Tag: দশম শ্রেণীর বায়ুমণ্ডল

দশম শ্রেণীর বায়ুমণ্ডল এই বিভাগে দশম শ্রেণীর বায়ুমণ্ডলের  ওপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর শেয়ার করা হবে। আশা করি এগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। পরীক্ষায় ভাল ফল করতে দশম শ্রেণীর বায়ুমণ্ডল এর প্রশ্নগুলি তৈরি করে নাও।
মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারও প্রায় একশো বছর বাদে অর্থাৎ আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। এই প্রাণের সৃষ্টির আগে পর্যন্ত পৃথিবীর পরিবেশ প্রধানত তিনটি ভাগে বিভক্ত ছিল।সেগুলি হল –
i) লিথোস্ফিয়ার বা অশ্মমন্ডল,
ii) হাইড্রোস্ফিয়ার বা বারিমন্ডল এবং
iii) অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল।

  • পরিবেশের জন্য ভাবনা MCQ CLASS X

    পরিবেশের জন্য ভাবনা MCQ CLASS X

    পরিবেশের জন্য ভাবনা MCQ

    মাধ্যমিক ভৌত বিজ্ঞান || দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান || WBBSE Madhyamik Physical Science || WBBSE Class X Madhyamik Physical Science || দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা MCQ

    পরিবেশের জন্য ভাবনা MCQ

    প্রিয় ছাত্র-ছাত্রী ,
    আজ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের ওপর বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর শেয়ার করা হলো। আশা করি এগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করতে এই প্রশ্নগুলি তৈরি করে নাও।
    মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরঃ
    Q. NO. ::> 01 – 10

    1. নীচের কোন শক্তিটি অপ্রচলিত ও পুনর্নবীকরণযােগ্য শক্তি নয় — 
      A) পারমাণবিক শক্তি ,   
      B) বায়ুশক্তি ,
      c) তাপবিদ্যুৎ শক্তি ,   
      D) সৌরশক্তি   
      ANS: A) পারমাণবিক শক্তি .
    2. স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা —
      A) কমে 
      B) বাড়ে
      C) অপরিবর্তিত 
      D) প্রথমে বাড়ে, পরে কমে
      ANS: B) বাড়ে
    3. বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত X-রশ্মি শােষিত হয় —
      A) স্ট্রাটোস্ফিয়ারে 
      B) মেসােস্ফিয়ার
      C) আয়ানােস্ফিয়ার
      D) এক্সোস্ফিয়ার
      ANS: C) আয়ানােস্ফিয়ার
    4. আন্টার্কটিকায় ওজোন ক্ষয় সৃষ্টিকারী যৌগটি হলাে —
      A) N2O ,
      B) SO3 ,
      C) SO2 ,
      D) ক্লোরিন নাইট্রেট
      ANS: D) ক্লোরিন নাইট্রেট
    5. ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে কার্যকরী — 
      A) CO2
      B) CFC
      C) CH4
      D) N2O
      ANS: B) CFC
    1. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল —
      A) মিথেন
      B) কার্বন ডাইঅক্সাইড
      C) নাইট্রাস অক্সাইড
      D) ক্লোরোফ্লুরো কার্বন 
      ANS: B) কার্বন ডাইঅক্সাইড
    2. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহীটি হল —  
      A) তামা ,   
      B) গ্রাফাইট ,  
      C) কার্বন ,
      D) সিলিকন   
      ANS: D) সিলিকন
    3. সৌরকোশে কোন শক্তি কোনশক্তিতে রূপান্তরিত হয় — 
      A) তড়িৎশক্তি থেকে তাপশক্তি
      B) সৌরশক্তি থেকে আলোকশক্তি ,
      C) আলোকশক্তি থেকে তাপশক্তি ,
      D) সৌরশক্তি থেকে তড়িৎশক্তি
      ANS: D) সৌরশক্তি থেকে তড়িৎশক্তি
    4. বায়ুকলের সাহায্যে তড়িৎশক্তি উৎপাদন করতে বায়ুর ন্যূনতম গতিবেগ কত হতে হবে —
      A) 15 km/ hr ,
      B) 20 km/ hr ,
      C) 25 km/ hr ,
      D) 30 km/ hr
      ANS: A) 15 km/hr
    5. ওজোন গহুর (Ozone hole) শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি হলেন —
      A) কোলবে
      B) রাদারফোর্ড
      C) ফোরম্যান 
      D) বার্থেলো
      ANS: A) ফোরম্যান

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরঃ
    Q. NO. ::> 11 – 20

    1. নীচের কোনটি সর্বাপেক্ষা উত্তম জীবাশ্ম জ্বালানি —
      A) ডিজেল
      B) কাঠ কয়লা
      C) কয়লা
      D) প্রাকৃতিক গ্যাস।
      ANS: D) প্রাকৃতিক গ্যাস।
    2. ওজোন স্তরের ঘনত্ব কমে গেলে ভূপৃষ্ঠে বেশি করে পৌছয় —
      A) আলােক রশ্মি 
      B) গামা রশ্মি
      C) অতিবেগুনি রশ্মি 
      D) তেজস্ক্রিয় রশ্মি 
      ANS: C) অতিবেগুনি রশ্মি
    3. নীচের কোন্ রশ্মিটি তাপীয় রশ্মি — 
      A) অতিবেগুনি রশ্মি 
      B) গামা রশ্মি
      C) কসমিক রশ্মি 
      D) ইনফ্রারেড রশ্মি
      ANS: D) ইনফ্রারেড রশ্মি
    4. ওজোন এক প্রকার —
      A) বর্ণহীন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস 
      B) সবুজাভ হলুদ বর্ণের গ্যাস 
      C) লাল বর্ণের ঝাঁঝালাে গন্ধযুক্ত গ্যাস 
      D) নীলাভ রঙের আঁশটে গন্ধযুক্ত গ্যাস
      ANS: D) নীলাভ রঙের আঁশটে গন্ধযুক্ত গ্যাস
    5. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহী হলাে — 
      A) জারমেনিয়াম 
      B) সিলিকন 
      C) অ্যালুমিনিয়াম 
      D) গ্রাফাইট
      ANS: B) সিলিকন
    1. বায়ুমণ্ডলের মােট ওজোনের শতকরা কত ভাগ —
      A) 30 ভাগ
      B) 50 ভাগ 
      C) 60 ভাগ 
      D) 80 ভাগ
      ANS: D) 80 ভাগ
    2. আবহাওয়া মন্ডলে ওজোনস্তরের উপস্থিতি —
      A) 5 – 10 km উচ্চতার মধ্যে 
      B) 10 – 15 km উচ্চতার মধ্যে 
      C) 15 – 35 km উচ্চতার মধ্যে 
      D) 35 – 85 km উচ্চতার মধ্যে
      ANS: C) 15 – 35 km উচ্চতার মধ্যে
    3. সুপারসনিক এরােপ্লেন থেকে নির্গত যে যৌগটি ওজোনস্তরের ব্যাপক ক্ষতি করে তা হলাে —
      A) H2O
      B) N2O
      C) NO
      D) CO2
      ANS: C) NO
    4. নীচের কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতাসর্বাধিক — 
      A) CO2
      B) মিথেন
      C) H2O
      D) CFC
      ANS: D) CFC
    5. পৃথিবী পৃষ্ঠের উপরে কত উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত —
      A) 1200 km
      B) 500 km 
      C) 800 km 
      D) 16 km
      ANS: B) 500 km 

