জীবাশ্ম জ্বালানি
মাধ্যমিক ভৌত বিজ্ঞান || দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান || WBBSE Madhyamik Physical Science || WBBSE Class X Madhyamik Physical Science || দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা || জীবাশ্ম জ্বালানি
জীবাশ্ম জ্বালানি
প্রিয় ছাত্র-ছাত্রী ,
আজ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের জীবাশ্ম জ্বালানির ওপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। আশা করি এগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করতে এই প্রশ্নগুলি তৈরি করে নাও।
মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
Q. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী ?
ANS. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4)।
Q. সূর্য ও অন্যান্য নক্ষত্রসমূহের শক্তির উৎস কী ?
ANS. সূর্য ও অন্যান্য নক্ষত্রসমূহের শক্তির উৎস নিউক্লিওফিউশান।
Q. LPG-এর তাপমূল্য কত ?
ANS. LPG-এর তাপনমূল্য হল – 50 KJ/g।
Q. LPG-এর পুরো কথাটি কী?
ANS. LPG-এর পুরো কথাটি হল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।
Q. কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক?
ANS. হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সর্বাধিক।
Q. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন দুটি বায়ু দূষক গ্যাসের নাম লেখ।
ANS. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন দুটি বায়ু দূষক গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড (CO2) ও কার্বন মনোক্সাইড (CO)।
Q. CNG এর পুরাে কথাটি কী?
ANS. CNG এর পুরাে কথাটি হলাে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas)।
Q. একটি প্রচলিত শক্তির নাম লেখ যা ফলে বায়ুদূষণ ঘটায় না।
ANS. জলবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি হলেও বায়ুদূষণ ঘটায় না।
Q. সৌরকোশে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ANS. সৌরকোশে আলোকশক্তি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
Q. দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো।
ANS. দুটি অপুনর্ভব শক্তি উৎস সৌরশক্তি, বায়ুশক্তি।
Q. দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযােগ্য শক্তির উৎসের নাম লেখাে।
ANS. দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযােগ্য শক্তির উৎস হল ভূতাপ শক্তি ও পারমাণবিক শক্তি।
জীবাশ্ম জ্বালানি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
Q. নিউক্লিয়ার রিয়্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ANS. নিউক্লিয়ার রিয়্যাক্টরে নিউক্লিও শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
Q. SI পদ্ধতিতে তাপনমূল্যের একক কী?
ANS. SI পদ্ধতিতে তাপনমূল্যের একক কিলােজুল/কেজি (kJ/kg)
Q. কোন গ্যাস প্রাকৃতিক গ্যাস ও বায়ােগ্যাস দুটিতেই বর্তমান?
ANS. মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাস ও বায়ােগ্যাস দুটিতেই বর্তমান।
