IMPORTANT DATES JULY & AUGUST
IMPORTANT DATES JULY & AUGUST
বিভিন্ন চাকরির পরীক্ষায় ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নে এই ধরনের বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিন নিয়ে প্রায়শই প্রশ্ন থাকে। আজকে আমরা জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক তারিখ নিয়ে আলোচনা করা হল। আশা করি এগুলো আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
এটি আমাদের জাতীয় ও আন্তর্জাতিক তারিখের উপর চতুর্থ প্রতিবেদন। প্রতিটি বিষয়ে আমরা আলাদা আলাদা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই সকল তথ্য আপনাদের কাজে লাগবে।
IMPORTANT DATES JULY & AUGUST
Important National and International Dates
JULY & AUGUST
জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহ
| 1st July | National Doctors Day |
| 2nd July | World UFO Day World Sports Journalist Day |
| 3rd July | International Plastic Bag Free Day |
| 6th July | World Zoonoses day |
| 7th July | World Chocolate Day |
| 10th July | Global Energy Independence Day promotes awareness for alternative forms of energy. |
| 11th July | World Population Day |
| 12th July | World Paper Bag Day National Simplicity Day |
| 15th July | World Youth Skills Day |
| 17th July | World Emoji Day World Day for International Justice |
| 18th July | Nelson Mandela International Day |
| 20th July | World Chess Day |
| 23rd July | National Broadcasting Day |
| 24th July | National Cousin Day Income Tax Day |
| 26th July | Kargil Vijay Diwas |
| 28th July | World Hepatitis Day World Nature Conservation Day |
| 29th July | International Tiger day |
| 30th July | International Friendship Day |
| 31th July | Income Tax Return Day World Ranger Day |
JULY
জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের বিস্তারিত বর্ণনা
▶️1st July National Doctors’ Day ‘জাতীয় চিকিৎসক দিবস’ দিনটি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়।
▶️2nd July World Sports Journalist Day ১৯২৪ সালের এই দিনে প্যারিস অলিম্পিকের সময় ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়।
▶️3rd July International Plastic Bag Free Day পরিবেশ দূষণের জন্য দায়ী উপাদান গুলির মধ্য অন্যতম হল প্লাস্টিক। এই উপাদান মানব সভ্যতাকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিলেও, উল্টো দিকে যোগ করেছে ভয়াবহ সব ঝুঁকি। আজ বিশ্বে দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক বা প্লাস্টিকজাত সামগ্রী। পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পদক্ষেপ করেছে বিশ্বের একাধিক দেশ। যার মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগও (Single Use Plastic Bag). এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস (International Plastic Bag Free Day)।
▶️প্রতিবছর 6ই জুলাই বিশ্বজুড়ে বিশ্ব সংক্রামক দিবস (World Zonoses Day) দিবস পালন করা হয়। জুনোসিস হল একটি সংক্রামক রোগ যা প্রাণী থেকে মানুষে (বা মানুষ থেকে প্রাণীতে) ছড়িয়ে পড়ে।বিখ্যাত ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দের ৬ই জুলাই সফলভাবে রেবিস ভাইরাসের দ্বারা সৃষ্ট জলাতঙ্ক রোগের প্রথম টিকা তৈরি করেন। বিশ্ব জুনোসেস দিবসের লক্ষ্য হল জুনোটিক রোগের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে মানুষকে শিক্ষিত করা, প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচার করা।
▶️11th July World Population Day দ্রুত বাড়ছে জনসংখ্যা। তার ভালো-মন্দ এবং অন্যান্য দিকগুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালন করা হয়। এই বছরের থিম হল ‘৮ বিলিয়নের বিশ্ব: সকলের জন্য একটি স্থিতিস্থাপক ভবিষ্যৎ’।
▶️20thJuly World Chess Day বিশ্ব দাবা দিবসে সারা বিশ্বে এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই দিনে International Chess Federation (FIDE) প্রতিষ্ঠিত হয়।
▶️26th July Kargil Vijay Diwas প্রতি বছর ২৬ জুলাই, কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। ভারত ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে, এই ঐতিহাসিক দিনটিতে।