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরঃ
    Q. NO. ::> 21 – 30

    1. জ্বালানির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াটি হলাে — 
      A) বিয়ােজন বিক্রিয়া 
      B) প্রতিস্থাপন বিক্রিয়া 
      C) দহন বিক্রিয়া 
      D) সংযােজন বিক্রিয়া
      ANS: C) দহন বিক্রিয়া
    2. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় — 
      A) সমুদ্রে 
      B) মাটিতে উদ্ভিদদেহে 
      C) উদ্ভিদদেহে
      D) প্রাণীদেহে
      ANS: C) উদ্ভিদদেহে
    3. কোনটি বায়ােমাস শক্তির উৎস নয় —
      A) কাঠ 
      B) চারকোল
      C) গােবর
      D) পারমাণবিক বিভাজন
      ANS: D) পারমাণবিক বিভাজন
    4. নীচের কোনটি প্রাথমিক দূষক — 
      A) NO 
      B) NO2
      C) CO2
      D) সবকটিই
      ANS: D) সবকটিই
    5. LPG এর মুখ্য উপাদান কোনটি — 
      A) মিথেন
      B) ইথেন 
      C) প্রোপেন 
      D) বিউটেন
      ANS: D) বিউটেন
    1. কোন শক্তিটি প্রত্যক্ষভাবে বা পরােক্ষভাবে সৌরশক্তি থেকে আসে না — 
      A) বায়ুশক্তি
      B) ভূতাপশক্তি
      C) বায়ােমাস 
      D) জীবাশ্ম জ্বালানি
      ANS: B) ভূতাপশক্তি
    2. নীচের কোনটির ক্যালরিফিক-এর মান সর্বোচ্চ —
      A) H2
      B) CH4
      C) LPG
      D) বায়ােগ্যাস
      ANS: A) H2
    3. সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য হলাে —
      A) প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ করে উন্নয়ন করা 
      B) প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা 
      C) প্রাকৃতিক সম্পদ ব্যবহার না করে উন্নয়ন করা 
      D) কোনােটিই নয়
      ANS: B) প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা
    4. একটি অপ্রচলিত শক্তির উৎস হল —
      C) কেরোসিন
      A) বায়োগ্যাস
      B) ডিজেল
      D) পেট্রোল  
      ANS: A) বায়োগ্যাস
    5. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় —
      A) CFC ,    
      B) CH4 ,
      C) O2
      D) CO2
      ANS: C) O2

    পরিবেশের জন্য ভাবনা MCQ
    Q. NO. ::> 31 – 40

    1. গ্রিন হাউস গ্যাস বায়ুমন্ডলের কোন স্থানে অবস্থান করে —
      A) ট্রপােস্ফিয়ার 
      B) স্ট্রাটোস্ফিয়ার 
      C) মেসােস্ফিয়ার 
      D) থার্মোস্ফিয়ার
      ANS: A) ট্রপােস্ফিয়ার
    2. গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান —
      A) 20% 
      B) 30%
      C) 50% 
      D) 75%
      ANS: C) 50%
    3. জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে —
      A) CO2
      B) CO
      C) CH4
      D) C2H2
      ANS: C) CH4
    4. নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে কোনটির উৎস সূর্য — 
      A) ভূতাপ শক্তি 
      B) পারমাণবিক শক্তি 
      C) উভয়েই 
      D) কোনােটিই নয়
      ANS: D) কোনােটিই নয়
    5. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলকে কটি ভাগে ভাগ করা যায় —
      A) 2 টি
      B) 3 টি
      C) 4 টি
      D) 5 টি
      ANS: A) 2 টি (সমমণ্ডল ও বিষমমণ্ডল)
    1. ক্ষুব্ধমন্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা —
      A) বৃদ্ধি পায় 
      B) হ্রাস পায়
      C) অনিয়মিত ভাবে পরিবর্তিত হয়।
      D) অপরিবর্তিত থাকে।
      ANS: B) হ্রাস পায়
    2. সাধারণভাবে ওজোনস্তর গঠিত হয় —
      A) ইনফ্রারেড রশ্মির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় 
      B) অতিবেগুনি রশ্মির সাথে জলীয় বাষ্পের বিক্রিয়ায় 
      C) অতিবেগুনি রশ্মির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় 
      D) অতিবেগুনি রশ্মির সাথে নাইট্রাস অক্সাইডের বিক্রিয়ায়।
      ANS: C) অতিবেগুনি রশ্মির সাথে অক্সিজেনের বিক্রিয়ায়
    3. কোন স্তরটিকে শান্তমন্ডল বলা হয় —
      A) ট্রপােস্ফিয়ার 
      B) স্ট্রাটোস্ফিয়ার 
      C) মেসােস্ফিয়ার
      D) থার্মোস্ফিয়ার ।
      ANS: B) স্ট্রাটোস্ফিয়ার
    4. ক্ষুদ্ধমন্ডল বলা হয় যে স্তরকে তা হলাে —
      A) ট্রপােস্ফিয়ারকে
      B) স্ট্র্যাটোস্ফিয়ারকে
      C) মেসােস্ফিয়ারকে
      D) থার্মোস্ফিয়ারকে
      ANS: A) ট্রপােস্ফিয়ারকে
    5. বায়ুমন্ডলের সর্বাধিক ঘনত্ববিশিষ্ট স্তরটি হলাে —
      A) ট্রপােস্ফিয়ার
      B) স্ট্র্যাটোস্ফিয়ার 
      C) মেসসাস্ফিয়ার 
      D) থার্মোস্ফিয়ার ।
      ANS: A) ট্রপােস্ফিয়ার

