Tag: Class 10 Koshe Dekhi 18.4

  • Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা

    Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা

    Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা

    সদৃশতা Koshe Dekhi 18-4 Class 10

    1. ∆ABC-এর ∠ABC = 90° এবং BD ⊥ AC; যদি BD = 8 সেমি. এবং AD = 5 সেমি. হয়, তবে CD-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
    Solution:

    D C B A

    ∆ABC ত্রিভুজের ∠ABC = 90o এবং সমকৌণিক বিন্দু B থেকে অতিভুজ AC এর উপর BD লম্ব।
    সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ।
    ΔBDC এবং ΔADB সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    BD/AD = DC/BD
    8/5 = DC/8 – – [BD = 8; AD = 5]
    ⇒CD = 64/5 = 12.8
    Ans: CD এর দৈর্ঘ্য 12.8 সেমি.।

    2. ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠B সমকোণ এবং BD ⊥ AC; যদি AD = 4 সেমি. এবং CD = 16 সেমি, হয়, তবে BD ও AB-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
    Solution:

    D C A B

    ABC ত্রিভুজের ABC = 90o এবং সমকৌণিক বিন্দু B থেকে অতিভুজের উপর AC লম্ব।
    সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ।
    ∴ ΔBDC এবং ΔBDA সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    BD/AD = DC/BD
    BD/4 = 16/BD – – – [AD = 4; CD = 16]
    ⇒BD2 = 64
    বা, BD = 8
    সমকোণী ত্রিভুজ ΔADB-এর ক্ষেত্রে,
    AB2 = AD2 + BD2
    বা, AB2 = 42 + 82
    বা, AB2 = 16 + 64
    বা, AB2 = 80
    ∴ AB = √80 = 4√5
    Ans: BD = ৪ সেমি. এবং AB= 4√5 সেমি.।

    3. O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের AB একটি ব্যাস। P বৃত্তের উপর যে-কোনো একটি বিন্দু। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে P বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে Q ও R বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ r হয়, প্রমাণ করি যে, PQ.PR = r2
    Solution:

    স্বীকার: O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। বৃত্তের উপর যে-কোনো একটি বিন্দু P-তে অঙ্কিত স্পর্শক A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে যথাক্রমে Q ও R বিন্দুতে ছেদ করে। বৃত্তের ব্যাসার্ধ r একক। z
    .প্রামান্য বিষয়: PQ.PR = r2
    অঙ্কন: O, P; O, Q এবং O, R যুক্ত করা হল।

    Q R O P B A

    প্রমাণ: P বিন্দুতে QR স্পর্শক এবং OP স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ।
    ∴ OP ⊥ QR
    ∴ ∠OPQ = 90o
    আবার, A বিন্দুতে AQ স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ।
    ∴ OA ⊥ AQ
    ∴ ∠OAQ = 90o
    AOQ এবং POQ ত্রিভুজের ক্ষেত্রে,
    ∠OAQ = ∠OPQ = 90o
    OQ সাধারণ বাহু
    AQ = PQ – – – [বহিঃস্থ বিন্দু Q থেকে অঙ্কিত দুটি স্পর্শক AQ এবং PQ ∴ AQ এবং PQ সমান]
    ∴ ΔΑΟQ ≅ ΔPOQ
    ∴ ∠AOQ = ∠POQ
    অনুরূপে পাই, ΔBOR ≅ ΔPOR
    ∴ ∠BOR = ∠POR
    ∠AOQ + ∠POQ + ∠POR + ∠BOR = 180o
    বা, ∠POQ + ∠POQ + ∠POR + ∠POR = 180o – – – [∵ ∠AOQ = ∠POQ এবং ∠BOR = ∠POR]
    বা, 2∠POQ + 2∠POR = 180o
    বা, 2(∠POQ + ∠POR) = 180o
    বা, (∠POQ + ∠POR) = 90o
    বা, ∠QOR = 90o
    ∴ QOR সমকোণী ত্রিভুজ যার ∠QOR সমকোণ এবং সমকৌণিক বিন্দু O থেকে অতিভুজ QR এর উপর OP লম্ব।
    সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয়।
    ∴ ΔOPQ এবং ΔOPR সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    OP/PR = PQ/OP = OQ/RO
    OP/PR = PQ/OP
    ⇒ OP2 = PQ.PR
    বা, r2 = PQ.PR
    বা, PQ.PR = r2  (প্রমাণিত)

