Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
দ্বাদশ শ্রেণীর S. N. DEY এর সম্পূর্ণ সমাধানের জন্য নিচে দেওয়া BUTTON-এ ক্লিক করো।
| Unit 1 | সম্বন্ধ ও চিত্রণ RELATIONS AND FUNCTIONS | ▶️ CLICK HERE |
| Unit-2: | বীজগণিত Algebra | ▶️ CLICK HERE |
| Unit-3: | কলনবিদ্যা Calculus | ▶️ CLICK HERE |
| Unit-4: | ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি Vector & Three dimensional geometry | ▶️ CLICK HERE |
| Unit-5: | রৈখিক প্রোগ্রামবিধি Linear Programming | ▶️ CLICK HERE |
| Unit-6: | সম্ভাবনা Probability | ▶️ CLICK HERE |
Math Solution Of Class 12 Chapter 1 Relation S. N. Dey || দ্বাদশ শ্রেনীর গণিত সমাধান প্রথম অধ্যায় – সম্মন্ধ সৌরেন্দ্রনাথ দে || WBCHSE Math Class XII Relation || উচ্চমাধ্যমিক গণিত সমাধান ক্লাস ১২ সম্মন্ধ
1. A = (1, 2, 3, 4) এবং A সেটের ওপর একক সম্বন্ধ IA হলে-
A. (1, 2) ∈ IA
B. (2, 2) ∈ IA
C. (2, 1 ) ∈ IA
D. (3, 4) ∈ IA
Ans: B. (2, 2) ∈ IA
[একক সম্বন্ধ IA হলে IA = {(1, 1), (2, 2), (3, 3), (4, 4)}]
2. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R-কে A এর ওপর সমতুল্যতা সম্বন্ধে বলা হবে যদি R সম্বন্ধটি A-এর ওপর –
A. স্বসম এবং প্রতিসম হয়
B. প্রতিসম এবং সংক্রমন হয়।
C. স্বসম এবং সংক্রমন হয়
D. স্বসম, প্রতিসম এবং সংক্রমন হয়
Ans: D. স্বসম, প্রতিসম এবং সংক্রমন হয়
3. নীচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য?
A. A = {1, 2, 3} এবং R = {(1, 1), (2, 2), (2, 3), (1,2)) হলে, R সম্বন্ধ A সেটের ওপর স্বসম হবে।
B. A = {a, b, c, d) এবং A-র ওপর একটি সম্বন্ধ R নিম্নরূপে সংজ্ঞাত: R = {(a, c), (b, d), (b, c) (c, a) (d, b)} তাহলে, A -র ওপর R একটি প্রতিসম সম্বন্ধ হবে।
C. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি স্বসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয়।
D. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A -র ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমন
Ans: D. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A -র ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমন
[A. X (3, 3) ∉ R
B. X (b, c) ∈ R কিন্তু (c, b) ∉ R]
Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
4. নীচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি মিথ্যা?
A. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A -এর ওপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদাই A -এর ওপর একটি স্বসম সম্বন্ধ।
B. শূন্য সেট নয় এমন যে-কোনো সেট A -এর ওপর সংজ্ঞাত একটি স্বসম সম্বন্ধ A -এর ওপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে।
C. মনে করো, A = {1, 2, 3} সেটের ওপর R সম্বন্ধ নিম্নরুপে সংজ্ঞাত:
R = {(1, 2), (3, 2), (2, 1 ) (1, 1)} 1 তাহলে, A -এর ওপর R একটি সংক্রমণ সম্বন্ধ হবে।
D. X = {a, b, c} এবং Y= {c, a, b} হয়, তবে XxY = YxX হবে।
Ans: C. মনে করো, A = {1, 2, 3} সেটের ওপর R সম্বন্ধ নিম্নরুপে সংজ্ঞাত:
R = {(1, 2), (3, 2), (2, 1 ) (1, 1)} 1 তাহলে, A -এর ওপর R একটি সংক্রমণ সম্বন্ধ হবে।
[(1, 2) এবং (2, 1 ) ∈ R ⇒ (1, 1) ∈ R সম্বন্ধটি সংক্রমণ]
5. A = {1, 2, 3, 4} সেটের ওপর সংজ্ঞাত মোট সম্বন্ধসমূহের সংখ্যা হয় –
A. 24
B. 28
C. 212
D. 216
Ans: D. 216
[A সেটের পদসংখ্যা 4 টি
∴ AxA তে মোট পদসংখ্যা হবে = 4×4 = 16 টি
∴ মোট সম্বন্ধসমূহের সংখ্যা = 216]
6. A = {a, b, c} সেট থেকে B = {d, e} সেটে মোট সম্বন্ধসমুহের সংখ্যা –
A. 26
B. 28
C. 24
D. 215
Ans: A. 26
[A সেটের পদসংখ্যা 3 এবং B সেটের পদসংখ্যা 2
∴ AxB তে মোট পদসংখ্যা হবে = 3×2 = 6 টি
∴ মোট সম্বন্ধসমূহের সংখ্যা = 26]
Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
| অধ্যায় | বিষয় | কষে দেখি |
|---|---|---|
| 1 | একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ (Quadratic Equations with one variable) | কষে দেখি – 1.1 কষে দেখি – 1.2 কষে দেখি – 1.3 কষে দেখি – 1.4 কষে দেখি – 1.5 |
| 2 | সরল সুদকষা (Simple Interest) | কষে দেখি – 2 |
| 3 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (Theorems related to circle) | কষে দেখি – 3.1 কষে দেখি – 3.2 |
| 4 | আয়তঘন (Rectangular Parallelopiped or Cuboid) | কষে দেখি – 4 |
| 5 | অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion) | কষে দেখি – 5.1 কষে দেখি – 5.2 কষে দেখি – 5.3 |
| 6 | চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস (Compound Interest and Uniform Rate of Increase or Decrease) | কষে দেখি – 6.1 কষে দেখি – 5.2 |
| 7 | বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য (Theorems related to Angles in a Circle) | কষে দেখি – 7.1 কষে দেখি – 7.2 কষে দেখি – 7.3 |
| 8 | লম্ব বৃত্তাকার চোঙ (Right Circular Cylinder) | কষে দেখি – 8 |
| 9 | দ্বিঘাত করণী (Quadratic Surd) | কষে দেখি – 9.1 কষে দেখি – 9.2 কষে দেখি – 9.3 |
| 10 | বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) | কষে দেখি – 10 |
| 11 | সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন (Construction : Construction of circumcircle and incircle of a triangle) | কষে দেখি – 11.1 |
| 12 | গোলক (Sphere) | কষে দেখি – 12 |
| 13 | ভেদ (Variation) | কষে দেখি – 13 |
| 14 | অংশীদারি কারবার (Partnership Business) | কষে দেখি – 14 |
| 15 | বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Tangent to a Circle) | কষে দেখি – 15.1 কষে দেখি – 15.2 |
| 16 | লম্ব বৃত্তাকার শঙ্কু (Right Circular Cone) | কষে দেখি – 16 |