    পরিবেশের জন্য ভাবনা MCQ
    Q. NO. ::> 41 – 50

    41 – 50

    1. বায়ুমন্ডলের সবচেয়ে সক্রিয় স্তর হলাে —
      A) মেসােস্ফিয়ার 
      B) থার্মোস্ফিয়ার 
      C) স্ট্র্যাটোস্ফিয়ার 
      D) ট্রপােস্ফিয়ার
      ANS: D) ট্রপােস্ফিয়ার
    2. স্ট্রাটোপজের উষ্ণতা হলাে —
      A) 0°C
      B) 50°C 
      C) -50°C 
      D) 100°
      ANS: A) 0°C
    3. ওজন হিসাবে বায়ুমন্ডলের কত ভাগ ট্রপােস্ফিয়ারের অন্তর্গত —
      A) 25 ভাগ
      B) 50 ভাগ
      C) 75 ভাগ 
      D) 60 ভাগ
      ANS: C) 75 ভাগ
    4. বায়ুমন্ডলের শীতলতম অঞ্চল হলাে —
      A) ট্রপোপজ 
      B) স্ট্রাটোপজ 
      C) মেসােপজ 
      D) থার্মোপজ
      ANS: C) মেসােপজ
    5. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের যে স্তর থেকে সেটি হলাে —
      A) ওজোননাস্ফিয়ার 
      B) ট্রপােস্ফিয়ার
      C) মেসোস্ফিয়ার 
      D) আয়নােস্ফিয়ার
      ANS: D) আয়নােস্ফিয়ার
    1. ট্রপােস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে —
      A) 5 km 
      B) 15 km
      C) 25 km 
      D) 20 km
      ANS: B) 15 km
    2. ওজোন গ্যাসের স্তর দেখা যায় —
      A) ট্রপােস্ফিয়ারে 
      B) স্ট্রাটোস্ফিয়ারে 
      C) মেসােস্ফিয়ারে 
      D) থার্মোস্ফিয়ারে
      ANS: B) স্ট্রাটোস্ফিয়ারে
    3. বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে —
      A) মেসােস্ফিয়ার দিয়ে
      B) থার্মোস্ফিয়ার দিয়ে
      C) ট্রপােস্ফিয়ার দিয়ে
      D) স্ট্রাটোস্ফিয়ার দিয়ে
      ANS: D) স্ট্রাটোস্ফিয়ার দিয়ে
    4. কোন্ স্তরে থেকে বেশির ভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে —
      A) ট্রপােস্ফিয়ার 
      B) মেসােস্ফিয়ার 
      C) এক্সোস্ফিয়ার 
      D) থার্মোস্ফিয়ার
      ANS: C) এক্সোস্ফিয়ার
    5. বাতাসে কোন্ গ্যাসটির পরিমাণ তৃতীয় সর্বোচ্চ —
      A) CO2 
      B) জলীয় বাষ্প
      C) আর্গন 
      D) ওজোন
      ANS: C) আর্গন

    51 – 60

    1. কোনটি জীবাশ্ম জ্বালানি নয় —
      A) মিথেন
      B) গ্যাসােলিন
      C) তরল হাইড্রোজেন 
      D) কেরােসিন
      ANS: C) তরল হাইড্রোজেন
    2. কোন জ্বালানির তাপনমূল্য সর্বাধিক —
      A) কাঠ
      B) কেরােসিন
      C) LPG 
      D) কয়লা
      ANS: C) LPG
    3. সূর্যালােকের কোন্ রশ্মির জন্যে সােলার কুকার কাজ করে —
      A) গামা রশ্মি
      B) অবলােহিত রশ্মি
      C)  অতিবেগুনি রশ্মি
      D) A ও B উভয়েই
      ANS: B) অবলােহিত রশ্মি।
    4. প্রতি কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপােস্ফিয়ারের উষ্ণতা কমে —
      A) 5.6°C 
      B) 6.5°C
      C) 3.5°C 
      D) 4.6°C
      ANS: B) 6.5°C
    5. বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারের উচ্চতা হলাে —
      A) 500-700 km 
      B) 700-000 km 
      C) 500-1500 km
      D) 50-80 km
      ANS: C) 500-1500 km
    1. একটি অপ্রচলিত শক্তির উৎস হলাে —
      A) কয়লা 
      B) খনিজ
      C) প্রাকৃতিক গ্যাস 
      D) সৌরশক্তি।
      ANS: D) সৌরশক্তি।
    2. কোনটি সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় —
      A) জনসংখ্যার স্থিত অবস্থা 
      B) জীববৈচিত্র্য সংরক্ষণ 
      C) অরণ্য নিধন। 
      D) পরিবেশ সংরক্ষণ
      ANS: C) অরণ্য নিধন।
    3. নীচের কোন জ্বালানীটি বেশি পরিবেশ বান্ধব —
      A) ডিজেল 
      B) কয়লা
      C) চারকোল 
      D) কাঠ
      ANS: C) চারকোল
    4. বায়ােগ্যাসের প্রধান উপাদান হলাে —
      A) বিউটেন 
      B) মিথেন
      C) ইথেন 
      D) অক্সিজেন
      ANS: B) মিথেন
    5. মিথেন হাইড্রেটের সংকেত হলাে —
      A) CH4 , 4H2O
      B) 4CH4 , 3H2O
      C) 4CH3 , 21H2O
      D) 4CH4 ,  23H2O
      ANS: D) 4CH4 ,  23H2O

    61 – 70

    1. কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় —
      A) ওজোন 
      B) মিথেন
      C) ইথেন 
      D) নাইট্রোজেন
      ANS: B) মিথেন
    2. বায়ুশক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয় —
      A) উইন্ডমিল 
      B) পাম্প
      C) জেনারেটর 
      D)  ইঞ্জিন
      ANS: A) উইন্ডমিল
    3. জ্বালানির তপনমূল্যের SI একক হলাে —
      A) KJ/g 
      B) Cal
      C) K Cal/g
      D) Kj/Kg
      ANS: D) Kj/Kg
    4. জোয়ার-ভাটার শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে —
      A) সঞ্চিত জলের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় 
      B) জলের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
      C) জল থেকে বিদ্যুৎ নিষ্কাশন করা হয়
      D) বিদ্যুৎ উৎপন্ন করার জন্য জলকে বাষ্পে পরিণত করা হয়।
      ANS: B) জলের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
    5. ভারতবর্ষে সবচেয়ে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোথায় —
      A) তামিলনাড়ুর কন্যাকুমারীতে 
      B) গুজরাটের সুরাটে
      C) উত্তরাঞ্চলের হরিদ্বারে
      D) পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে
      ANS: A) তামিলনাড়ুর কন্যাকুমারীতে
    1. বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন্ দেশে —
      A) জার্মানি 
      B) ভারতবর্ষ
      C) USA 
      D) ডেনমার্ক
      ANS: A) জার্মানি
    2. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়ােজন কারণ —
      A) এগুলি খুব দামী
      B) এইগুলি সহজ লভ্য নয় 
      C) এগুলি অনবীকরণযােগ্য নয় 
      D) কোনােটিই নয়
      ANS: D) কোনােটিই নয়
    3. পৃথিবীর কোন অঞ্চলের ওজোনস্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে —
      A) নিরক্ষীয় অঞ্চলে
      B) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 
      C) পাহাড়ী অঞ্চলে 
      D) মেরু অঞ্চলে
      ANS: D) মেরু অঞ্চলে
    4. ফায়ার আইস হলাে —
      A) CO2
      B) মিথেন 
      C) মিথানল 
      D) মিথেন হাইড্রেট 
      ANS: D) মিথেন হাইড্রেট
    5. সর্বপ্রথম মিথেন হাইড্রেট থেকে শক্তি আহরণে সক্ষম দেশ হলাে —
      A) ভারত
      B) আমেরিকা
      C) জার্মান
      D) জাপান 
      ANS: B) আমেরিকা