▶️29th July International Tiger Day বাঘের জনসংখ্যা ক্রমাগত হ্রাসে হচ্ছে আর এই সচেতনতা ছড়িয়ে দিতে ‘বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ স্লোগান সামনে রেখে এই বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালন করা হয়।
▶️

SEPTEMBER ও OCTOBER মাসের কোণ কোণ দিনগুলি গুরুত্বপূর্ণ তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
IMPORTANT DATES JULY &
AUGUST
আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহ
| 1st August | World Wide Web Day World Breastfeeding Day |
| 6th August | Hiroshima Day |
| 7th August | Happy Friendship Day National Handloom Day |
| 9th August | Nagasaki Day Happy International Day |
| 12th August | International Youth Day World Elephant Day |
| 13th August | International Left Hander’s Day |
| 15th August | Independence Day in India |
| 19th August | World Photography Day |
| 20th July | |
| 21th August | World Senior Citizen Day |
| 20th August | National Unity Day World Mosquito Day |
| 23rd August | National Space Day |
| 26th August | Women’s Equality Day International Dog Day |
| 29th August | National Sports Day |
| 30th August | Small Industry Day |
IMPORTANT DATES JULY &
AUGUST
আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের বিস্তারিত বর্ণনা
▶️1st August World Wide Web Day Webব্যবহার করে মানুষের বিভিন্ন তথ্য সংগ্রহ করার ক্ষমতাকে সন্মান জানানো হয় এই দিনটিতে।
▶️6th August Hiroshima Day দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালের 6ই অগস্ট জাপানের হিরোশিমায় ফেলা হয়েছিল প্রথম পরমাণু বোমা (লিটল বয়)। নিমেষে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল গোটা শহর। সেই ভয়াবহতাকে স্মরণ করতেই প্রতিবছর 6ই অগস্ট দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়।
▶️9th August Nagasaki Day 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা হামলার পর ঠিক তিন দিনের মাথায় দ্বিতীয় দফায় 9 আগস্ট আবারও নারকীয় হামলায় মেতে ওঠে মার্কিন সেনাবাহিনী এবং জাপানের নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা (ফ্যাটম্যান) নিক্ষেপ করে। তাদের এই মিশনের নাম দেওয়া হয় ‘অপারেশন সেন্টার বোর্ড টু’।
▶️21th August World Senior Citizen Day প্রতি বছর 21 অগস্ট সারা বিশ্বে এই দিনটি পালিত হয়। বয়স্ক মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করে এমন সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।
▶️23rd August National Space Day 2023 সালের 23শে আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে তথা চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখার দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস National Space Day হিসেবে ঘোষণা করা হয়।এই দিনটিতে চন্দ্রযান ৩ এ করে ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করায়। যে জায়গায় রোভার প্রজ্ঞান অবতরণ করে তার নাম দেওয়া হয় “শিবশক্তি” পয়েন্ট যা পরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা I.A.U. অনুমোদন করে।
▶️29th August National Sports Day প্রতিবছর 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় । এই দিনেই জন্ম গ্রহণ করেছিলেন হকির জাদুকর ধ্যানচাঁদ । তার জন্মদিনকে স্মরণ করেই তাকে শ্রদ্ধা জানাতে 29 সে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।
▶️30th August National Unity Day or Rashtriya Ekta Diwas রাষ্ট্রীয় একতা দিবস (National Unity Day) হল ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ভারত সরকারের সূচনা করা একটি দিবস। প্রতি বছর ৩১ অক্টোবর অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়।
আমরা আমাদের দেওয়া তথ্য নিয়মিত আপডেট করে থাকি। তা সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কোন ভুল থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা তৎক্ষণাৎ তা আপডেট করে দেবো


Leave a Reply