    4. AB-কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। AB-এর উপর যে-কোনো বিন্দু C থেকে AB-এর উপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, CD, AC ও BC-এর মধ্যসমানুপাতী।
    Solution:

    D B A C

    স্বীকার:AB কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। AB-এর উপর যে-কোনো বিন্দু C থেকে AB এর উপর লম্ব CD যা অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করে।
    প্রামান্য বিষয়: CD, AC ও BC এর মধ্য সমানুপাতী। অর্থাৎ CD2 = AC.BC
    অঙ্কন: A, D এবং B, D যুক্ত করা হল।
    প্রমাণ: ∠ADB = 90o – – -n[∵ অর্ধবৃত্তস্থ কোন 1 সমকোণ]
    ∴ সমকৌণিক বিন্দু D থেকে অতিভুজ AB এর উপর DC লম্ব।
    সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয়।
    ∴ ∆ACD এবং ∆DCB সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    AD/BD = CD/BC = AC/CD
    CD/BC = AC/CD
    বা, CD2 = AC.BC
    ∴ CD, AC ও BC-এর মধ্যসমানুপাতী।  (প্রমাণিত)

    5. সমকোণী ত্রিভুজ ABC-এর ∠A সমকোণ। অতিভুজ BC-এর উপর লম্ব AD হলে, প্রমাণ করি যে,

    \(\Large{\mathbf{\quad\quad\frac{∆ABC}{∆ADC}=\frac{BC^2}{AC^2}}}\)

    Solution:
    স্বীকার: ABC সমকোণী ত্রিভুজের ∠A সমকোণ। অতিভুজ BC-এর উপর AD লম্ব।
    প্রামাণ্য বিষয়:

    \(\Large{\quad\quad\frac{∆ABC}{∆ADC}=\frac{BC^2}{AC^2}}\)
    D C B A

    প্রমাণ: ABC সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু A থেকে BC এর উপর AD লম্ব।
    সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকটি ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ হয়।
    ∴ ∆BAC এবং ∆ADC সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    AC/CD = BC/AC
    বা, AC2 = CD.BC\frac{∆ABC}{∆ADC}= \frac{BC^2}{AC^2}\quad\quad\mathbf{(Proved)}
    ×BC×AD

    \(\Large{\frac{∆ABC}{∆ADC}=\frac{\frac{1}{2}×BC×AD}{\frac{1}{2}×AD×CD}\\\quad\quad\quad\quad=\frac{BC}{CD}\\\quad\quad\quad\quad=\frac{BC.BC}{CD.BC}\\\quad\quad\quad\quad=\frac{BC^2}{AC^2}\quad\quad\mathbf{(Proved)}}\)

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো।

    6. O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। A বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে C বিন্দুতে এবং B বিন্দুতে অঙ্কিত স্পর্শককে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে,
    (i) BD2 = AD.DC
    (ii) যে-কোনো সরলরেখার জন্য AC এবং AD দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান।
    Solution:

    O D C B A

    স্বীকার:
    O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। A বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে C বিন্দুতে এবং B বিন্দুতে অঙ্কিত স্পর্শককে D বিন্দুতে ছেদ করে।
    প্রামাণ্য বিষয়: (i) BD2 = AD.DC এবং
    (ii) যে- কোনো সরলরেখার জন্য AC এবং AD দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান, অর্থাৎ  যেকোনো সরলরেখার ক্ষেত্রে (AC×AD) সর্বদা নির্দিষ্ট।
    অঙ্কনঃ B, C যুক্ত করা হল।
    প্রমাণ: ∠ACB = 90o – – – [∵ অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ]
    ∴ BC ⊥ AD
    আবার, AB হল বৃত্তের ব্যাস এবং B বিন্দুতে BD স্পর্শক।
    ∴ ∠ABD = 90o
    ABD সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু B থেকে অতিভুজ AD এর উপর BC লম্ব ।
    সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকটি ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ হয়।
    ∴ BCD এবং ABD সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    BD/AD = DC/BD
    বা, BD2 = AD.DC (প্রমাণিত)
    আবার ABD এবং ACB সদৃশকোণী।
    AB/AC = AD/AB
    বা, AB2 = AC.AD
    ∴ AC ও AD বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ব্যাসের উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
    ∴ যেকোনো সরলরেখার জন্য AC ও AD বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান (প্রমাণিত)