    পরিবেশের জন্য ভাবনা MCQ
    71 – 80

    1. পানীয় জলে যে পরিমাণ লেড এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটায় সেটি হলাে —
      A) 50 ppm 
      B) 1 ppm 
      C) <0.5 ppm
      D) > 0.5 ppm
      ANS: D) > 0.5 ppm
    2. উষ্ণ প্রস্রবণ অঞ্চলে যে শক্তির মাধ্যমে শক্তি উৎপাদন করা হয় তাকে বলা হয় —
      A) ভূতাপ শক্তি
      B) বায়ু শক্তি
      C) পারমাণবিক শক্তি 
      D) বায়ােমাসশক্তি
      ANS: A) ভূতাপ শক্তি
    3. গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে নীচের কোনটি ঘটবে না —
      A) ঋতুচক্রের পরিবর্তন
      B) মহাসাগরীয় স্রোতের পরিবর্তন
      C) মেরু বরফের গলন
      D) দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন
      ANS: D) দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন
    4. ODS-এর পুরাে নাম হলাে —
      A) Orphan Development Scheme 
      B) Ozone detecting substance Ozone depleting substance 
      C) Qzone depleting Substance
      D) কোনােটিই নয়।
      ANS: C) Qzone depleting Substance
    5. মেরুজ্যোতি বায়ুমন্ডলের কোন্ স্তরে সৃষ্টি হয় —
      A) ওজোনােস্ফিয়ার 
      B) আয়নােস্ফিয়ার 
      C) ট্রপোপজ 
      D) মেসােস্ফিয়ার
      ANS: B) আয়নােস্ফিয়ার
    1. মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায় —
      A) হাইড্রোজেন গ্যাস
      B) মিথেন গ্যাস
      C) বায়োগ্যাস
      D) অ্যাসিটিলিন গ্যাস 
      ANS: B) মিথেন গ্যাস
    2. কোনটি জীবাশ্ম জ্বালানি নয় —
      A) কয়লা
      B) ডিজেল
      C) সৌরশক্তি
      D) পেট্রোল
      ANS: C) সৌরশক্তি
    3. ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে নীচের কোন তথ্যটি ঠিক —
      A) এর বিস্তৃতি 1500-10,000 কি.মি. পর্যন্ত 
      B) এই স্তরটি প্রায় বায়ুশূন্য
      C) এই স্তরে স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের অস্তিত্ব আছে 
      D) (A) (B) ও (C) সবকটিই ঠিক
      ANS: D) নাইট্রোজেন ও অক্সিজেন.
    4. নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় —
      A) মিথেন 
      B) জলীয় বাষ্প
      C) কার্বন ডাইঅক্সাইড 
      D) অক্সিজেন
      ANS: D) অক্সিজেন
    5. কোনটি অচিরাচরিত শক্তির উৎস —
      A) সৌরকোশ 
      B) বায়ুশক্তি
      C) বায়ােমাস শক্তি 
      D) A ও B উভয়েই।
      ANS: D) A ও B উভয়েই।
    6. 40 কিলােমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ হবে —
      A) 10-4 বায়ুমণ্ডল চাপ। 
      B) 10-3   বায়ুমণ্ডল চাপ
      C) 10-2 বায়ুমণ্ডল চাপ 
      D)  5 x 10-3 বায়ুমণ্ডল চাপ
      ANS: B) 10-3   বায়ুমণ্ডল চাপ

    পরিবেশের জন্য ভাবনা MCQ
    81 – 90

    1. 60 কিমি উচ্চতায় (মেসসাস্ফিয়ারে) বায়ুমণ্ডলের চাপ হলাে —
      A) 10-4  বায়ুমণ্ডল চাপ 
      B) 10-3  বায়ুমণ্ডল চাপ
      C) 5 x 10-4 বায়ুমণ্ডল চাপ 
      D) 3 x 10-4 বায়ুমণ্ডল চাপ
      ANS: A) 10-4  বায়ুমণ্ডল চাপ
    2. ওজোনস্তর পাতলা হয়ে গেলে তার প্রভাবে —
      A) পৃথিবীতে UV রশ্মি প্রবেশ করবে ও জীবজগত ক্ষতিগ্রস্থ হবে 
      B) পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে
      C) এর কোনােটিই হয় না।
      D) (A) ও (B) উভয়ই ঘটে
      ANS: D) (A) ও (B) উভয়ই ঘটে
    3. উৎকৃষ্ট জ্বালানির জ্বলন বিন্দু —
      A) কম হওয়া উচিত
      B) মাঝামাঝি মানের হওয়া উচিত 
      C) বেশি হওয়া উচিত
      D) জ্বালানির উৎকৃষ্টতা জ্বলন বিন্দুর ওপর নির্ভরশীল নয়।
      ANS: B) মাঝামাঝি মানের হওয়া উচিত
    4. ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলাে —
      A) কাঠ
      B) পেট্রোল 
      C) বায়ােগ্যাস 
      D) কয়লা 
      ANS: D) কয়লা
    5. UV রশ্মিকে সম্পূর্ণরূপে আটকাতে গেলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনস্তরে যে সর্বনিম্ন ওজোন ঘনত্ব প্রয়ােজন তার মান হলাে —
      A) 100 DU 
      B) 200 DU
      C) >200 DU 
      D) 10,000 DU
      ANS: B) 200 DU
    1. নীচের কোন জ্বালানিটি পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী —
      A) বায়ােমাস শক্তি
      B) সৌরশক্তি 
      C) জীবাশ্ম জ্বালানি 
      D) বায়ুশক্তি
      ANS: C) জীবাশ্ম জ্বালানি
    2. 80 কিমি উচ্চতায় (মেসােপজে) বায়ুমণ্ডলের চাপ হলাে —
      A) 10-4 বায়ুমণ্ডল চাপ 
      B) 0.5 x 10-4 বায়ুমণ্ডল চাপ 
      C) 10-5 বায়ুমণ্ডল চাপ 
      D) কোনােটিই নয়
      ANS: C) 10-5 বায়ুমণ্ডল চাপ
    3. 100 কিমি উচ্চতায় (থার্মোস্ফিয়ারে) বায়ুমণ্ডলের চাপ হলাে —
      A) 10-5 বায়ুমণ্ডল চাপ 
      B) 10-6 বায়ুমণ্ডল চাপ। 
      C) 10-7 বায়ুমণ্ডল চাপ 
      D) 10-8বায়ুমণ্ডল চাপ
      ANS: B) 10-6 বায়ুমণ্ডল চাপ।
    4. 20 কিলােমিটার উচ্চতায় ট্রপােপজে বায়ু- মণ্ডলের চাপের মান হলাে —
      A) 0.5 বায়ুমণ্ডল চাপ
      B) 0.2 বায়ুমণ্ডল চাপ 
      C) 0.1 বায়ুমণ্ডল চাপ।
      D) 0.05 বায়ুমণ্ডল চাপ
      ANS: C) 0.1 বায়ুমণ্ডল চাপ।
    5. নীচের কোন্ জ্বালানির তাপনমূল্য সবচেয়ে কম — 
      A) কয়লা 
      B) জ্বালানি কাঠ
      C) প্রাকৃতিক গ্যাস 
      D) কেরােসিন
      ANS: B) জ্বালানি কাঠ

