দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
🔅🔅দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ঃ-
ax2 + bx + c = 0 (যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0)✴️ শ্রীধর আচার্যের সূত্র ঃ
ax2 + bx + c = 0 হলে
b2 – 4ac কে নিরূপক বলে।
⛔(i) যদি b2 – 4ac < 0 হয়, তবে বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক এবং অসমান হবে।
⛔⛔(ii) যদি b2 – 4ac = 0 হয়, তবে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং সমান হবে।
⛔⛔⛔(iii) যদি b2 – 4ac > 0 কিন্তু ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং অসমান হবে।
⛔⛔⛔⛔(iv) যদি b2 – 4ac > 0 কিন্তু ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে বীজদ্বয় বাস্তব, অমূলদ এবং অসমান হবে।
⭕ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ p ও q হলে দ্বিঘাত সমীকরণটি হবে ঃ
x2 – (বীজদ্বয়ের সমষ্টি)x + বীজদ্বয়ের গুনফল = 0
⇒ x2 – (p + q)x + pq = 0
⭕ ax2 + bx + c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের দুটি বীজ p ও q হলে,
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
Q. NO. 1
1.নীচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি—
(i) 2x2 + 7x + 3 = 0
সমাধানঃ
2x2 + 7x + 3 = 0
এখানে, a = 2; b = 7; c = 3;
সমীকরণের নিরূপক
⇒ b2 – 4ac
= (-7)2 – 4.2.3
= 49 – 24 = 25 > 0
Ans: সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান।
(ii) 3x2 – 2√6x + 2 = 0
সমাধানঃ
3x2 – 2√6x + 2 = 0
এখানে, a = 3; b = -2√6; c = 2;
সমীকরণের নিরূপক
⇒ b2 – 4ac
= (-2√6)2 + 4.3.2
= 24 – 24 = 0
সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান
(iii) 2x2 -7x + 9 = 0
সমাধানঃ
2x2 – 7x + 9 = 0
এখানে, a = 2; b = – 7; c = 9;
সমীকরণের নিরূপক
⇒ b2 – 4ac
= (-7)2 + 4.2.9
= 49 – 72 = -23 <0
সমীকরণটির বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক
(iv) 2/5 x2 – 2/3 x + 1 = 0
সমাধানঃ
2/5x2 – 2/3 x + 1 = 0
এখানে, a = 2/5 ; b = – 2/3 ; c = 1;
প্রদত্ত সমীকরণটির নিরূপক
⇒ b2 – 4ac
= ( – 2/3 )2 – 4 .2/5.1
= 4/9 – 8/5
⇒ 20-72/45
= – 52/45 < 0
সমীকরণটির বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক।
Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
Q. NO. 2
2. k-এর কোন মান/ মানগুলির জন্য নীচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি—
(i) 49x2 + kx + 1 = 0
সমাধানঃ
49x2 + kx + 1 = 0
এখানে, a = 49 ; b = k ; c = 1;
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।
∴ b2 – 4ac
⇒ (k)2 – 4.49.1 = 0
বা, k2 = 196
বা, k = ±√196 = ±14
Ans: k = ±14
(ii) 3x2 -5x + 2k = 0
সমাধানঃ
3x2 – 5x + 2k = 0
এখানে, a = 3 ; b = – 5 ; c = 2 ;
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।
∴ b2 – 4ac = 0
⇒ b2 – 4ac = 0
বা, (-5)2 – 4.3.2k = 0
বা, 25 – 24k = 0
বা – 24k = – 25
বা, k = 25/24
Ans: k-এর মান 25/24
(iii) 9x2 -24x + k = 0
সমাধানঃ
9x2 – 24x + k = 0
এখানে, a = -9 ; b = -24 ; c = k ;