Q. কোন শক্তি প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না ?
ANS. ভূতাপ শক্তি প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না
Q. বায়ুকলে কোন শক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয় ?
ANS. বায়ুকলে বায়ুশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন হয়।
Q. সােলার ফার্নেসে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
ANS. সােলার ফার্নেসে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
Q. পারমাণবিক বােমা ফাটাতে কোন্ বিক্রিয়া ঘটানাে হয়?
ANS. পারমাণবিক বােমা ফাটাতে নিউক্লিয় বিভাজন ঘটানাে হয়।
Q. বায়ােমাস কী ধরনের শক্তির উৎস?
ANS: বায়ােমাস পুনর্নবীকরণ শক্তির উৎস।
Q. একটি সৌরকোশে উৎপন্ন বিভব পার্থক্যের মান কত?
ANS: একটি সৌরকোশের বিভব পার্থক্যের মান 0.5V।
Q. সৌরকোশে পরিবাহী হিসাবে কী ব্যবহার করা হয়?
ANS: সৌরকোশে পরিবাহী হিসাবে সিলিকন ব্যবহার করা হয়।
Q. বায়ােগ্যাসের প্রধান উপাদান হলাে কী ?
ANS: বায়ােগ্যাসের প্রধান উপাদান হলাে মিথেন।
বায়ুমণ্ডলের উপর আরও প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করোঃ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
Q. বায়ােফুয়েল কী?
ANS. জৈব পদার্থকে পচিয়ে যে তরল জ্বালানি প্রস্তুত করা হয়, তাকে বায়ােফুয়েল বলা হয়।
Q. মিথেনােজেনিক ব্যাকটেরিয়া কী?
ANS. বায়ােগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটিরিয়া বায়ােমাসকে মিথেন গ্যাসে বিয়ােজিত করে, তাদের মিথেনােজেনিক ব্যাকটেরিয়া বলে।
Q. বায়োমাস বা জৈবভর বলতে কী বোঝো?
ANS: যেসব জৈব পদার্থকে (উদ্ভিদ, জৈব বর্জ্য ইত্যাদি) বিশেষ পাদ্ধতিতে পরিবর্তন করে জ্বালানির উপযোগী করা হয় , তাকে বায়োমাস বলে ।যেমন – কাঠ, শুকনো লতাপাতা গোবর ইত্যাদি।
Q. LPG -এর তাপনমূল্য 50 কিলােজুল/গ্রাম বলতে কী বােঝ?
ANS. LPG -এর তাপনমূল্য 50 কিলােজুল/গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম LPG-এর সম্পূর্ণ দহনে 50 কিলো জুল তাপ উৎপন্ন হয়।
Q. একটি জ্বালানির জ্বলন বিন্দু 55°C বলতে কী বােঝায়?
ANS. একটি জ্বালানির জ্বলন বিন্দু 55°C বলতে বােঝায় যে 55°C উষ্ণতায় বায়ুর উপস্থিতিতে জ্বালানিটির দহন শুরু হয়।
Q. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযােগ্য শক্তি উৎসের নাম লেখ।
ANS. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযােগ্য শক্তি উৎস সৌরশক্তি ও সমুদ্রশক্তি ।
Q. জ্বালানি কাকে বলে?
ANS: যেসব দাহ্যবস্তুর দহনের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে।
Q. জীবাশ্ম কাকে বলে ?
ANS: পাললিক শিলার অভ্যন্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম (fossil) বলে।
Q. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
ANS: পাললিক শিলার বিভিন্ন স্তরে মৃত প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ প্রাকৃতিক কারণে চাপ, উত্তাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে তরল, কঠিন বা গ্যাসীয় অবস্থায় প্রস্তরীভূত হয়। একে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন— কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস।
জীবাশ্ম জ্বালানি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
Q. জ্বালানির তাপন মূল্য কাকে বলে?
ANS: একক ভরবিশিষ্ট কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ঐ জ্বালানির তাপন মূল্য বলে।
তাপন মূল্যের একক ক্যালোরি/গ্রাম বা কিলোক্যালোরি/ঘনমিটার বা কিলোজুল/কেজি (kJ/kg)।
Q. জ্বলন বিন্দু কাকে বলে?
ANS. কোনাে জ্বালানি সর্বনিম্ন যে উষ্ণতায় বায়ুর উপস্থিতিতে জ্বলতে শুরু করে সেই উষ্ণতাকে ঐ জ্বালানির জ্বলন বিন্দু বলে।
Q. উপাদানগত ভাবে জ্বালানি কয় প্রকার ও কী কী?
ANS. উপাদানগত ভাবে জ্বালানি দুই প্রকার -যথা-
i) কার্বনযুক্ত জ্বালানি। যেমন কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি।
ii) কার্বনবিহীন জ্বালানি , যেমন H2গ্যাস, নিউক্লিয়ার জ্বালানি ইত্যাদি।
Q. কোল বেড মিথেন কাকে বলে?
ANS. কয়লার কঠিন স্তরের মধ্যে অধিশোষিত অবস্থায় যে মিথেন গ্যাস থাকে তাকে কোল বেড মিথেন (CBM) বলে।এর প্রধান উপাদান মিথেন গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের একটি রূপ।