    91 – 100

    1. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে — 
      A) মিথেন 
      B) হাইড্রোজেন
      C) ইথেন 
      D) বিউটেন
      ANS: A) মিথেন
    2. 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে এক পৃথিবীব্যাপী আলােচনা চক্র থেকে মন্ট্রিল প্রােটোকল নামে একটা নিয়মাবলি তৈরি হয়। এই দলিলটি তৈরি হয়েছিল —
      A) বায়ুমণ্ডলের ধূলিকণা দূষণ কমানাের জন্যে 
      B) গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ করার জন্যে 
      C) পরিবেশবিদদের আনুষ্ঠানিক স্বীকৃতি দানের জন্যে 
      D) ওজোনস্তর নিয়ন্ত্রণ ও রক্ষা করার জন্যে
      ANS: D) ওজোনস্তর নিয়ন্ত্রণ ও রক্ষা করার জন্যে
    3. পৃথিবীর গড় উন্নতা বৃদ্ধিতে সবচেয়ে বড়াে ভূমিকা CO2 গ্যাস এর এবং দ্বিতীয় স্থানে যে গ্যাসটি আছে তার নাম হলাে —
      A) মিথেন
      B) নাইট্রাস অক্সাইড 
      C) জলীয় বাষ্প 
      D) ক্লোরােফ্লুরােকার্বন
      ANS: A) মিথেন
    4. ম্যাগনেটোস্ফিয়ার এর স্তর ভূপৃষ্ঠ থেকে —
      A) 1500-10,000 km পর্যন্ত বিস্তৃত 
      B) 1500-2500 km পর্যন্ত বিস্তৃত 
      C) 1000-2500 km পর্যন্ত বিস্তৃত
      D) 2000-8000 km পর্যন্ত বিস্তৃত 
      ANS: A) 1500-10,000 km পর্যন্ত বিস্তৃত 
    5. বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল —
      A) নাইট্রোজেন ও হাইড্রোজেন
      B) অক্সিজেন ও হাইড্রোজেন
      C) নাইট্রোজেন ও অক্সিজেন
      D) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড 
      ANS: C) নাইট্রোজেন ও অক্সিজেন
    1. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় —
      A) ট্রপোস্ফিয়ার
      B) স্ট্রাটোস্ফিয়ার
      C) মেসোস্ফিয়ার
      D) থার্মোস্ফিয়ার  
      ANS: D) থার্মোস্ফিয়ার
    2. প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায় —
      A) 5°C করে
      B) 5.5°C করে
      C) 6°C করে
      D) 6.5°C করে   
      ANS: D) 6.5°C করে
    3. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে —
      A) ট্রপোস্ফিয়ার
      B) থার্মোস্ফিয়ার
      C) ওজোনস্ফিয়ার
      D) ম্যাগনেটোস্ফিয়ার 
      ANS: D) ওজোনস্ফিয়ার
    4. নীচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না —
      A) NO 
      B) N2O
      C) CO2
      D) CFC
      ANS: C) CO2
    5. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী —
      A) γ-রশ্মি ,   
      B) IR-রশ্মি ,
      C) X-রশ্মি ,   
      D) UV-রশ্মি
      ANS: C) IR-রশ্মি

    পরিবেশের জন্য ভাবনা
    শূন্যস্থান পূরণ করো:

    1. প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 -এর তুলনায় ________ গুণ বেশি।
      ANS: 25
    2. বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 -এর পরিমাণ প্রায় ________ ।
      ANS: 0.032%।
    3. বায়ুমণ্ডলের ________ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 
      ANS: আয়নোস্ফিয়ার
    4. রাতের বেলায় ________ বায়ু প্রবাহিত হয় । 
      ANS: স্থল
    5. সূর্য থেকে ________ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে।
      ANS: বিকিরণ
    1. বায়ােগ্যাসের মূল উপাদান হল ________ ।
      ANS: মিথেন
    2. ত্বকে ক্যানসারের জন্য দায়ী বায়ুমণ্ডলের ________ স্তরের ক্ষয়।
      ANS: ওজোন।
    3. ওজোন গ্যাসের বর্ণ ও গন্ধ যথাক্রমে হালকা ________ ও ________ ।
      ANS: নীল, আঁশটে
    4. দহন বিক্রিয়া মাত্রেই ________ ।
      ANS: তাপমোচী।
    5. জলবিদ্যুৎ একটি ________ শক্তি ।
      ANS: প্রচলিত
    1. স্থলবায়ু ও সমুদ্রবায়ু উৎপত্তির কারণ হলাে বায়ুর ________ স্রোত ।
      ANS: পরিচলন
    2. স্থিতিশীল উন্নয়নের সর্বজনস্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ________ কমিশনের রিপাের্টে ।
      ANS: ব্রান্টল্যান্ড
    3. ট্রপােস্ফিয়ারে প্রতি কিমি উচ্চ বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের মান ________ ।
      ANS: 6.4°C
    4. সূর্যের যে রশ্মিটি ওজোন সৃষ্টির জন্যে দায়ী তার নাম হলাে ________ ।
      ANS: অতিবেগুনি রশ্মি
    5. ওজোন ________ গাসের রূপভেদ। 
      ANS: অক্সিজেন 
    1. মেরুজ্যোতি বায়ুমন্ডলের ________ স্তরে সৃষ্টি হয়।
      ANS: আয়নােস্ফিয়ার
    2. বর্জ্যপদার্থের বিয়ােজনে ________ গ্যাস উৎপন্ন হয় ও দূষণ ঘটায়।
      ANS: মিথেন
    3. O2 এর অণু অতিবেগুনি রশ্মির________কণার দ্বারা বিয়োজিত হয়।
      ANS: ফোটোন
    4. রেফ্রিজারেটারে জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয় ________। 
      ANS: ক্লোরোফ্লুরো কার্বন
    5. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের________ক্যানসার হয়। 
      ANS: ত্বকে