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।
∴ b2 – 4ac = 0
⇒ b2 – 4ac = 0
বা, (- 24)2 – 4.9.k = 0
বা, 36k = 576
∴ k = 16
Ans: k-এর মান 16
(iv) 2x2 + 3x + k = 0
সমাধানঃ
2x2 + 3x + k = 0
এখানে, a = 2 ; b = 3 ; c = k ;
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়। ∴
∴ b2 – 4ac = 0
বা, (3)2 – 4.2.k = 0
বা, 8k = 9
∴ k = 9/8
Ans: k – এর মান 9/8
(v) x2 – 2(5+2k)x + 3(7+10k) = 0
সমাধানঃ
x²- 2(5+2k)x +3 (7+10k)=0
এখানে,
a = 1;
b = -2(5+2k);
c =3 (7+10k);
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b² – 4ac = 0 হয়।
∴ b² – 4ac = 0
বা, {-2(5+2k)}2 – 4.1.3(7+10k) = 0
বা, 4{(5+2k)2 – 1.3(7+10k)} = 0
⇒ (5+2k)2 – 3 (7+10k) = 0
বা, 25 + 20k + 4k² – 21 – 30k = 0
বা, 4k² – 10k + 4 = 0
⇒ 2(2k² – 5k + 2) = 0
⇒ 2k² – 5k + 2 = 0
বা, 2k² – 4k – k + 2 = 0
বা, 2k(k-2) – 1(k-2)= 0
⇒ (k -2)(2k-1)=0
হয় (k -2) =0 নতুবা (2k-1)=0
বা, k = 2 বা, k = ½
Ans: k = 2 ও ½
(vi) (3k+1)x2 + (2k+1)x + k = 0
সমাধানঃ
(3k+1)x2 + 2(k+1)x + k = 0
এখানে,
a = (3k+1);
b = 2(k+1);
c = k;
সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরুপক : b2 – 4ac = 0 হয়।
∴ b2 – 4ac = 0
বা, {2(k+1)}2 – 4. (3k+1).k = 0
বা, 4{(k+1)2 – (3k+1).k} = 0
বা, (k+1)2 – (3k+1).k = 0
⇒ k²+ 2k + 1 – 3k² – k = 0
বা, -2k² + k + 1 = 0
বা, -(2k² -k – 1) = 0
⇒ 2k² – k – 1 = 0
বা, 2k² – 2k + k – 1 = 0
বা, 2k(k -1 ) + 1(k – 1) = 0
⇒ (2k + 1)(k – 1) = 0
হয় (2k + 1)= 0 নতুবা (k – 1) = 0
বা, 2k = – 1 বা, k = 1
বা, k = – 1/2
Ans: k = 2 ও – 1/2
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।
Q. NO. 3
3. নীচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
(i) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
4, 2
সমাধানঃ
সমীকরণের প্রদত্ত বীজদ্বয় 4 ও 2 ;
∴ সমীকরণটি হলঃ
x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
বা, x2 – (4 + 2) x + 4 . 2 = 0
বা, x2 – 6 x + 8 = 0 (Ans.)
(ii) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
-4, -3
সমাধানঃ
সমীকরণের প্রদত্ত বীজদ্বয় – 4 ও – 3 ;
∴ সমীকরণটি হলঃ
x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
বা, x2 – (-4 – 3) x + (-4 x- 3) = 0
বা, x2 + 7x + 12 = 0 (Ans.)
(iii) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
-4, 3
সমাধানঃ
সমীকরণের প্রদত্ত বীজদ্বয় – 4 ও 3 ;
∴ সমীকরণটি হলঃ
x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
বা, x2 – (-4 + 3) x + (-4 x 3) = 0
বা, x2 + x – 12 = 0 (Ans.)
(iv) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
5, -3
সমাধানঃ সমীকরণের প্রদত্ত বীজদ্বয় 5 ও – 3 ;
∴ সমীকরণটি হলঃ
x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
বা, x2 – (5 – 3) x + (5 x- 3) = 0
বা, x2 – 2x – 15 = 0 (Ans.)
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
Q. NO. 4 & 5
4. m এর মান কত হলে 4x2 + 4(3m-1)x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে?