| 17 | সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন (Construction: Construction of Tangent to a circle) | কষে দেখি – 17 |
| 18 | সদৃশতা (Similarity) | কষে দেখি – 18.1 কষে দেখি – 18.2 কষে দেখি – 18.3 কষে দেখি – 18.4 |
| 19 | বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা (Real life Problems related to different Solid Objects) | কষে দেখি – 19 |
| 20 | ত্রিকোণমিতি: কোণ পরিমাপের ধারণা | কষে দেখি – 20 |
| 21 | সম্পাদ্য : মধ্যসমানুপাতী নির্ণয় (Construction : Determination of Mean Proportional ) | কষে দেখি – 21 |
| 22 | পিথাগোরাসের উপপাদ্য (Pythagoras Theorem) | কষে দেখি – 22 |
| 23 | ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি (Trigonometric Ratios and Trigonometric Identities) | কষে দেখি – 23.1 কষে দেখি – 23.2 কষে দেখি – 23.3 |
| 24 | পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত (Trigonometric Ratios of Complementrary angle ) | কষে দেখি – 24 |
| 25 | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ : উচ্চতা ও দূরত্ব (Application of Trigonometric Ratios: Heights & Distances) | কষে দেখি – 25 |
| 26 | রাশিবিজ্ঞান : গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান (Statistics : Mean, Median, Ogive, Mode) | কষে দেখি – 26.1 কষে দেখি – 26.2 কষে দেখি – 26.3 কষে দেখি – 26.4 |
7. মনে করো, A = { 8, 9, 10, 11 } এবং B = {1, 2, 3, 4, 5} এবং A থেকে B-তে একটি সম্বন্ধ নিম্নরুপে সংজ্ঞাত: xRy ⇒ x, y দিয়ে বিভাজ্য, R-এর ক্ষেত্র হবে –
A. {2, 3, 4, 5}
B. {8, 9, 10}
C. {8, 9, 10, 11}
D. {8, 10}
Ans: B. {8, 9, 10}
[xRy ⇒ x, y দিয়ে বিভাজ্য
∴ R = {(8, 2), (8, 4), (9, 3), (10, 2), (10, 5)}
R-এর ক্ষেত্র হবে {8, 9, 10}]
8. R = {(x, y) : x একটি পূর্ণসংখ্যা এবং |x| < 3 ও y = |x – 3|} হলে, R -এর পাল্লা হবে –
A. {-2, -1, 0, 1, 2}
B. {-2, -1, 0}
C. {5, 4, 3, 2, 1}
D. {4, 3, 2, 1}
Ans: C. {5, 4, 3, 2, 1}
[x = -2 (|x| = |-2| = 2 < 3) হলে
y = |x – 3| = |-2 – 3| = |-5| = 5
x = -1 (|x| = |-1| = 1 < 3) হলে
y = |x – 3| = |-1 – 3| = |-4| = 4
x = 0 (|x| = |0| = 0 < 3) হলে
y = |x – 3| = |0 – 3| = |-3| = 3
x = 1 (|x| = |1| = 1 < 3) হলে
y = |x – 3| = |1 – 3| = |-2| = 2
x = 2 (|x| = |2| = 2 < 3) হলে
y = |x – 3| = |2 – 3| = |-1| = 1
R-এর পাল্লা হবে {5, 4, 3, 2, 1}]
9. যদি C থেকে R-এর ওপর ϕ সম্বন্ধটি হয় xϕy ⇔ |x| = y.তবে নীচের কোনটি সঠিক?
A. (2+3i)ϕ13
B. 3ϕ(-3)
C. (1+i)ϕ2
D. iϕ1
Ans: D. iϕ1
[xϕy ⇔ |x| = y
|(2+3i)| = √(22 + 32) = √(4 + 9) = √13
|3| = √32 = √9 = 3
|(1+i)| = √(12 + 12) = √(1 + 1) = √2
|i| = √12) = 1]
Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
UNIT – 1
সম্বন্ধ ও চিত্রণ
RELATIONS AND FUNCTIONS
| সম্বন্ধ RELATIONS – প্রশ্নমালা – 1 (PART II) | ▶️ CLICK HERE |
| সম্বন্ধ RELATIONS – প্রশ্নমালা – 1 (PART I) | ▶️ CLICK HERE |
দ্বাদশ শ্রেণীর S N Dey বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ ক্লিক করো।
10. মনে করো, একটি সেট A = {1, 2, 3} এবং A এর ওপর R সম্বন্ধটির দুটি পদ (1, 2) ও (1, 3)। R সম্বন্ধটি স্বসম ও প্রতিসम হবে কিন্তু সংক্রমণ হবে না এরকম যতগুলি R পাওয়া যাবে তার সংখ্যা হল –