    7. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
    (A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.):

    (i) ∆ABC ও ∆DEF-এ AB/DE = BC/FD = AC/EF হলে,
    (a) ∠B = ∠E (b) ∠A = ∠D (c) ∠B = ∠D (d) ∠A = ∠F

    Ans: (c) ∠B = ∠D
    [∆ABC ও ∆DEF-এর
    AB/DE = BC/FD = AC/EF
    ∴ ∆ABC ও ∆DEF সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়।
    ∴ ∠C = ∠F, ∠A = ∠E এবং ∠B = ∠D]

    (ii) ∆DEF ও ∆PQR-এ ∠D = ∠Q এবং ∠R = ∠E হলে, নীচের কোনটি সঠিক নয় লিখি।
    (a) EF/PR = DF/PQ (b) QR/PQ = EF/DF (c) DE/QR = DF/PQ (d) EF/RP = DE/QR

    Ans: (b) QR/PQ = EF/DF
    [∆DEF ও ∆PQR-এ
    ∠D = ∠Q এবং ∠R = ∠E
    ∴ ∠F = ∠P
    ∴ ∆DEF ও ∆PQR সদৃশ।
    DE/QR = EF/RP = FD/PQ]

    (iii) ABC ও DEF ত্রিভুজে ∠A = ∠E = 40o, AB : ED = AC : EF এবং ∠F = 65o হলে ∠B-এর মান
    (a) 35o (b) 65o (c) 75o (d) 85o

    Ans:  (c) 75o
    [DEF ত্রিভুজের ∠E = 40oএবং ∠F = 65o
    ∴ ∠D = 180o – (∠E + ∠F)
    বা, ∠D = 180o – (40o + 65o)
    বা, ∠D = 180o – 105o = 75o
    ∵ AB : ED = AC : EF
    ∴ ∠B = ∠D = 75o]

    (iv) ∆ABC এবং ∆PQR-এ AB/QR = BC/PR = CA/PQ হলে,
    (a) ∠A = ∠Q (b) ∠A = ∠P (c) ∠A = ∠R (d) ∠B = ∠Q

    Ans:  (a) ∠A = ∠Q
    [∆ABC এবং ∆PQR-এ,
    AB/QR = BC/PR = CA/PQ
    AB/QR = BC/RP = CA/PQ
    ∴ ∠A = ∠Q, ∠B = ∠R এবং ∠C = ∠P]

    (v) ABC ত্রিভুজে AB = 9 সেমি., BC = 6 সেমি. এবং CA = 7.5 সেমি। DEF ত্রিভুজে BC বাহুর অনুরূপ বাহু EF; EF = 8 সেমি এবং ∆DEF ~ ∆ABC হলে ∆DEF-এর পরিসীমা
    (a) 22.5 সেমি. (b) 25 সেমি. (c) 27 সেমি. (d) 30 সেমি.

    Ans: (d) 30 সেমি.
    [DEF ত্রিভুজে BC বাহুর অনুরূপ বাহু EF;
    BC = 6 সেমি. এবং EF = 8 সেমি.
    BC/EF = 6/8 = 3/4
    ∵ ∆DEF ~ ∆ABC
    AB/DE = CA/FD = 3/4
    AB/DE = 3/4
    বা, 9/DE = 3/4 – – – [∵ AB = 9]
    বা, DE = 12
    এবং CA/FD = 3/4
    বা, 7.5/FD = 3/4 – – – [∵ CA = 9]
    বা, FD = 2.5×4 = 10
    ∆DEF-এর পরিসীমা
    = (12 + 8 + 10)সেমি.
    = 30 সেমি.]