সমাধানঃ
4x2 + 4(3m – 1)x + (m + 7) = 0 দ্বিঘাত সমীকরণের
বীজ দুটি পরস্পর অনোন্যক হলে
(m + 7)/4 = 1 হবে
বা, (m -+7) = 4 হবে।
বা, m = – 3
Ans: m-এর মান হবে -3
5. (b – c)x2 + (c – a)x + (a-b) = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, 2b = a + c
সমাধানঃ
(b – c)x2 + (c – a)x + (a – b) = 0
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান সমান হলে নিরুপক শূন্য হবে। অর্থাৎ b2 – 4ac = 0 হবে।
এখানে, a = (b – c);
b = (c – a);
c = (a – b)
∴ (c – a)² – 4(b – c)(a – b) = 0
বা, c² – 2ac + a² – 4ab + 4ac + 4b² – 4bc = 0
বা, a² + 4b²+ c² – 4ab – 4bc + 2ac = 0
⇒ (a)2 + (-2b)2+ (c)2 + 2.a.(-2b) + 2.(-2b).c + 2.a.c = 0
বা, (a -2b + c)2 = 0
বা, (a – 2b + c) = 0
⇒ a + c = 2b
∴ 2b = a + c (প্রমাণিত)
Q. NO. 6 & 7
6. (a2 + b2)x2– 2(ac + bd)x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, a/b = c/d
সমাধানঃ
(a2 + b2)x – 2(ac + bd)x + (c2 + d2) = 0 সমীকরণের বীজদ্বয় সমান.
∴ সমীকরণের নিরূপক অর্থাৎ b2-4ac = 0
এখানে,
a = (a2 + b2);
b = -2(ac + bd);
c = (c2 + d2) ;
∴ {- 2(ac + bd)}2 -4.(a2 + b2) (c2 + d2) = 0
বা, 4(ac+bd)2 – 4.(a2 + b2) (c2 + d2) = 0
বা, 4{(ac+bd)2 – (a2 + b2) (c2 + d2)} = 0
বা, (ac+bd)2 – (a2 + b2) (c2 + d2) = 0
⇒ a2c2 + 2abcd + b2d2 – a2c2 – a2d2 – b2c2 – b2d2 = 0
বা, 2abcd – a2d2 – b2c2 = 0
বা, -(a2d2 – 2abcd + b2c2) = 0
⇒ (ad – bc)2 = 0
বা, ad – bc = 0
বা, ad = bc
∴ a/b = c/d (Proved)
7. প্রমাণ করি যে, 2(a2 + b2)x2 + 2(a + b)x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়।
সমাধানঃ
এখানে,
a = 2(a2 + b2);
b = 2(a+b);
c = 1;
∴ 2(a2 + b2)x2 + 2(a + b)x + 1 = 0
সমীকরণের নিরূপক
= b2 – 4ac
= {2(a + b)}2 – 4.{2(a2 + b2)}.1
= 4{(a + b)2 – (2a2 +2b2)}
= 4(a2 + 2ab + b2– 2a2 – 2b2)
⇒ 4(- a2 + 2ab – b2)
= – 4(a2 – 2ab + b2)
= – 4(a – b)2
∵ (a – b)2 ≥ 0
∴ 4(a – b)2 ≥ 4.0
∴ – 4(a – b)² ≤ 0
a ≠ b হলে,
– 4(a – b)2 = 0 হয় অর্থাৎ নিরূপক শূন্য হয়।
নিরূপক শূন্য হলে বীজদ্বয়ের কোন বাস্তব বীজ থাকে না।
∴ a ≠ b হলে সমীকরণটির কোন বাস্তব বীজ থাকবে না। (প্রমাণিত)
Q. NO. 8 & 9
8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
(i) α2 + β2 এর মান নির্ণয় করি।
(i) সমাধানঃ
5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β;
∴ বীজদ্বয়ের সমষ্টি –
α +.β = – 2/5 এবং
বীজদ্বয়ের গুণফল –
α×β = – 3/5
প্রদত্ত রাশিঃ
= α2 + β2
= (α+β)2 – 2.α.β
⇒ (- 2/5)2 – 2. (-3/5)
= 4/25 + 6/5
= (4 +30)/25
⇒ 34/25 (Ans)