A. 1
B. 2
C. 3
D. 4
Ans: A. 1
[A = {1, 2, 3}; R = {(1, 2), (1, 3)}
সম্বন্ধটি স্বসম হলে (1, 1), (2, 2), (3, 3) ∈ R হবে।
সম্বন্ধটি প্রতিসम হলে (1, 2), (1, 3) ∈ R ⇒ (2, 1), (3, 1) ∈ R হবে।
∴ R = {(1, 2), (1, 3), (1, 1), (2, 2), (3, 3), (2, 1), (3, 1), (2, 3), (3, 2)}]
11. {1, 2, 3, 4} এর R সম্বন্ধ নিম্নরুপে সংজ্ঞাত: R = {(1, 2), (2, 2), (1, 1), (4, 4), (1,3), (3, 3), (3, 2)} তাহলে নীচের সঠিক উক্তি নির্বাচন করো:
A. R সম্বন্ধ স্বসম ও প্রতিসम কিন্তু সংক্রমন নয়;
B. R সম্বন্ধ স্বসম ও সংক্রমন কিন্তু প্রতিসम নয়;
C. R সম্বন্ধ প্রতিসम ও সংক্রমন কিন্তু স্বসম নয়;
D. R একটি সমতুল্যতা সম্বন্ধ।
Ans: B. R সম্বন্ধ স্বসম ও সংক্রমন কিন্তু প্রতিসम নয়;
[A. -X (1, 3) ∈ R এবং (3, 2) ∈ R ⇒ (1, 2) ∈ R সম্বন্ধটি সংক্রমন
C. -X (2, 2), (1, 1), (4, 4), (3, 3) ∈ R সম্বন্ধটি স্বসম
D. -X (1, 2) ∈ R কিন্তু (2, 1) ∉ R সম্বন্ধটি প্রতিসम নয়]
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী
1.মনে করো A = {1, 3, 5}, B = {2, 4, 6) এবং R সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত :
xRy ⇒ (x + y) এর মান জোড়, দেখাও যে, A থেকে B তে R একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে।
Ans: A সেটের প্রতিটি পদ বিজোড় কিন্তু B সেটের পদ্গুলি জোড়। যেহেতু, একটি বিজোড় ও একটি জোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হয়। তাই x ∈ A ও ইয় ∈ B হলে (x + y) সর্বদা বিজোড় সংখ্যা হবে৷
∴ xRy ⇒ (x + y) –এর মান জোড়, এই সম্মন্ধটি একটি শূন্য সম্মন্ধ হবে ৷
∴ A থেকে B তে R একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে।
2. কখন কোনো সেট A – এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ স্বসম নয়? মনে করো, A = {a, b, c, d) এবং A -এর ওপর একটি সম্বন্ধ হল R, যেখানে R = {(a, a), (a, c), (c, a), (c, c), (d, d)}; A -র ওপর R কি স্বসম?
Ans: A সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R স্বসম হয় না যখন A সেটের কমপক্ষে একটি পদ a -এর জন্য (a, a) ∉ R হয়।
A = {a, b, c, d) এবং A -এর ওপর একটি সম্বন্ধ R = {(a, a), (a, c), (c, a), (c, c), (d, d)};
এখানে, (b, b) ∉ R
∴ R সম্বন্ধটি স্বসম নয় ।
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী
3. কখন কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম নয়? মনে করো, X = {1, 2, 3, 4) এবং X এর ওপর একটি সম্বন্ধ R -এর সংজ্ঞা হয়: R = ((1, 2), ( 3, 4), (2, 2), ( 4, 3), (2, 3)}; X-এর ওপর R সম্বন্ধ কি প্রতিসম ?
Ans: A সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R প্রতিসম হয় না যখন (a, b) ∈ R কিন্তু (b, a) ∉ R হয়
X = {1, 2, 3, 4) এবং X এর ওপর একটি সম্বন্ধ R = ((1, 2), ( 3, 4), (2, 2), ( 4, 3), (2, 3)};
এখানে, (1,2) ∈ R কিন্তু ( 2,1) ∉ R
∴ R সম্বন্ধেটি প্রতিসম নয়।
4. কখন কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ বিপ্রতিসম নয়? মনে করো, A = {1, 2, 3, 4} এবং A -র ওপর এটি সম্বন্ধ R-এর সংজ্ঞা হয়: R = {(, 1), (2, 2), (3, 4), (3, 3), (2, 1), (4, 3)}:A-র ওপর R সম্বন্ধ কি বিপ্রতিসম ?