    (B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি:

    (i) দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ।

    Ans:  মিথ্যা

    (ii) পাশের চিত্রে ∠ADE = ∠ACB হলে, ∆ADE ~ ∆ACB

    Ans: সত্য

    E D C B A

    [∆ADE এবং ∆ACB-এর,
    ∠ADE = ∠ACB – – – [প্রদত্ত]
    ∠DAE = ∠CAB – – – [একই কোণ]
    ∴ অবশিষ্ট ∠AED = অবশিষ্ট ∠ABC
    ∴∆ADE ~ ∆ACB]

    (iii) ∆PQR-এর QR বাহুর উপর D এমন একটি বিন্দু যে PD ⊥ QR; সুতরাং, ∆PQD ~ ∆RPD

    Ans:  মিথ্যা

    (C) শূন্যস্থান পূরণ করি:

    (i) দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের __________ বাহুগুলি সমানুপাতী হয়।

    Ans: অনুরূপ

    (ii) ∆ABC ও ∆DEF-এর পরিসীমা যথাক্রমে 30 সেমি. এবং 18 সেমি.। ∆ABC ~ ∆DEF: BC ও EF অনুরূপ বাহু। যদি BC = 9 সেমি. হয়, তাহলে EF = __________ সেমি.।

    Ans: 5.4
    [∆ABC ও ∆DEF-এর পরিসীমা যথাক্রমে 30 সেমি. এবং 18 সেমি.।
    ∆ABC ~ ∆DEF; এবং BC ও EF অনুরূপ বাহু।
    BC/EF = AB/DE = CA/DF = AC/AD
    ∴ প্রতিটি অনুপাতের মান
    = BC + AB + CA/EF + DE + DF – – – [সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই]
    = 30/18 = 5/3
    BC/EF = 5/3
    বা, 9/EF = 5/3 – – – [∵ BC = 9]
    বা, EF = 9×3/5 = 5.4]

    8. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

    (i) পাশের চিত্রে, ∠ACB= ∠BAD এবং AD ⊥ BC; AC = 15 সেমি., AB = 20 সেমি. এবং BC = 25 সেমি, হলে, AD-এর দৈর্ঘ্য কত তা লিখি।
    Solution:

    D C B A

    ∠ACB = ∠BAD এবং AD ⊥ BC;
    AC = 15 সেমি., AB = 20 সেমি.
    এবং BC = 25 সেমি,
    △ABC এবং ∆ADB ত্রিভুজের ক্ষেত্রে,
    ∠BAC = ∠ADB = 90°
    ∠ACB = ∠BAD – – – [প্রদত্ত]
    ∠ABC = ∠ABD – – – [একই কোণ]
    ∴ ∆ABC এবং ∆ADB সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    BC/ABAB/BD = AC/AD
    BC/AB = AC/AD
    25/20 = 15/AD
    বা, AD = 20×15/25
    ∴ AD = 12
    Ans: AD এর দৈর্ঘ্য 12 সেমি.।

    (ii) পাশের চিত্রে, ∠ABC = 90o এবং BD ⊥ AC; যদি AB = 30 সেমি., BD = 24 সেমি. এবং AD = 18 সেমি. হলে, BC-এর দৈর্ঘ্য কত তা লিখি।
    Solution:

    D C B A

    চিত্রে ∠ABC = 90o এবং BD ⊥ AC; 
    AB = 30 সেমি.; BD = 24 সেমি.
    এবং AD = 18 সেমি.
    আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয় এবং উৎপন্ন ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সঙ্গেও  সদৃশ হয় ।
    ∴ ∆ADB এবং ∆CDB সদৃশকোণী।
    আবার সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    AB/BCBD/CD = AD/BD
    BD/CD = AD/BD
    ⇒ CD×AD = BD2
    বা, CD×18 = (24)2 – – – [∵ AD = 8; ∵ BD =24]
    বা, CD×18 = 24×24
    ∴ CD = 32
    আবার ∆ABC এবং ∆BDC সদৃশকোণী।
    AB/BDBC/CD = AC/BC
    AB/BD = BC/CD
    30/24 = BC/32
    5/4 = BC/32
    ⇒BC = 5×8 = 40
    Ans: BC-এর দৈর্ঘ্য 40 সেমি.।

    (iii) পাশের চিত্রে, ∠ABC = 90o এবং BD ⊥ AC; যদি BD = 8 সেমি. এবং AD = 4 সেমি. হয়, তাহলে CD-এর দৈর্ঘ্য কত তা লিখি।
    Solution:

    D C B A

    চিত্রে ∠ABC = 90o এবং BD ⊥ AC; 
    BD = 8 সেমি. এবং AD = 4 সেমি.
    আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয়পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয়।
    ∴ ∆ADB এবং ∆CDB সদৃশকোণী।
    আবার সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    AB/BCBD/CD = AD/BD
    BD/CD = AD/BD
    বা, BD2 =  AD×CD
    বা, 82 = CDX4 – – – [∵ BD = 8]
    ⇒ 64 = CDX4
    বা, CD = 16
    Ans:  CD-এর দৈর্ঘ্য 16 সেমি.