8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
(ii) α3 + β3 এর মান নির্ণয় করি।
(ii) সমাধানঃ
5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β;
∴ বীজদ্বয়ের সমষ্টি –
α +.β = – 2/5 এবং
বীজদ্বয়ের গুণফল –
α×β = – 3/5
প্রদত্ত রাশিঃ
= α3 + β3
= (α+β)3 – 3.α.β (α+β)
⇒ (- 2/5)3 – 3.(- 3/5).(- 2/5 )
= – 8/125 – 18/25
= (- 8 – 90)/125
⇒ –98/125 (Ans)
8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
(iii) 1/α + 1/β এর মান নির্ণয় করি।
(iii) সমাধানঃ
5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β;
∴ বীজদ্বয়ের সমষ্টি –
α +.β = – 2/5 এবং
বীজদ্বয়ের গুণফল –
α×β = – 3/5
প্রদত্ত রাশিঃ
⇒ 1/α + 1/β
⇒ (α +.β)/αβ
= – 2/5/– ⅗
= 2/3 (Ans)
8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
(iv) α2/β + β2/α এর মান নির্ণয় করি।
সমাধানঃ
5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β;
∴ বীজদ্বয়ের সমষ্টি –
α +β = – 2/5 এবং
বীজদ্বয়ের গুণফল –
α×β = – 3/5
প্রদত্ত রাশিঃ
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
9. ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, দেখাই যে, 2b2 = 9ac
সমাধানঃ
ধরি ax2 + bx + c = 0 সমীকরণের বীজ দুটি যথাক্রমে α ও 2α বীজদ্বয়ের সমষ্টি –
α + 2 α = – b/a
বা, 3α = – b/a
বা, α = – b/3a
বীজদ্বয়ের গুণফল-
Q. NO. 10 & 11
10. যে সমীকরণের বীজগুলি x2 + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অন্যোন্যক , সেই সমীকরণটি গঠন করি।
সমাধানঃ
x2 + px + 1 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
বীজদ্বয়ের সমষ্টি = α + β = – p এবং
বীজদ্বয়ের গুণফল = αβ = 1
∴ নির্ণেয় সমীকরনের বীজদ্বয় 1/α ও 1/β
নির্ণেয় সমীকরনের
বীজদ্বয়ের সমষ্টি
= 1/α + 1/β
= (α +.β)/αβ
⇒ -p/1
= -p এবং
বীজদ্বয়ের গুণফল
= 1/α . 1/β
= 1/αβ = 1
Ans: নির্ণেয় সমীকরণটি হবে –
x2 – (- p)x + 1 = 0
বা, x2 + px + 1 = 0
11. x2 + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করি।
সমাধানঃ
x2 + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় α. ও β হলে,
বীজদ্বয়ের সমষ্টি = α + β = -1, এবং
বীজদ্বয়ের গুণফল = αβ = 1
∴ নির্ণেয় সমীকরনের বীজদ্বয় α2 ও β2
নির্ণেয় সমীকরনের,
বীজদ্বয়ের সমষ্টি = α2 + β2
= (α +.β)2 – 2α.β
⇒ (-1)2 – 2.1
= 1- 2 = -1 এবং
বীজদ্বয়ের গুণফল = α2.β2
= (α.β)2 = (1)2 = 1
Ans: নির্ণেয় সমীকরণটি হবে –
x2 – (-1)x + 1 = 0
বা, x2 + x + 1 = 0
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
12. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.)