Ans: A সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R বিপ্রতিসম হয় না যখন (a, b) ∈ R এবং (b, a) ∈ R কিন্তু a ≠ b হয়।
A = {1, 2, 3, 4} এবং A -র ওপর সংজ্ঞাত সম্বন্ধ R = {(1, 1), (2, 2), (3, 4), (3, 3), (2, 1), (4, 3)}:
এখানে, (3,4) ∈ R এবং (4,3) ∈ R কিন্তু 3 ≠ 4
∴ সম্বন্ধটি বিপ্রতিসম নয়।
Class XII Relation
5. কখন কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ নয়? মনে করো, A = { 1. 2. 3. 4} এবং A -র ওপর একটি সম্বন্ধ R-এর সংজ্ঞা হয় R = {(2, 3), (1, 2), (3, 2) (4, 1)}; A র ওপর R সম্বন্ধ কি সংক্রমণ?
Ans: কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R ওই সেটের ওপর সংক্রমণ হয় না যখন a, b, c ∈ A এমন হয় যে (a, b) ∈ R এবং (b, c ) ∈ R কিন্তু (a, c) ∉ R হয়।
A = { 1. 2. 3. 4} এবং A -র ওপর একটি সম্বন্ধ R = {(2, 3), (1, 2), (3, 2) (4, 1)}
এখানে (2, 3) ∈ R এবং (3, 2) ∈ R কিন্তু ( 2, 2) ∉ R
∴ A র ওপর R সম্বন্ধটি সংক্রমণ নয়।
6. কোনো সেট A -র ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R একই সঙ্গে প্রতিসম এবং বিপ্রতিসম হতে পারে কি?
Ans: a,b ∈ A হলে, (a, b) ∈ R এবং (b, a) ∈ R হলে সম্বন্ধটি প্রতিসম হবে।
আবার (a,b) ∈ R এবং (b,a) ∈ R
⇒ a = b হলে সম্বন্ধটি বিপ্রতিসম হবে।
∴ কোন সেট A এর উপর একটি সম্বন্ধ R যদি,
(a, b) ∈ R
⇒ a = b আকারে সংজ্ঞাত হয় তবে A -এর ওপর R সম্বন্ধ একইসঙ্গে প্রতিসম এবং বিপ্রতিসম হবে ।

Class XII Relation
7. নীচে সংজ্ঞাত প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো:
(i) R1 = {(a. 1/a) : 0 < a <5 এবং a একটি অখন্ড সংখ্যা}
Ans:
∵ 0 < a < 5 এবং a একটি অখন্ড সংখ্যা
R1 -এর ক্ষেত্র {1, 2, 3, 4} এবং
R1 -এর পাল্লা {1, ½, ⅓, ¼}
(ii) R2 = {(x, y)| x ও y অখন্ড সংখ্যা এবং xy = 4}
Ans:
x ও y অখন্ড সংখ্যা এবং xy = 4
∴ R2 = {(-1, -4), (1, 4), (-2, -2), (2, 2), (-4, 1), (4, 1)}
R2 -এর ক্ষেত্র {-4, -2, -1, 1, 2, 4} এবং
R2 -এর পাল্লা {-4, -2, -1, 1, 2, 4}
(iii) R3 = {(x, y) : x ∈ N, y ∈ N এবং 2x + y = 41 )
Ans:
∵ 2x + y = 41
বা, y = 41 – 2x
∴ R3 = {(1, 39), (2, 37), (3, 35),. . . . . (19, 3),(20, 1)}
∴ R3 -এর ক্ষেত্র {1, 2, 3. . . . . 19, 20} এবং
R3 -এর পাল্লা {39, 37, 35,. . . . . 3, 1}
দ্বাদশ শ্রেণির সম্বন্ধ
(iv) R4 = {(x, y)| x ও y অখন্ড সংখ্যা এবং x2 + y2 = 25}
Ans:
R4 = {(x, y)! x ও y অখণ্ড সংখ্যা x2 + y2 = 25}
∵ x2 + y2 = 25
বা, y2 = 25 – x2
বা, y = √(25 – x2)
∵ x ও y অখণ্ড সংখ্যা।
∴ x এর মান -5, -4, -3, 0, 3, 4, 5 হলে,
y এর মান হবে যথাক্রমে 0, 3, 4, 5, 4, 3, 0
∴ R4 = {(-5, 0), (-4, 3), (-3, 4), (0, 5), (3, 4), (4, 3), (5, 0)}