    (iv) ABCD ট্রাপিজিয়ামের BC || AD এবং AD = 4 সেমি.। AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে AO/OC = DO/OB = 1/2 হয়। BC-এর দৈর্ঘ্য কত তা লিখি।
    Solution:

    O D C B A

    ABCD ট্রাপিজিয়ামের BC || AD,
    AD = 4 সেমি. এবং
    AO/OC = DO/OB = 1/2
    ∆AOD ও ∆COB এর ক্ষেত্রে,
    ∠OAD = একান্তর কোণ ∠OCB – – – [ ∵ AD || BC এবং AC ভেদক]
    আবার, ∠ODA = একান্তর কোণ ∠OBC – – – [∵ AD || BC এবং DB ভেদক]
    এবং ∠AOD = বিপ্রতীপ কোন ∠BOC 
    ∴ ∆AOD ও ∆COB সদৃশকোণী।
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
    AO/OC = DO/OB = AD/BC
    আবার AO/OC = DO/OB = 1/2
    AD/BC1/2
    বা, 4/BC1/2
    বা, BC = 8
    Ans: BC এর দৈর্ঘ্য 8 সেমি.।

    (v) ∆ABC ~ ∆DEF এবং ∆ABC ও ∆DEF-এ AB, BC ও CA বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে DE, EF ও DF; ∠A = 47o এবং ∠E = 83o হলে, ∠C-এর পরিমাপ কত তা লিখি।
    Solution:

    83 O O 47 D E F C B A

    ΔΑΒC ও △DEF সদৃশ এবং ∆ABC ও △DEF -এর AB, BC ও CA বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে DE, EF ও DF.
    সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়।
    ∴ ∠C = ∠F, ∠A = ∠D এবং ∠B = ∠E
    প্রদত্ত ∠A = 47o
    এবং ∠B = ∠E = 83o
    ∴ ∠C = 180o – (∠A + ∠B)
    = 180o – (47o + 83o)
    = 180o – 130o = 50o
    Ans: ∠C-এর পরিমাপ 50o

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    Madhyamik Question

    MP-2024

    ▶️ দুটি সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলি _______________
    Ans:
    সমানুপাতী

    ▶️ ABCD ট্রপিজিয়ামের BC ∥ AD এবং AD = 4 সেমি, AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, AO/OC = DO/OB = 1/2 -হয়, তাহলে BC এর দৈর্ঘ্য কত?

    MP-2023

    ▶️ ΔABC এর AC এবং BC বাহু দুটির উপর যথাক্রমে L এবং M দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে LM || AB এবং AL = (x – 2) একক, AC = 2x + 3 একক, BM (x – 3) একক এবং BC = 2x একক, তবে x-এর মান নির্ণয় করো।

    MP-2022

    ▶️ দুটি ত্রিভুজ সদৃশ হবে, যদি তাদের অনুরুপ বাহুগুলি __________ হয়।
    Ans:
    সমানুপাতী

    MP-2020

    ▶️ সমকোণী ত্রিভুজ ABC-এর ∠A সমকোণ। অতিভুজ BC-এর উপর লম্ব AD হলে, প্রমাণ করি যে,

    \(\Large{\mathbf{\quad\quad\frac{∆ABC}{∆ADC}=\frac{BC^2}{AC^2}}}\)

    MP-2019

    ▶️ দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের __________। (শূন্যস্থান পূরণ)
    Ans: সমান।

    ▶️ ABCD ট্রাপিজিয়ামের BC || AD এবং AD = 4 সেমি। AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে AO/OC = DO/OB = 1/2 হয়। BC-এর দৈর্ঘ্য কত?

    MP-2018

    ▶️ △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AP = 4 সেমি, QC = 9 সেমি এবং PB = AQ হয় তাহলে PB-এর দৈর্ঘ্য নির্ণয় করো।

    ▶️ প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং পরস্পর সদৃশ।

    MP-2017

    ▶️ দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি __________ হবে। (শূন্যস্থান পূরণ)
    Ans:
    সদৃশ

error: Content is protected !!