    পরিবেশের জন্য ভাবনা MCQ
    সত্য বা মিথ্যা নির্বাচন করোঃ

    1. ওজোন গ্যাসের সংকেত O3
      ANS: সত্য
    2. অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটোন কণার দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়।
      ANS: সত্য
    3. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে।
      ANS: মিথ্যা
    4. খনিতে মিথেন হাইড্রেট বরফের খাঁজের মতো চাঁই আকারে অবস্থান করে।
      ANS: সত্য।
    5. ওজনস্ফিয়ারের মূল উপাদান ওজোন গ্যাস।
      ANS: সত্য
    1. বায়ােডিজেল উদ্ভিজ তেল থেকে তৈরি করা হয়। 
      ANS: সত্য।
    2. কলকাতা অপেক্ষা দার্জিলিং-এ বায়ুর চাপ কম হয়।
      ANS: সত্য।
    3. বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড়বৃষ্টি হয়।
      ANS: মিথ্যা
    4. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হল নাইট্রোজেন ও অক্সিজেন।
      ANS: মিথ্যা
    5. সৌরকোশে বায়ুশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
      ANS: সত্য।
  • দশম শ্রেণীর বায়ুমণ্ডল পরিবেশের জন্য ভাবনা

    দশম শ্রেণীর বায়ুমণ্ডল পরিবেশের জন্য ভাবনা

    দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    || দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা ||মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর || Madhyamik Physical Science

    প্রিয় ছাত্র-ছাত্রী
    আজ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের বায়ুমণ্ডল এর ওপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। আশা করি এগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করতে এই প্রশ্নগুলি তৈরি করে নাও।
    মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

    মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উপকরণ হল বিগত বছরের প্রশ্ন। সুতরাং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রত্যেক  পরীক্ষার্থীর উচিত তাদের পাঠ্যক্রম (Syllabus) শেষ করে বিগত বছরের প্রশ্ন সমাধান করা। তাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার জন্য Prostuti2022 এর পক্ষ থেকে বিগত বছরের অর্থাৎ 2023 – 2025 সালের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দেওয়া হল। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যদি এটি সাহায্য কর তবে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে।

    Madhyamik Previous Year (2023 – 2025) PHYSICAL SCIENCE Question with complete solution|
    বিগত বছরের (2023 – 2025) মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান|

    2025 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
    2024 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
    2023 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
    2017-2024 সালের মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
    বিগত বছরের মাধ্যমিক English প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান

    দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা || দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারও প্রায় একশো বছর বাদে অর্থাৎ আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। এই প্রাণের সৃষ্টির আগে পর্যন্ত পৃথিবীর পরিবেশ প্রধানত তিনটি ভাগে বিভক্ত ছিল।সেগুলি হল –
    i) লিথোস্ফিয়ার বা অশ্মমন্ডল,
    ii) হাইড্রোস্ফিয়ার বা বারিমন্ডল এবং
    iii) অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল।
    প্রাণের সৃষ্টির পর পৃথিবীতে চতুর্থ ভাগটি যুক্ত হয় যা বায়োস্ফিয়ার বা জীবমন্ডল নামে পরিচিত। পৃথিবীর চারটি ভাগের মধ্যে আজকের আলোচ্য বিষয় হল বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার। এই বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নীচে আলোচনা করা হলো।

    অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

    Q. পরিচলন স্রোতের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
    ANS: পরিচলন স্রোতের একটি উদাহরণ হলাে স্থলবায়ু বা সমুদ্রবায়ু।

    Q. মেরুজ্যোতি বায়ুমন্ডলের কোন স্তরে দেখা যায় ?
    ANS: মেরুজ্যোতি বায়ুমন্ডলের আয়ানােস্ফিয়ার স্তরে দেখা যায়

    Q. বায়ুমন্ডলের কোন্ স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়?
    ANS: বায়ুমন্ডলের মেসােস্ফিয়ারে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়।

    Q. বায়ুমণ্ডলের কোন কোন স্তরের উষ্ণতা উচ্চতা বৃদ্ধিতে হ্রাস পায়?
    ANS: ট্রপোস্ফিয়ার ও মেসােস্ফিয়ারের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়।

    Q. ফ্রেয়নের রাসায়নিক নাম কী?
    ANS: ফ্রেয়নের রাসায়নিক নাম ক্লোরোফ্লুরো কার্বন।

    Q. কখন সমুদ্রবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় ?
    ANS: সন্ধ্যাবেলায় সমুদ্রবায়ুর তীব্রতা বৃদ্ধি পায়।

    Q. সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি কোন্ স্তরে শোষিত হয়?
    ANS: স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শােষিত হয়।

    Q. বায়ুমন্ডলের কোন অংশে উল্কাপিন্ড প্রবেশ করলে ধ্বংস হয়ে যায়?
    ANS: বায়ুমন্ডলের মেসােস্ফিয়ার স্তরে উল্কাপিন্ড প্রবেশ করলে ধ্বংস হয়ে যায়।

    Q. কোন স্তরকে উপেক্ষিত স্তর বলা হয়?
    ANS: মেসোস্ফিয়ারকে উপেক্ষিত স্তর বলা হয়।

    Q. কখন স্থলবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় ?
    ANS: স্থলবায়ুর তীব্রতা ভােরবেলায় বৃদ্ধি পায় ।

    Q. বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়?
    ANS: বায়ুমণ্ডলের ওজোনস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়।

    Q. বায়ুমন্ডলের কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে?
    ANS: বায়ুমন্ডলের আয়নােস্ফিয়ারে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে।

    Q. কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয়?
    ANS: এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয়।

    Q. বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয় ?
    ANS: বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককের সাহায্যে মাপা হয় ।

    Q. বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড় ও বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি দেখা যায়? 
    ANS: মেঘ, ঝড় ও বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি দেখা যায় ট্রপোস্ফিয়ারে।

    Q. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
    ANS: বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি মেসােস্ফিয়ার।

    Q. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি কোনটি?
    ANS: বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল থার্মোস্ফিয়ার।

