Kanyashree Prakalp 2022 কন্যাশ্রী 2022
AIKYASHREE ।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS
প্রিয় ছাত্র ছাত্রী,
আমাদের ওয়েবসাইট prostuti2022.in -এ স্বাগত। আজকের পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এই পোস্ট থেকে কন্যাশ্রী প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া যাবে তা জানা যাবে।
অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ১৩-১৮ বছর বয়সের মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প।
কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalp 2022) ঃ
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে এবং ১৮ বছরের নীচে যাতে মেয়েদের বিবাহ না হয় এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার Kanyashree Prakalpa কন্যাশ্রী প্রকল্প চালু করেছে।
Kanyashree Prakalpa কন্যাশ্রী প্রকল্প-এর ভাগ
এই প্রকল্পের তিনটি ভাগ আছে। সেগুলি হলো ঃ-
1. কন্যাশ্রী ১ (K1)
2. কন্যাশ্রী ২ (K2)
3. কন্যাশ্রী৩ (K3)
Kanyashree Prakalpa 2000 কন্যাশ্রী 2022 এর প্রাপক ::
কন্যাশ্রী ১ (K1)
13 থেকে 18 বছর বয়সের স্কুল পড়ুয়া অবিবাহিত ছাত্রীরা এই Kanyashree Scheme এ আবেদন করতে পারবে।
কন্যাশ্রী২ (K2)
কন্যাশ্রী ২ এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 19 বছরের মধ্যে এবং তাকে অবিবাহিত হতে হবে।
কন্যাশ্রী ৩ (K3)
যে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর কোর্সে পড়ুয়া ছাত্রী।
আবেদন পদ্ধতি ::
কন্যাশ্রী ১ (K1) এবং কন্যাশ্রী২ (K2) এর ক্ষেত্রে ::
শিক্ষার্থীকে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।
কন্যাশ্রী ৩ (K3) এর ক্ষেত্রে
শিক্ষার্থীকে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। কন্যাশ্রী (K3) এর ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। কন্যাশ্রী (K3) স্কলারশিপের আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কন্যাশ্রী ২ (K2) এর ID থাকতে হবে।
Kanyashree Prakalpa 2022 কন্যাশ্রী 2022 এ কী কী যোগ্যতা লাগবে?
কন্যাশ্রী ১ (K1) প্রকল্পের জন্য ::
(i) পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
(ii) বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে।
(iii) পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে।
(iv) আবেদনকারীর অবিবাহিত হওয়া বাধ্যতামূলক।
(v) আবেদনকারীকে কোনও স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী হতে হবে।
Kanyashree ২ (K2) প্রকল্পের জন্য ::
(i) পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
(ii) বয়স 18 থেকে 19 বছরের মধ্যে হতে হবে।
(iii) আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
(iv) আবেদনকারীকে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ( বিজ্ঞান বা কলা বিভাগের ) ছাত্রী হতে হবে।
(v) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1,20.000 টাকা বা তার কম হতে হবে।
Kanyashree3 (K3) প্রকল্পের জন্য ::
(i) যে সমস্ত মেয়েরা কে টু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং পরে রেজিস্টার্ডও হয়েছেন, একমাত্র তাঁরাই কে থ্রি স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
(ii) এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারীকে যে কোনও কলেজ থেকে অন্তত ৪৫% নম্বর নিয়ে স্নাতক স্তর পাশ করতে হবে।
(iii) K3 প্রকল্পের জন্য বয়সের কোনও উর্দ্ধসীমা নেই।
*** আবেদনকারীর বয়স গণনা করা হবে চলতি বছরের 31 শে মার্চের ভিত্তিতে।

আবেদনের জন্য কী কী নথি লাগবে?
(i) আবেদনকারীর জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট।
(ii) আবেদনকারী যে অবিবাহিতা (K1 & K2), সেই ব্যাপারে একটি বিবৃতি বা প্রমাণপত্র পেশ করতে হবে আবেদনকারীর বাবা বা মা অথবা অভিভাবকের তরফ থেকে ।
(iii) আবেদনকারীর ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি।
(iv) ইনকাম সার্টিফিকেট
(v) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেঃ
আবেদনকারী যদি ৪০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী হন অথবা যদি তাঁর মা বা বাবার কেউই বর্তমান না থাকেন, সে ক্ষেত্রে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে যে গুলি প্রয়োজন
(a) আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট।
(b) আবেদনকারীর পিতা মাতা যদি অবর্তমান হন তাহলে তাদের মৃত্যুর প্রমাণপত্রসহ আবেদনকারীর আইনত অভিভাবকের বিষয়টি জানিয়ে একটি বিবৃতি পেশ করতে হবে।
Government Scholarship
- মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে আরও তথ্য জানতে হলে আমাদের পেজটি নিয়মিত ফলো করতে থাকো

বৃত্তি ::
| প্রকল্প | বৃত্তির পরিমাণ |
|---|---|
| কন্যাশ্রী ১ (K1) | বছরে 1000 টাকা |
| কন্যাশ্রী ২ (K2) | এককালীন 25000 টাকা |
| কন্যাশ্রী ৩ (K3) | বিজ্ঞানের ছাত্রীরা মাসে 2500 টাকা |
| কন্যাশ্রী ৩ (K3) | কলা বিভাগের ছাত্রীরা মাসে 2000 টাকা |
Kanyashree scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট
1. official website: CLICK HERE
2. official website: CLICK HERE
কিভাবে কন্যাশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করবে
How to check application status of Kanyashree Prakalpa
কন্যাশ্রী প্রকল্পের আবেদন স্ট্যাটাস চেক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
১. অথবা কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট wbkanyashree.gov.in ওপেন করতে হবে।
২. এতে একটি নতুন window খুলে যাবে।
৩. এরপর window এর উপরে Track Application (সার্চ সিম্বল যুক্ত) এই অপশনে ক্লিক করতে হবে । তাহলে একটি নতুন পেজ খুলে যাবে।
অথবা Track Application এ ক্লিক ক্রুন।
৪. সেখানে প্রথমে Year লেখা dropdown মেনু থেকে বছর সিলেক্ট করতে হবে (যেমন – 2022-2023)|
৫. তারপর একই ভাবে Type of Scheme লেখা dropdown মেনু থেকে অর্থাৎ K1 / Renewal বা K2 / Upgradation সিলেক্ট করতে হবে ।
৬.তারপর Application Id তে Application Id লিখতে হবে ।
(যদি Application Id ভুলে যান তবে নতুন Application Id এর জন্য Application Id এর নীচে click here এ ক্লিক করতে হবে। সেক্ষেত্রে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে form টি পূরন করে সাবমিট করলে আপনার Application Id পেয়ে যাবেন)
৭.পরবর্তীতে date of birth টি লিখতে হবে ।
৮. এবারে একটি ক্যাপচা দেওয়া থাকবে। তা সঠিক ভাবে লিখুন এবং তারপর Submit এ ক্লিক করলেই কন্যাশ্রী প্রকল্প-এর এপ্লিকেশন স্টেটাস দেখতে পাওয়া যাবে।
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship

- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড

- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility

- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply

- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply

- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply

- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply

- NABANNA নবান্ন Scholarship – How to apply

- Oasis Scholarship ওয়েসিস How to apply

- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply

- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree

- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree

- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE

















Leave a Reply