Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী
Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী
পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হল নোবেল পুরস্কার । ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, শান্তি এবং অর্থনীতি এই ছয়টি ক্ষেত্রে প্রদান করা হয়। তবে ষষ্ঠ পুরস্কার হিসাবে অর্থনীতিকে যুক্ত করা হয় 1968 সালে। নোবেল পুরস্কার 1901 সালে প্রবর্তিত হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় 1969 সালে। শান্তিতে নোবেল পুরষ্কার বাদে বাকি পা্ঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরষ্কার প্রদান করা হয় নরওয়ের অসলো থেকে।
বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং সমাজসেবী আলফ্রেড বার্নহার্ড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইল অনুসারে এই পুরস্কার চালু করা হয় এবং তার নামে নোবেল পুরস্কারের নামকরণ করা হয়।
নোবেল পুরস্কারপ্রাপক মনোনয়নকারী সংস্থাঃ
১. সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম নির্বাচন করে।
২. সুইডেনের সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।
৩. সুইডেনের কেরোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।
৪. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়ের নরওয়েজিয়ান নোবেল কমিটি।
একনজরে 2025 সালের নোবেল পুরস্কার প্রাপক
| বিষয় | নাম | দেশ | ক্ষেত্র |
|---|---|---|---|
| চিকিৎসা বিজ্ঞান | মেরি ই. ব্রাঙ্কো ফ্রেড র্যামসডেল শিমন সাকাগুচি | মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জাপান | |
| পদার্থবিদ্যা | জন ক্লার্ক মিশেল এইচ. ডেভোরেট জন এম. মার্টিনিস | মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র | |
| রসায়নবিদ্যা | সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন ওমর এম. ইয়াগি | জাপান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র | |
| সাহিত্য | লাজলো ক্রাসনাহরকাই | হাঙ্গেরি | |
| শান্তি | মারিয়া কোরিনা মাচাদো | ভেনেজুয়েলা | |
| অর্থনীতি | জেয়েল মকিয়ার, ফিলিপ আগিওন, পিটার হাউইট | মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র |
একনজরে 2024 সালের নোবেল পুরস্কার প্রাপক
| বিষয় | নাম | দেশ | ক্ষেত্র |
|---|---|---|---|
| চিকিৎসা বিজ্ঞান | ভিক্টর অ্যামব্রোস গ্যারি রুভকুন | U.S.A. U.S.A. | মাইক্রোআরএনএ আবিষ্কার |
| পদার্থবিদ্যা | জন হপফিল্ড জিওফ্রে হিন্টন | U.S.A. Kanada | কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক |
| রসায়নবিদ্যা | ডেভিড বেকার ডেমিস হাসাবিস জন এম. জাম্পার | (U.S.A.) (U.K.) (U.S.A.) | প্রোটিন গঠন |
| সাহিত্য | হান কাং | দক্ষিণ কোরিয়ার | |
| শান্তি | নিহন হিডানকিও। | জাপান | |
| অর্থনীতি | ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন | তুর্কি-আমেরিকান ব্রিটিশ মার্কিন ব্রিটিশ মার্কিন |
নোবেল পুরস্কার সংক্রান্ত কিছু তথ্যঃ
✴️ বিখ্যাত রসায়ন বিজ্ঞানী আলফ্রেড বার্নহার্ড নোবেল 21শে অক্টোবর, 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
✴️ আলফ্রেড বার্নহার্ড নোবেলের উল্লেখযোগ্য আবিস্কার হল ডিনামাইট, নাইট্রোগ্লিসারিন, জেলগ্লাইট ইত্যাদি।
▶️ ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে এই পুরস্কার দেওয়া হয়।
✴️ প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সালে।
✴️ 1941 থেকে 1943 সালে ২য় বিশ্ব যুদ্ধের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