    Q. ODS এর পুরাে কথাটি কী ? 
    ANS: ODS এর পুরাে কথাটি হলাে Ozone Depleting Susbstance অর্থাৎ ওজোন বিনষ্টকারী পদার্থসমূহ।

    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান

    ▶️ ওজোন স্তর
    ▶️ জীবাশ্ম জ্বালানি
    ▶️ বায়ুমণ্ডল
    ▶️ পরিবেশের জন্য ভাবনা MCQ

    পরিবেশের জন্য ভাবনা
    দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    Q. এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় ?
    ANS: এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়।

    Q. স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
    ANS: স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়।

    Q. বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
    ANS: বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে।

    Q. বায়ুমণ্ডলের ওজোনের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়?
    ANS: বায়ুমণ্ডলের ওজোনের ঘনত্ব ডবসন এককে মাপা হয়। 

    Q. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?
    ANS: বায়ুমণ্ডলের প্রধান উপাদান অক্সিজেন ও নাইট্রোজেন।

    Q. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?
    ANS: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।

    Q. কার্যকরী সৌরবিকিরণ কী?
    ANS: সূর্যরশ্মির যে 60% ভূপৃষ্ঠ এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌরবিকিরণ বলে।

    Q. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে?
    ANS: বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে।

    Q. বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ কার ? 
    ANS: ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।

    Q. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গা প্রতিফলিত হয়?
    ANS: বায়ুমণ্ডলের আয়ানােস্ফিয়ার থেকে বেতার তরঙ্গা প্রতিফলিত হয়।

    সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

    Q. নরমাল ল্যাপস রেট কাকে বলে?
    ANS: ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। একেই নরমাল ল্যাপস রেট বলে।

    Q. 1 DU বলতে কী বোঝায়? অথবা
    ডবসন একক কী ?
    ANS: 1 DU বলতে বোঝায় 1 বায়ুমন্ডলীয় চাপে 0°C উষ্ণতায় 0.01 মিলিমিটার পুরু ওজোন স্তর।

    Q. বায়ুমণ্ডল কাকে বলে? 
    ANS: ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৃথিবীর অভিকর্ষের টানে যে হালকা, অদৃশ্য বায়বীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো বেষ্টন করে রয়েছে তাকেই বায়ুমণ্ডল বলে।

    Q. ক্যারম্যান রেখা কাকে বলে?
    ANS: ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতায় মহাকাশ ও বায়ুমন্ডলের কাল্পনিক সীমানাকে ক্যারম্যান রেখা বলে।

    Q. বায়ুমন্ডলের চাপ কাকে বলে?
    ANS: ভূপৃষ্ঠের কোন স্থানে কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ু লম্বভাবে যে বল প্রদান করে, তাকে ওই বিন্দুতে বায়ুমন্ডলের চাপ বলে। 

    Q. অ্যালবেডাে কী ?
    ANS: সূর্য থেকে আগত রশ্মির 60% বায়ুমন্ডলকে উত্তপ্ত করে এবং বাকী 40% সূর্যরশ্মি মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া 40% সূর্যরশ্মিকে অ্যালবেডাে বলে।

    Q. রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 
    ANS: রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমন্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
    i) হোমোস্ফিয়ার বা সমমন্ডল এবং
    ii) হেটেরোস্ফিয়ার বা বিষমমন্ডল।

    Q. ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমন্ডল বলে কেন?
    ANS: ধুলো, ধোঁয়া মেঘ থাকায় এই স্তরে কুয়াশা, ঝড়-বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটতে দেখা যায়। তাই এই স্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয়।

    Q. পরিচলন স্রোত কাকে বলে?
    ANS: গ্যাসীয় বা তরল পদার্থ উত্তপ্ত হলে এদের আয়তন বাড়ে এবং ঘনত্ব হ্রাস পায় ফলে তা হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় ও ওপরের অপেক্ষাকৃত ভারী, শীতল তরল বা গ্যাস নীচে নেমে আসে। এর ফলে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে।

    Q. প্রাকৃতিক সৌরপর্দা কী?
    ANS: স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনস্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শােষণ করে পৃথিবী এবং পৃথিবীতে বসবাসকারী জীবকুলকে তার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। তাই এই ওজোনস্তরকে সৌরপর্দা বলে।

    রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
    দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    Q. বায়ুমন্ডলের হােমমাস্ফিয়ার বা সমমন্ডল এবং হেটারােস্ফিয়ার বা অসমন্ডল কাকে বলে?
    ANS: * ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত সর্বত্র প্রায় সমান থাকে। তাই এই অঞ্চলকে সমমন্ডল বা হোমোস্ফিয়ার বলে।
    ** সমমন্ডলের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের 80 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরে বায়ুর উপাদানগুলির অনুপাত এক থাকে না একারণে একে বিষমমন্ডল বা হেটারােস্ফিয়ার বলে।

    Q. উচ্চতা, উষ্ণতা ও চাপের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
    ANS: উচ্চতা, উষ্ণতা ও চাপের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 6 ভাগে ভাগ করা হয়। যেমন-
    i)  ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল,
    ii) স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমন্ডল,
    iii) মেসোস্ফিয়ার,
    iv) থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার,
    v) এক্সোস্ফিয়ার, এবং 
    v) ম্যাগনেটোস্ফিয়ার।

    Q. ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখ।
    ANS: ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য গুলি হল-
    i) ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 কিমি পর্যন্ত বিস্তৃত।
    ii) বায়ুমন্ডলের 75% উপাদান এই অঞ্চলে অবস্থিত।
    iii) ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে।
    iv) ধুলো, ধোঁয়া মেঘ থাকায় এই স্তরে কুয়াশা, ঝড়-বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটতে দেখা যায়। তাই এই স্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয়।
    v) ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে 10 কিমি থেকে 16 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে ট্রপোপজ বলে।

    পরিবেশের জন্য ভাবনা

    Q. স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখ।
    ANS:
    i) ট্রপোস্ফিয়ারের ওপরে প্রায় 15 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটিকে বলা হয় শান্ত মন্ডল বা স্ট্রাটোস্ফিয়ার।
    ii) এই স্তরের মাঝে অবস্থিত ওজোন স্তর UV রশ্মি শোষণ করে এই স্তরের উষ্ণতা বাড়িয়ে দেয় বলে এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়।
    iii) এই স্তরে ধূলো ধোঁয়া, মেঘ না থাকায় ঝড়-বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে না। তাই এই স্তরকে শান্তমন্ডল বলে।
    iv) এই স্তর দিয়ে বিমান চলাচল করে।
    v) ট্রপোস্ফিয়ার স্তরের মাঝে থাকা ওজোনস্তর সূর্য থেকে আসা UV রশ্মি শোষণ করে পৃথিবীতে UV রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। তাই ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা

    Q. মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখ। 
    ANS:
    i) মেসোস্ফিয়ারের বিস্তৃতি 50 কিলোমিটার থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত।
    ii) এই স্তরটি হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর।

    Q. থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখ।
    ANS:
    i) থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত।
    ii) এই স্তরে সূর্য থেকে আসা UV রশ্মি, X রশ্মি, গামা রশ্মি ইত্যাদি শোষিত হয় বলে উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। তাই এই স্তরকে থার্মোস্ফিয়ার বলা হয়।
    iii) এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি হয়। ফলে এই স্তরে থাকা গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়।
    iv) এই স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা সৃষ্টি হয়।
    v) উল্কাপিণ্ড এই স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। তাই এই স্তরকে তারাখসা স্তরও বলে।
    vi) এই স্তর থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

    Q. এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখ।
    ANS:
    i) এক্সোস্ফিয়ার এর বিস্তৃতি 500 থেকে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত।
    ii) কৃত্রিম উপগ্রহ এবং স্পেস স্টেশন এই স্তরে স্থাপন করা হয়।

    Q. ম্যাগনেটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখ।
    i) এই স্তর 1500 কিলোমিটার থেকে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত।
    ii) এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। 

    দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    Q. ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে বায়ুর চাপের কী পরিবর্তন হয় ? বা
    সমুদ্র সমতলে চাপ যতটা থাকে পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ তার চেয়ে অনেক কম হয়- কেন?
    Ans: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমতে থাকে ফলে বায়ুর চাপও কমতে থাকে। ভূপৃষ্ঠা থেকে প্রতি এক কিমি ওপরে উঠলে বায়ুর চাপ প্রায় ৪.5 সেমি করে হ্রাস পায়। তাই সমুদ্র সমতলে চাপ যতটা থাকে পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ তার চেয়ে অনেক কম হয়।

    Q. কোনাে স্থানের বায়ুর উয়তার তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করাে। ANS: সূর্য থেকে আগত তাপ সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, ততই বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে। প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর উষ্ণতা প্রায় 6.5°C হারে কমে। তাই 3048 মিটার ওপরে বায়ুর উষ্ণতা প্রায় 0°C হয়। এভারেস্ট, কাঞ্চনজঙ্ প্রভৃতি পর্বতশৃঙ্গে উষ্ণতা 0°C এর কম হয়। উষ্ণতা কমতে কমতে ট্রোপােস্ফিয়ারের সর্বোচ্চ অংশে এসে -56° হয়। স্ট্রাটোস্ফিয়ারে উষ্ণতা প্রায় স্থির থাকে। আবার আয়নােস্ফিয়ারে উষ্ণতা ক্রমশ বেড়ে প্রায় 2000°C হয়।

    Q. স্থলবায়ুর উৎপত্তি ব্যাখ্যা করাে।
    ANS: সূর্যরশ্মির তাপের প্রভাবে পৃথিবীপৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্রপৃষ্ঠের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু রাত্রে স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রুত ঠান্ডা হওয়ায় স্থলভাগের বাতাস দ্রুত ঠাণ্ডা ও ঘনীভূত হয়ে উচ্চচাপ অঞ্চল গঠন করে।কিন্তু সমুদ্রপৃষ্ঠ তুলনামূলক বেশী উষ্ণ থাকায়, সমুদ্রপৃষ্ঠের বায়ু উষ্ণ হয়ে ওপর উঠে যায়, ফলে সমুদ্রে নিম্নচাপ অঞ্চল উৎপন্ন হয়।তখন স্থলভাগের বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় একে স্থলবায়ু বলে। এই ভাবে স্থলবায়ুর সৃষ্টি হয়।

    দশম শ্রেণীর বায়ুমণ্ডল

    Q. ঝড় কীভাবে সৃষ্টি হয়?
    ANS: জলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ওপরের ঠান্ডা পরিবেশের সংস্পর্শে এসে এই বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘ যত ঘনীভূত ও শীতল হয় তত সূর্যরশ্মি মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলে মেঘের নীচের অংশের বায়ু শীতল ও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি করে। মেঘের বিস্তার যত বেশি হয় নিম্নচাপ ক্ষেত্রের ব্যাপ্তি তত বেশি হয়। এর ফলে পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু অতি দ্রুতবেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। ফলে ঝড়ের সৃষ্টি হয়।

    Q. ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?
    ANS: পরিচলন স্রোতের কারণে ঝড় সৃষ্টি হয়। উষ্ণ ও আদ্ৰ বায়ু হাল্কা হওয়ায় ওপরে উঠে যায়।এই উষ্ণ ও আর্দ্র বায়ু উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠাণ্ডা হয়ে কিউমুলোনিম্বাস মেঘ এর সৃষ্টি হয়। জলীয় বাষ্পের ঘনীভবনের জন্যে নির্গত লীনতাপ ওই বায়ুকে আরও ওপরে ওঠায়। ওপরে ওঠা বায়ুর গতি স্তব্ধ হয়ে বায়ু শান্ত হয়ে যায়। এই সময়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ঘটে।

    পরিবেশের জন্য ভাবনা

    Q. মেরুজ্যোতি কী ? সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কাকে বলে?
    ANS: * সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি, রঞ্জন রশ্মি, মহাজাগতিক রশ্মি প্রভৃতির সংঘাতের ফলে বায়ুর পরমাণুগুলি ভেঙ্গে যায় এবং আয়নের সৃষ্টি হয় এবং তড়িতাহত অনুর চৌম্বক বিক্ষেপের ফলে অনুগুলি প্রোটন ও ইলেকট্রনের সংস্পর্শে উত্তেজিত হয়ে পড়ে এবং সুমেরু ও কুমেরু অঞ্চলে এক মৃদু আলোকরশ্মি বা জ‍্যোতি সৃষ্টি করে একে মেরুজ‍্যোতি বলে ।
    ** সুমেরু অঞ্চলের মেরুজ‍্যোতিকে সুমেরু প্রভা বা আরোরা বোরিয়ালিস বলে।
    ***কুমেরু অঞ্চলের মেরুজ‍্যোতিকে কুমেরু প্রভা বা আরোরা অস্ট্রালিস বলে।

    ওজোন স্তর :- স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যে অবস্থিত আশঁটে গন্ধযুক্ত O3 দ্বারা গঠিত স্তর, যা সূর্য থেকে আগত ক্ষতিকর UV রশ্মি শোষণ করে তার ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর প্রাণীকূলকে রক্ষা করে। ওজোন স্তরের ঘনত্বকে ডবসন একক দ্বারা প্রকাশ করা হয়। বায়ুমন্ডলে ওজনের স্বাভাবিক গড় ঘনত্ব প্রায় 300 DU.

error: Content is protected !!