Q. শক্তির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ?
ANS. শক্তি উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। যথা –
i) অপুঃনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তি
ii) পুনঃনবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তি
Q. অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে?
ANS. অনবীকরণ যোগ্য জীবাশ্ম জ্বালানীর বিকল্প হিসেবে যে সকল নবীকরণ যোগ্য শক্তি সম্পদ দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। যেমন – বায়ুশক্তি, সৌরশক্তি ইত্যাদি।
Q. নবীকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্যগুলি লেখ।
ANS. নবীকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্যগুলি হল-
১) এই শক্তি সহজলভ্য
২) নবীকরণযোগ্য শক্তির নিঃশেষিত হবার সম্ভাবনা কম ৩) এই শক্তি বারবার ব্যবহার করা যায় ৪) এই শক্তি পরিবেশ দূষণ সৃষ্টিকারী গ্যাস উৎপন্ন করে না।
Q. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
ANS. ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে যখন সুনিয়ন্ত্রিত উপায়ে সম্পদ আহরণ ও ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।
Q. বায়ােগ্যাস কী ? উদাহরণ দাও।
ANS: বায়ােমাসকে জলের উপস্থিতিতে বায়ুর অনুপস্থিতিতে মেথানোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে বিয়ােজিত করলে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায় তাকে বায়ােগ্যাস বলে।
ওজোন স্তরের উপর আরও প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করোঃ
রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
Q. ভালাে জ্বালানির বৈশিষ্ট্য কী?
ANS: ভালো জ্বালানির বা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি হল–
i) জ্বালানির তাপন মূল্য বেশি হতে হবে।
ii) জ্বালানির মূল্য কম এবং সহজলভ্য হতে হবে।
iii) জ্বলনাঙ্ক হবে যথাযথ অর্থাৎ মাঝারি মানের, খুব কমও নয় আবার, খুব বেশিও নয়।
iv) জ্বালানির দহনে ধোঁয়া বা পরিবেশ দুষক গ্যাস যথাসম্ভব কম নির্গত হবে।
v) সহজে সংরক্ষণ করা যাবে।
Q. জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়ােজনীয়তা লেখাে।
ANS: জীবাশ্ম জ্বালানি তৈরি হতে দীর্ঘ সময় লাগে এবং এটি অপুনর্ণবীকরণ শক্তির উৎস। পৃথিবীতে সঞ্চিত জীবাশ্ম জ্বালানির পরিমাণ নির্দিষ্ট সূতরাং জীবনযাত্রার মানের উন্নতির জন্যে প্রয়ােজনীয় শক্তির চাহিদা মেটাতে যদি বেহিসাবিভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হয় তবে অচিরেই জীবাশ্ম জ্বালানির ভান্ডার শেষ হয়ে যাবে। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণও বাতাসে কম হবে ফলে বায়ুদূষণ কম ঘটবে এবং গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস পাবে, ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমবে।। তাই জীবাশ্ম জ্বালানির উপযুক্ত সংরক্ষণ না করা গেলে মানব সভ্যতা অচিরেই ধ্বংস হয়ে যাবে।
Q. ভূতাপ শক্তির সুবিধাগুলি লেখাে।
ANS: ভূতাপ শক্তির সুবিধাগুলি হল :
i) ভূতাপ শক্তির যােগান অফুরন্ত এবং নিরবিচ্ছিন্ন।
ii) ভূতাপ শক্তির দ্বারা পরিবেশ দূষণের সম্ভাবনা খুবই কম।
Q. ভূতাপ শক্তির অসুবিধাগুলি উল্লেখ করাে।
ANS: ভূতাপ শক্তির অসুবিধা :
i) ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল।
ii) এই শক্তির উৎপাদন খরচ প্রচলিত শক্তির উৎপাদন খরচের তুলনায় বেশি।
iii) এই শক্তি উৎপাদনের সময় মাটির অভ্যন্তরে জলস্তরের দূষণ ঘটতে পারে।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।