▶️ দুইবার করে নোবেল পুরস্কার পেয়েছেন 1. মেরি কুরি (পদার্থবিদ্যা, রসায়ন) 2. লাইনাস পলিং (রসায়ন, শান্তি) 3. কার্ল ব্যারি শার্পলেস (রসায়ন, রসায়ন) 4. ফ্রেডরিক স্যাঙ্গার (রসায়ন, রসায়ন) 5. জন বারডিন (পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা)
Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী
আমাদের YOUTUBE CHANNEL “COMPTECH” দেখার জন্য এখানে ক্লিক করো।
যে ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়ঃ
১. সাহিত্য ২. পদার্থবিদ্যা
৩. রসায়নবিদ্যা ৪. চিকিৎসা বিজ্ঞান
৫. শান্তি ৬. অর্থনীতি
একনজরে প্রথম নোবেল পুরস্কার প্রাপক
| বিষয় | নাম | দেশ | সময় | ক্ষেত্র |
|---|---|---|---|---|
| চিকিৎসা বিজ্ঞান | এমিল অ্যাডলফ ভন বেহরিং | জার্মানি | 1901 | ডিপথেরিয়া রোগের চিকিৎসা |
| পদার্থবিদ্যা | উইলহেম কনরাড রন্টজেন | জার্মানি | 1901 | এক্স-রে |
| রসায়নবিদ্যা | জ্যাকবাস হেনরিকাস ভ্যান’ট হফ | নেদারল্যান্ড | 1901 | রাসায়নিক গতিবিদ্যা এবং অসমোটিক চাপে |
| সাহিত্য | সুলি প্রুধোমে | ফ্রান্স | 1901 | |
| শান্তি | হেনরি ডুনান্ট ফ্রেডেরিক প্যাসি | সুইজারল্যন্ড ফ্রান্স | 1901 | |
| অর্থনীতি | রাগনার ফ্রিশ য়্যান টিনবারগেন | নরওয়ে নেদারল্যান্ডস | 1969 |
✴️ এশিয়া মহাদেশ থেকে প্রথম কে নোবেল পুরস্কার পান?
Ans: এশিয়া মহাদেশ থেকে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
✴️ বিজ্ঞানে এশিয়া মহাদেশে প্রথম কে নোবেল পুরস্কার পান?
Ans: 1930 সালে চন্দ্রশেখর ভেঙ্কট রামন বিজ্ঞানে এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার পান।
▶️ চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশিয় নোবেল জয়ী কে?
Ans: প্রথম এশিয় হিসাবে চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেলজয়ী হলেন হরগোবিন্দ খোরানা।
✴️ এশিয়ার কোন মহিলা প্রথম নোবেল পুরষ্কার লাভ করেন?
Ans: মাদার টেরেজা প্রথম নারী যিনি নোবেল পুরষ্কার লাভ করেন।
✴️ অর্থনীতিতে প্রথম এশিয়ার কে নোবেল পুরষ্কার লাভ করেন?
Ans: অমর্ত্য সেন প্রথম এশিয়ান যিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন।
▶️ সবচেয়ে কম বয়সে কে নোবেল পুরস্কার লাভ করেন?
Ans: সবচেয়ে কম বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়স) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
Greatest Show on Earth অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য
ভারত ও ভারতীয় উপমহাদেশের নোবেল জয়ী
ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা
| ক্ষেত্র | প্রাপক | সময় |
|---|---|---|
| সাহিত্য | রবিন্দ্রনাথ ঠাকুর | 1913 |
| পদার্থবিদ্যা | চন্দ্রশেখর ভেঙ্কট রামন | 1930 |
| শান্তি | মাদার টেরিজা | 1979 |
| অর্থনীতি | অমর্ত্য সেন | 1998 |
| অর্থনীতি | কৈলাশ সত্যার্থী | 2014 |
ভারতীয় বংশোদ্ভূত নোবেল বিজয়ীদের তালিকা
| ক্ষেত্র | প্রাপক | সময় | নাগরিক |
|---|---|---|---|
| চিকিৎসা বিজ্ঞান | হরগোবিন্দ খোরানা | 1968 | U.S.A. |
| পদার্থবিদ্যা | সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর | 1983 | U.S.A. |
| রসায়নবিদ্যা | বেঙ্কটরামন রামকৃষ্ণন | 2009 | U.S.A. |
| অর্থনীতি | অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় | 2019 | U.S.A. |
✴️ প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
Ans: মেরি কুরি এবং একমাত্র মহিলা যিনি দুটি নোবেল পুরস্কার পেয়েছিলেন।
✴️নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোন দেশে প্রদান করা হয়? Ans: নরওয়ের অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
▶️ কোন নোবেল পুরস্কারটি Sveriges Riksbank (সুইডিশ ন্যাশনাল ব্যাংক) এর সুপারিশে প্রদান করা হয়?