∴ R4 -এর ক্ষেত্র = {-5, -4, -3, 0, 3, 4, 5} এবং
R4 -এর পাল্লা = {0, 3, 4, 5)
(v) R5 = (( x – 5, 2x – 7 ) : x হল 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা }
Ans:
x হল 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা।
∴ x = {1, 3, 5, 7, 9}
∴ R5 = {(-4, -5),(-2, -1), (0, 3), (2, 7), (4, 11)}
∴ R5 -এর ক্ষেত্র {-4, -2, 0, 2, 4} এবং
∴R5 -এর পাল্লা {-5, -1, 3, 7, 11}
(vi) R6 = {(x, x2 – 31 ) : x হল 12-এর কম একটি মৌলিক সংখ্যা}
Ans:
x হল 12 এর কম একটি মৌলিক সংখ্যা।
∴ x = {2, 3, 5, 7, 11}
R6={(2, -27), (3, -22), (5, -6), (7, 18),(11, 90)}
∴ R6 -এর ক্ষেত্র ={2, 3, 5, 7, 11} এবং
∴ R6 -এর পাল্লা = {-27, -22, -6, 18, 90}
Class XII Relation
(vii) R7 = {(x, y) : x হল একটি পূর্ণসংখ্যা এবং |x| <3 এবং y = |x-3|}
Ans:
x একটি পূর্ণসংখ্যা এবং |x|< 3
∴ x = {-2, -1, 0, 1, 2}
y = |-2 – 3| = 5, |-1 – 3| = 4, |0 – 3| = 3, |1 – 3| = 2, |2 – 3| = 1
R7 = {(-2, 5), (-1, 4), (0, 3), (1, 2), (2, 1)}
∴ R7-এর ক্ষেত্র = { -2, -1, 0, 1, 2} এবং
R7-এর পাল্লা = {5, 4, 3, 2, 1}
(viii) S = {(x, y) : x, y ∈ N এবং x + 3y = 12}
Ans:
S = {(x, y) : x, y ∈N এবং x + 3y = 12}
∵ x+3y=12
বা, 3y = 12 – x
বা, y = (12 – x)/ 3
x = 3, হলে y = 3
x = 6, হলে y = 2
x = 9, হলে y = 1
S = {(3, 3), (6, 2), (9, 1)}
∴ S এর ক্ষেত্র {3,6,9} এবং
S এর পাল্লা {3,2,1}
Class XII Relation
8. একটি সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও। দেখাও যে, কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজসমূহের সেটের ওপর “সদৃশতা” সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ।
Ans:
সমতুল্যতা সম্বন্ধঃ শূন্য নয় এমন কোন সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R কে A এর ওপর সমতুল্যতা সম্বন্ধে বলা হবে যদি –
(i) R সম্বন্ধ A এর ওপর স্বসম হয় অর্থাৎ ∀x ∈ A এর জন্য (x, x) ∈ R হয়;
(ii) R সম্বন্ধ A এর ওপর প্রতিসম হয় অর্থাৎ ∀x, y ∈ A এর জন্য (x, y) ∈ R ⇒ (y, x) ∈ R হয় এবং
(iii) R সম্বন্ধ A ওপর সংক্রমণ হয় অর্থাৎ ∀x, y, z ∈ A এর জন্য (x, y) ∈ R এবং (y, z) ∈ R ⇒ (x, z) ∈ R হয়।
⛔ কোন সমতলে অঙ্কিত ত্রিভুজসমূহের সেট △ এর ওপর R সম্বন্ধ সর্বদা স্বসম কারণ যে কোনো ত্রিভুজ সর্বদা তার নিজের সঙ্গে সদৃশ হবে।
অর্থাৎ △1 ∈ △ এর জন্য (△1, △1) ∈ R
△1, △2 ∈ △ এর জন্য ,
(△1, △2) ∈ R
⇒ △1, এবং △2 পরস্পর সদৃশ।
⇒ △2, এবং △1 পরস্পর সদৃশ।
⇒ (△2, △1) ∈ R
∴ R সম্বন্ধটি প্রতিসম।
△1, △2, △3 ∈ △ এর জন্য ,
(△1, △2) ∈ R এবং (△2, △3) ∈ R
⇒ △1, ও △2 এবং △2, ও △3 পরস্পর সদৃশ।
⇒ △1, এবং △3 পরস্পর সদৃশ।