(i) x2– 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি
(a) 2 (b) – 2 (c) 6 (d) – 6
Ans: (c) 6
সমাধানঃ
α + β = –b/a
= – (-6)/1 = 6
(ii) x2 – 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল – 2 হলে, k-এর মান
(a) – 2 (b) – 8 (c) 8 (d) 12
Ans: (c) 8
সমাধানঃ
x2 – 3x + k = 10
বা, x2 – 3x + k-10 = 0
∴ c/a = k-10
প্রশ্নানুযায়ী
k-10 = – 2
বা, k= -2+10 = 8
(iii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, b2 – 4ac হবে
(a) > 0 (b) = 0 (c) < 0 (d) কোনােটিই নয়
Ans: (a) > 0
(iv) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় সমান হলে
(a) c = – b/2a (b) c = b/2a (c) c = – b2/4a (d) c = b2/4a
Ans: (d) c = b2/4a
সমাধানঃ
বীজদ্বয় সমান হলে নিরুপক শূন্য হবে অর্থাৎ
b2 – 4ac = 0 হবে।
বা, – 4ac = – b2
⇒ 4ac = b2
বা, c = b2/4a
(v) 3x2 + 8x + 2 = 0 সমীকরণের বীজয় α এবং β হলে 1/α + 1/β এর মান
(a) – 3/8 (b) 2/3 (c) – 4 (d) 4
Ans: (c) 4
সমাধানঃ
α + β = – b/a
= – (8)/3 = –8/3 এবং
αβ = c/a
= 2/3
∴ 1/α + 1/β = (β+ α)/αβ
= –8/3/ 2/3
= -4
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :
(i) x2 + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।
Ans: উক্তিটি মিথ্যা।
সমাধানঃ
নিরুপক = b2 – 4ac
= (-1)2 – 4.1.1
⇒ 1 – 4
= -3 < 0
(ii) x2 – x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়।
Ans: উক্তিটি সত্য ।
সমাধানঃ
নিরুপক = b2 – 4ac
= (1)2 – 4.1.2
⇒ 1 – 8
= -7 < 0
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
(C) শূন্যস্থান পূরণ করি:
(i)7x2 – 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত ________
Ans: 2 : 3
সমাধানঃ
বীজদ্বয়ের সমষ্টি = – (-12)/7 = 12/7
বীজদ্বয়ের গুণফল = 18/7 ;
∴ বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত
= 12/7 : 18/7
⇒ 12 : 18
= 2 : 3
(ii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c = ________
Ans: a
সমাধানঃ
বীজদ্বয়ের গুণফল : c/a = 1
বা, c = a
(iii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত (ঋণাত্মক) হলে a + c = ________
Ans: 0
সমাধানঃ
বীজদ্বয়ের গুণফল : c/a = – 1
বা, c = -a
বা, a + c = 0
দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
13.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
(i) একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে, দ্বিঘাত সমীকরণটি লিখি।
সমাধানঃ
বীজদ্বয়ের সমষ্টি 14 এবং
বীজদ্বয়ের গুণফল 24
∴ দ্বিঘাত সমীকরণটি হলঃ
x2 – ( বীজদ্বয়ের সমষ্টি).x+ বীজদ্বয়ের গুণফল = 0
বা, x2 – 14x + 24 = 0
Ans: দ্বিঘাত সমীকরণটি হলঃ x2 – 14x + 24 = 0
(ii) kx2 + 2x + 3k = 0 (k ≠ 0) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, k-এর মান লিখি।
সমাধানঃ
kx2+ 2x + 3k = 0 সমীকরণের
বীজদ্বয়ের সমষ্টি = –2/k এবং
বীজদ্বয়ের গুণফল = 3k/k = 3
∵ বীজদ্বয়ের সমষ্টি ও গুনফল সমান।
∴ –2/k = 3
বা, k = – 2/3
Ans: k-এর মান – 2/3
(iii) x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β হলে, ( α – β )এর মান লিখি।
সমাধানঃ
x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β ;
α + β = -(-22) = 22 এবং
α.β = 105
∴ ( α – β )2 = ( α + β )2 – 4α β
বা, ( α – β )2 = (22)2 – 4 x 105
বা, ( α – β )2= 484 – 420 = 64
⇒ α – β = ±√64
বা, α – β = ±8
Ans: α – β = এর মান ± 8.