Ans: অর্থনীতিতে নোবেল পুরস্কারটি Sveriges Riksbank (সুইডিশ ন্যাশনাল ব্যাংক) এর সুপারিশে প্রদান করা হয়
✴️ কোন নোবেল পুরষ্কারটিকে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার বলে অভিহিত করা হয়?
Ans: অর্থনীতিতে নোবেল পুরষ্কারটিকে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার বলে অভিহিত করা হয়।
✴️ প্রতিটি নোবেল পুরস্কার সর্বোচ্চ কতজন বিজয়ী ভাগ করে নিতে পারেন?
Ans: প্রতিটি নোবেল পুরস্কার সর্বোচ্চ তিনজন বিজয়ী ভাগ করে নিতে পারেন।
▶️ দুটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পেয়েছেন ?
Ans: দুটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এখনো পর্যন্ত দুইজন নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম জন মেরি কুরি যিনি পদার্থবিদ্যা ও রসায়নে এবং লিনাস পলিং যিনি রসায়ন ও শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন।
ভারতের সাথে কোনও না কোনও যোগসূত্র আছে এমন ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা
| ক্ষেত্র | প্রাপক | সময় | নাগরিক |
|---|---|---|---|
| চিকিৎসা বিজ্ঞান | রোনাল্ড রস | 1968 | U.k. (জন্ম – আলমোরা) |
| সাহিত্য | রুডইয়ার্ড কিপলিং | 1902 | U.K. (জন্ম – বোম্বাই) |
| শান্তি | দলাই লামা | 1989 | ভারত (জন্ম – চীন) |
| সাহিত্য | ভি. এস. নাইপল | 2001 | U.K. (ভারতীয় বংশোদ্ভূত) |
ভারতীয় উপমহাদেশের নোবেল বিজয়ীদের তালিকা
| ক্ষেত্র | প্রাপক | সময় | নাগরিক |
|---|---|---|---|
| পদার্থবিদ্যা | আব্দুস সালাম | 1979 | পাকিস্তান |
| শান্তি | ড. মুহাম্মদ ইউনূস | 2006 | বাংলাদেশ |
| শান্তি | মালালা ইউসুফজাই | 2014 | পাকিস্তান |
✴️ অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে?
Ans: অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯৬৯ সালে।
✴️ পিতা ও পুত্র একত্রে নোবেল পুরষ্কার পেয়েছেন কারা?
Ans: স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ এবং তার ছেলে উইলিয়ন লরেন্স ব্র্যাগ 1995 সালে একসাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন।
▶️ কোন দিনটি নোবেল পুরস্কার দিবস হিসাবে পালন করা হয়?
Ans: ১০ই ডিসেম্বর নোবেল পুরস্কার দিবস হিসাবে পালন করা হয়
✴️ সবচেয়ে বেশি বয়সে কে নোবেল পুরস্কার পান?
Ans: লিওনিড হারউইকজ সবচেয়ে বেশি বয়সে কে নোবেল পুরস্কার পান।
✴️আলফ্রেড নোবেল কত সালে মৃত্যু বরণ করেন?
Ans: আলফ্রেড নোবেল ১০ই ডিসেম্বর ১৮৯৬ সালে মৃত্যু বরণ করেন।
▶️ নোবেল পুরস্কার প্রাপকদের কী কী প্রদান করা হয়?
Ans: নোবেল পুরস্কার প্রাপকদের একটি স্বর্ণপদক, উদ্ধৃতি সহ একটি ডিপ্লোমা এবং নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ [11 মিলিয়ন সুইডিশ ক্রাউন ($1.1 মিলিয়ন)] প্রদান করা হয় যার পরিমাণ নোবেল ফাউন্ডেশনের আয়ের উপর নির্ভর করে।


Leave a Reply