⇒ (△1, △3) ∈ R
∴ R সম্বন্ধটি সংক্রমন।
∴ ত্রিভুজসমূহের সেটের ওপর “সদৃশতা” সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ।
9. A = {a, b, c} সেটের ওপর একটি সমৃদ্ধ R এমনভাবে সংজ্ঞাত করো, যাতে সম্বন্ধটি স্বসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়।
Ans:
R = {(a, b), (b, c), (c, a)}
(a, a), (b, b), (c, c) ∉ R
∴ R সম্বন্ধটি স্বসম নয়।
আবার, (a, b) ∈ R কিন্তু (b, a) ∉ R
∴ R সম্বন্ধটি প্রতিসম নয়।
আবার, (a, b) ∈ R এবং (b, c) ∈ R কিন্তু (a, c) ∉ R
∴ R সম্বন্ধ টি সংক্রমণ নয়।
∴ R সম্বন্ধটি স্বসম কিংবা প্রতিসম বা সংক্রমণ নয়।
দ্বাদশ শ্রেণির সম্বন্ধ
10. মনে করো, A= (1, 2, 3) এবং A -এর উপর R = (1, 1), (2, 3), (3, 3)} একটি সম্বন্ধ। R-এর সঙ্গে (i) সবচেয়ে কম (ii) সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড়সমূহ যোগ করো যাতে পরিবর্ধিত সম্বন্ধ দুটির প্রতিটি সমতুল্যতা সম্বন্ধ হয়।
Ans:
(i) R সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ হবে যদি সেটি স্বসম, প্রতিসম এবং সংক্রমণ হয়।
(2,2) ∉ R
∴ (2,2) ∈ R হলে সম্পর্কটি স্বসম সম্বন্ধ হবে।
আবার, (2, 3) ∈ R কিন্তু ( 3, 2) ∉ R
∴ (3,2) ∈ R হলে সম্পর্কটি প্রতিসম হবে।
R = {(1,1), (2,2), (3,3), (2,3), (3,2)}
(2,3) ∈ R এবং (3, 2) ∈ R
⇒ (2,2) ∈ R
∴ R সম্বন্ধটি সংক্রমন সম্মন্ধ ।
সবচেয়ে কম সংখ্যক ক্রমিত জোড় যোগ করে R সম্বন্ধটিকে A সেটের ওপর সমতুল্য করতে গেলে (2,2) এবং (3, 2) যোগ করতে হবে।
(ii) A সেটের ওপর সংজ্ঞাত সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ হল A×A
A×A = {(1,1), (2, 2), ( 3, 3), (1, 2), (1, 3), (2, 1), (2, 3), (3, 1), (3, 2)}
সুতরাং, সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড় যোগ করে সম্বন্ধটিতে A সেটের ওপর সমতুল্য করতে গেলে (2, 2), (1, 2), (1, 3), ( 2, 1) (3,1), (3, 2) পদ্গুলি যোগ করতে হবে।
11. মনে করো, T1, T2, T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3, 4, 5; 5, 12, 13 এবং 6, 8, 10 ; T1, T2, এবং T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত?
Ans:
সদৃশতা একটি সমতুল্যতা সম্বন্ধ।
এখানে 3,4,5 এবং 6,8,10 বাহুবিশিষ্ট ত্রিভুজ দুটির বাহুগুলি পরস্পর সমানুপাতিক।
3,4,5 এবং 6,8,10 বাহুবিশিষ্ট ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ।
3,4,5 এবং 6,8,10 বাহুবিশিষ্ট ত্রিভুজ দুটি সমতুল্যতা সম্বন্ধযুক্ত।
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE
- Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী
- Greatest Show on Earth অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE



















Leave a Reply