জীবাশ্ম জ্বালানি
রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
Q. অপ্রচলিত শক্তি ব্যবহারে সুবিধাগুলি কি কি ?
ANS: i) অপ্রচলিত শক্তি সাধারণত পরিবেশবান্ধব অর্থাৎ এর ব্যবহার পরিবেশদূষণ ঘটায় না।
ii) অপ্রচলিত শক্তি নবীকরণযােগ্য অর্থাৎ এর শক্তির ভান্ডার অফুরন্ত।
iii) এই শক্তি সহজলভ্য।
Q. সৌরকোশ ব্যবহারের সুবিধাগুলি আলােচনা করাে।
ANS: i) সৌরকোশ থেকে উৎপন্ন বিদ্যুৎ-এ পরিবেশ দূষণ হয় না।
ii) যে সব জায়গায় প্রথাগত উপায়ে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় না সে সব জায়গায় সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
iii) সৌরকোশ স্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম।
iv) সৌরশক্তি প্রবহমান ও অফুরন্ত, নিঃশেষ হবার সম্ভাবনা নেই, তাই ইচ্ছেমতাে ব্যবহার করা যেতে পারে।
v) প্রত্যন্ত পাহাড়ি বা দুর্গম অঞ্চলে কম মূলধনে ঝুঁকিহীনভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।
Q. জোয়ার-ভাটা শক্তি ব্যবহার এর অসুবিধাগুলি লেখো।
ANS: জোয়ার-ভাটা শক্তি ব্যবহার এর অসুবিধাঃ
i) পৃথিবীর শুধুমাত্র উচ্চ জোয়ার অঞ্চলেই জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
ii) জোয়ার-ভাটা শক্তি উৎপাদনের জন্যে উন্নত প্রযুক্তির প্রয়ােজন যা যথেষ্ট ব্যয়বহুল।।iii) জোয়ার-ভাটা থেকে শক্তি উৎপাদন করার জন্যে যে বাঁধ দিতে হয় সেখানে পচনশীল বর্জ্য পদার্থগুলি জমা হয়ে দূষণ সৃষ্টি করে।
জীবাশ্ম জ্বালানি
রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
Q. মিথেন হাইড্রেট কী?
ANS: মিথেন হাইড্রেটঃ জলের অনু দ্বারা সৃষ্ট খাঁচার মতো গঠনে নিম্ন উষ্ণতা ও উচ্চচাপে আবদ্ধ মিথেনকে মিথেন হাইড্রেট বলা হয়। মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ। মিথেন হাইড্রেট এর সংকেত হলো 4CH4, 23H2O । মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। এর মধ্যে মিথেন এর ঘনত্ব খুব বেশি হয় তাই এটি জ্বললে প্রচুর তাপ উৎপন্ন হয় এই কারণে মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইসও বলা হয়। STP তে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 160 – 170 লিটার মিথেন গ্যাস নির্গত হয়। ভবিষ্যাতে জ্বালানি সংকট মোকাবিলায় এটি বিশেষ সহায়ক হবে।
Q. মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয় কেন?
ANS: মিথেন হাইড্রেটের মধ্যে মিথেন এর ঘনত্ব খুব বেশি এবং মিথেন দাহ্য পদার্থ হওয়ায় এটি আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে। এই কারণে মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইস (Fire ice) বলা হয়।
- Complete Solution of MP-25 P. Sc.
- Boyle’s Law গ্যাসের আচরণ বয়েলের সূত্র
- দশম শ্রেণির ভৌত বিজ্ঞানের সকল সূত্রাবলী
- Complete Solution of MP-2024 P.Sc মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
- Complete Solution of MP-2023 P.Sc
- পরিবেশের জন্য ভাবনা MCQ CLASS X
- জীবাশ্ম জ্বালানি – মাধ্যমিক ভৌত বিজ্ঞান
- ওজোন স্তর Madhyamik Physical Science
- দশম শ্রেণীর বায়ুমণ্ডল পরিবেশের জন্য ভাবনা










