, 12 = r
∴ r = 12
Ans: ছোট গোলকটির ব্যাসার্ধ 12 একক
(xi) একটি আয়তঘনকের তলসংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা P হলে x – y + z + P এর মান কত?
Solution:
আয়তঘনকের তলসংখ্যা x = 6,
ধার সংখ্যা y = 12,
শীর্ষবিন্দুর সংখ্যা z = 8 এবং
কর্ণের সংখ্যা P = 4
∴ x – y + z + P
= 6 – 12 + 8 + 4
= 6
Ans: x – y + z + P এর মান 6
(xii) 11, 12, 14, x – 2, x + 4, x + 9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় কর।
Solution:
এখানে রাশির সংখ্যা 9 (অযুগ্ম)
∴ মধ্যমা = n+1/2-তম রাশির মান
= 9+1/2-তম রাশির মান
= 10/2 = 5-তম রাশির মান
= x + 4
প্রশ্নানুযায়ী
x + 4 = 24
∴ x = 20
Ans: x এর মান 20
Complete Solution of MP-17
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
(i) বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদেরঅন্তর 80 টাকা হবে?
Solution:
ধরি, আসল = P টাকা।
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 80 টাকা
ধরি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ = I1
প্রদত্ত,
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার (r) = 4%
সময় (t) = 2 বছর।
আমরা জানি,
2 বছরের চক্রবৃদ্ধি সুদ
2 বছরের সরল সুদ
প্রশ্নানুযায়ী,
⇒ P = 625×8
∴ P =50000
Ans: 50000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে।
(ii) A, B, C যৌথভাবে 1,90,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। A, B এর থেকে 20,000 টাকা বেশি এবং B, C এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও।
Solution:
ধরি C-এর মূলধনের x টাকা
∴ B-এর মূলধনের (x + 20000) টাকা এবং
A-এর মূলধনের [(x + 20000) + 20000] টাকা = (x + 40000) টাকা
প্রশ্নানুযায়ী,
(x + 40000) + (x + 20000) + x = 180000
বা, 3x + 60000 = 180000
বা, 3x = 180000 – 60000
বা, 3x = 120000
বা, x = 40000
∴ A, B ও C-এর মূলধনের অনুপাত
= (40000 + 40000) : (40000 + 20000) : 40000
= 80000 : 60000 : 40000
= 8 : 6 : 4
= 4 : 3 : 2
∴ 10800 টাকার মধ্যে,
A পাবে = 10800×4/4+3+2 টাকা
= 10800×4/9 টাকা
= 1200×4 টাকা
= 4800 টাকা
B পাবে = 1200×3 টাকা
= 3600 টাকা
C পাবে = 1200×3 টাকা
= 3600 টাকা
Ans: A পাবে 4800 টাকা,
B পাবে 3600 টাকা ও
C পাবে 2400 টাকা
6. যে কোনো একটি সমাধান কর: 3
⇒ x2 + ax + bx = -ab
⇒ x2 + ax + bx + ab = 0
⇒ x(x + a) + b(x + a) = 0
⇒ (x + a)(x + b) = 0
হয় x + a = 0 নতুবা x + b = 0
∴ x = -a ∴ x = -b
Ans: নির্ণেয় সমাধানঃ x = – a এবং x = – b
(ii) একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচগুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত?
Solution:
ধরি, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হল x
প্রশ্নানুযায়ী,
2x2 – 5x = 3
⇒ 2x2 – 5x – 3 = 0
⇒ 2x2 – 6x + x – 3 = 0
⇒ 2x(x – 3) + 1(x – 3) = 0
⇒ (x – 3)(2x + 1) = 0
হয় (x – 3) = 0 নতুবা (2x + 1) = 0
বা, x = 3 বা, x = – 1/2
∵ সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যা
x ≠ – ½
∴ x = 3
Ans: অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3
Complete Solution of MP-17
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) সরল কর:
= √3 – √2 – √3 + 1 + √2 – 1
= 0
Ans: নির্ণেয় সরলমান 0
(ii) একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ঐ হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। আবাসিক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা এবং আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা হয়। ব্যয় 1880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে?
Solution:
ধরি, হোস্টেলের ব্যয় C টাকা যার মধ্যে C1 ধ্রুবক এবং C2 আবাসিকদের সংখ্যা N-এর সঙ্গে সরলভেদে আছে।
∴ C = C1 + C2
∴ C2 ∝ N
বা, C2 = kN – – – – [k একটি অশূন্য ভেদ ধ্রুবক]
∴ C = C1 + kN – – – – (i)
N = 120 হলে C = 2000 হয়।
(i) নং থেকে পাই,
2000 = C1 + k×120
বা, 2000 = C1 + 120k – – – – (ii)
N = 100 হলে C = 1700 হয়।
(i) নং থেকে পাই,
1700 = C1 + k×100
বা, 1700 = C1 + 100k – – – – (iii)
(ii) – (iii) করে পাই,
C1 + 120k – (C1 + 100k) = 2000 – 1700
বা, C1 + 120k – C1 – 100k = 300
বা, 20k = 300
বা, k = 15
(ii) নং সমীকরণে k = 15 বসিয়ে পাই,
2000 = C1 + 15×120
বা, 2000 = C1 + 1800
∴ C1 = 200
(i) নং সমীকরণে C1 ও k-এর মান বসিয়ে পাই,
C = 200 + 15N
C = 1880 হলে,
1880 = 200 + 15N
⇒ 15N =1880 – 200
⇒ 15N =1680
⇒ N =112
Ans: ব্যয় 1880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা হবে 112 জন।
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
হয়, তবে প্রমাণ কর যে, প্রত্যেকটি অনুপাতের মান হয় 1/2 অথবা -1
প্রত্যেকটি অনুপাতের মান হয় (সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই)
প্রত্যেকটি অনুপাতের মান হয়
(ii) যদি (b + c − a) x = (c + a – b)y = (a + b – c) z = 2, হয়, তবে দেখাও যে
Solution:
∵ (b + c − a)x = (c + a – b)y = (a + b – c)z = 2
∴ (b + c − a)x = 2
বা, b + c − a/2 = 1/x
(c + a – b)y = 2
বা, c + a − b/2 = 1/y
(a + b – c) z = 2
বা, a + b – c/2 = 1/z
Complete Solution of MP-17