(iv) x2 – x = k(2x – 1) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, k-এর মান লিখি।
সমাধানঃ
x2 – x = k(2x – 1)
বা, x2 – x – 2kx + k = 0
বা, x2 – (1 + 2k)x + k = 0
প্রশ্নানুযায়ী,
1 + 2k = 0
বা, 2k = -1
বা, k = – 1/2
Ans: k-এর মান – 1/2
(v) x2 + bx + 12 = 0 এবং x2 + bx + q = 0 সমীকরণদ্বয়ের একটি বীজ 2 হলে, q-এর মান লিখি।
সমাধানঃ
x2 + bx + 12 = 0 এর একটি বীজ 2,
∴ (2)2 + b.2 + 12 = 0
বা, 4 +2b +12 = 0
বা, 2b +16 = 0
⇒ 2b = -16
বা, b = -8
আবার, x2 + bx + q = 0 সমীকরণেরও একটি বীজ 2
∴ (2)2 + b.2 + q = 0
বা, 4 +2.(-8) +q = 0 . . . . . .[∵ b = -8]
বা, 4 – 16 +q = 0
⇒ – 12 +q = 0
বা, q = 12
Ans: q-এর মান 12
Madhyamik Question
MP-2024
▶️ x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α, β হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো।
▶️ যদি ax2 + abcx + bc= 0 (a≠0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনোন্যক হয় তাহলে-
(a) abc = 1 (b) b = ac (c) bc = 1 (d) a = bc
Ans: (d) a = bc
[ধরি, বীজদ্বয় α ও 1/α
∴ α × 1/α = bc/a
বা, 1 = bc/a
বা, a = bc]
MP-2022
▶️ 7x2 – 66x + 27 = 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কতো?
▶️ সমীকরণের বীজদ্বয় -4, 3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো।
MP-2020
▶️ 5x2 – 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে 1/α + 1/β-এর মান নির্ণয় করো।
▶️ ax2 + 2bx + c = 0 (a≠ 0) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, b2 = ________ হবে
▶️ x2 – 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল
(a) 7 (b) -7 (c) 3 (d) -3
Ans: (c) 3
MP-2019
▶️ x2 + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করো।
MP-2018
▶️ কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2, -3 হলে সমীকরণটি লেখ।
MP-2017
▶️ সমাধান না করে ‘p’ এর যে সকল মানের জন্য x2 + (p-3)x + p =0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো।
▶️ ax2 + bx + c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের b2 = 4ac হলে ধীজদ্বয় বাস্তব ও __________ হবে। (শূন্যস্থান পূরণ)
Ans: সমান
- Madhyamik -25 Mathematics Solution
- Boyle’s Law গ্যাসের আচরণ বয়েলের সূত্র
- দশম শ্রেণির ভৌত বিজ্ঞানের সকল সূত্রাবলী
- কষে দেখি 26.4 দশম শ্রেণী রাশিবিজ্ঞান সংখ্যাগুরুমান
- কষে দেখি 26.3 দশম শ্রেণী রাশিবিজ্ঞান: ওজাইভ
- কষে দেখি 26.2 দশম শ্রেণী রাশিবিজ্ঞান মধ্যমা
- Koshe Dekhi 24 Class 10|পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
- কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব
- Solution of Koshe dekhi 22
- Solution of Koshe dekhi 21
- KOSHE DEKHI 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন
- ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2
- Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা
- Koshe Dekhi 23.3 Class 10 | ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- ২৩.৩
- ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- 23.2 Class-X
- Complete Solution of MP-2024 P.Sc মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
- Complete Solution of MP-24 Mathematics
- Complete Solution of MP-24 English





















