HS 2025 Mathematics Solution
উচ্চ মাধ্যামিক ২০২৫ গণিত প্রশ্নপত্রের সমাধান
HS 2025 Mathematics Solution
উচ্চ মাধ্যামিক ২০২৫ গণিত প্রশ্নপত্রের সমাধান
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×10=10
(i) যদি a★b = a² + b² ∀ a,b∈ N হয় তবে (4★5) ★3-এর মান হবে – (A) 50 (B) 60 (C) 1230 (D) 1690
Ans: (D) 1690
[(4★5) ★3
= (42 + 52) ★3
= (16 + 25) ★3
⇒ 41 ★3 = 412 + 32
= 1681 + 9 = 1690]
(ii) যদি tan-1x + tan-1y = 4π/5 হয় তবে cot-1x + cot-1y -এর মান হবে – (A) π (B) 3π/5 (C) 2π/5 (D) π/5
Ans: (D) π/5
[tan-1x + tan-1y = 4π/5
= π/2 – cot-1x + π/2 – cot-1y = 4π/5
= π – cot-1x – cot-1y = 4π/5
⇒ cot-1x + cot-1y = π – 4π/5
= cot-1x + cot-1y = π/5]
HS 2025 Mathematics Solution
উচ্চ মাধ্যামিক ২০২৫ গণিত প্রশ্নপত্রের সমাধান
HS 2025 Mathematics Solution
এর মান হবে – (A) 1/24 (B)1/5 1(C) – √24 (D) 1/√24
Ans: (D) 1/√24
HS 2025 Mathematics Solution
(vi) dy/dx = ex+y অবকল সমীকরণটির সাধারণ সমাধান হবে – (A) ex + ey = c (B) ex + e-y = c (C) e-x + ey = c (D) e-x + e-y = c
Ans: (D) e-x + e-y = c
[ dy/dx = ex+y
⇒ dy/dx = ex . ey
⇒ ∫exdx = ∫dy/ey
বা, ex = e-y /-1 + c
⇒ ex = – e-y + c
⇒ ex + ey = c]
(vii) যদি ।ā। = 4, ।b̄। = 2√3 এবং ।ā×b̄। = 12 হয়, তবে ā এবং b̄ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে – (A) π/3 (B) π/6 (C) π/4 (D) π/2
Ans: (A) π/3
[ ।ā×b̄। = 12
∵ ।ā×b̄। =।ā। ।b̄। sinθ
∴ 12 = 4 . 2√3 sinθ – – – [θ দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ]
⇒ 2√3 sinθ = 3
⇒ sinθ = √3/2 = sinπ/3
∴ θ = π/3]
(viii) যে বিন্দুতে সরলরেখা (x+3)/-1 = (y-2)/3 = (z+2)/2 xy-সমতলকে ছেদ করে তার স্থানাঙ্ক হলো – (A) (0,-5,0) (B) (-4,5,0) (C) (-4,0,0) (D) (4,5,0)
Ans: (B) (-4,5,0)
[(x+3)/-1 = (y-2)/3 = (z+2)/2 = t(ধরি)
∴ সরলরেখার উপর যেকোনো বিন্দুর স্থানাঙ্ক (-t-3, 3t+2, 2t-2)
সরলরেখাটি xy-সমতলকে ছেদ করে।
∴ বিন্দুটির z -এর স্থানাঙ্ক 0 হবে,
∴ 2t-2 = 0
বা, t = 1
∴ বিন্দুটির স্থানাঙ্ক (-1-3, 3.1+2, 2.1-2) বা, (-4, 5, 0)]
বিভিন্ন সরকারি স্কলারশিপগুলি সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করো ।
(ix) দুটি ঘটনা A ও B-এর সম্ভাবনা যথাক্রমে 0.25 এবং 0.50 এবং A ও B ঘটনাদুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা 0.14, তখন A ও B উভয়েই না হওয়ার সম্ভাবনা হবে(A) 0.39 (B) 0.25 (C) 0.11 (D) 0.30
Ans: (A) 0.39
[P(A)= 0.25; P(B)= 0.50; P(A∩B)= 0.14;
∴ P(A∪B)= P(A)+P(B)-P(A∩B)
= 0.25 +0.50-0.14
=0.61
∴ P(A∪B)c= 1 – P(A∪B)
= 1 – 0.61 = 0.39]
(x) X যদৃচ্ছ চল হলে var(5X+3)-এর মান হবে (A) 5var(X) (B) 25var(X) (C) 5var(X) + 3 (D) 5var(X)
Ans:(B) 25var(X)
[ var(5X+3)= 52Var(X) – – -[∵ Var(aX+b)= a2Var(X)]
বা, var(5X+3)= 25var(X)]
(দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলি)
2. (a) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 2×1=2
(i) মনে করো, ℝ সকল বাস্তব সংখ্যাার সেট এবং সকল x ∈ ℝ – এর জন্য f : ℝ→ℝ চিত্রন f(x) = ax + 3 দ্বারা সংজ্ঞাত। যদি f ০ f = Iℝ হয়, এখানে Iℝ অভেদ (identity) অপেক্ষক, তবে a -এর মান নির্ণয় করো।
Solution:
f(x) = ax + 3
f ০ f = Iℝ
বা, f ০ f(x) = Iℝ(x)
বা, f {ax + 3} = x
⇒ a(ax + 3) + 3 = x
বা, a2x + 3a + 3 = x
এটি একটি অভেদ।
∴ a2 = 1 বা, a = ± 1
আবার, 3a + 3 = 0 বা, a = -1
Ans: a -এর মান -1
(ii) যদি sin-1x = tan-1y হয় তবে দেখাও যে, 1/x2 – 1/y2 = 1
Solution:
sin-1x = tan-1y
⇒ tan-1 x/√(1 – x2) = tan-1y
⇒ x/√(1 – x2) = y
বা, x2/1 – x2 = y2
⇒ (1 – x2)/x2 = 1/y2
⇒ 1/x2 – 1 = 1/y2
∴ 1/x2 + 1/y2 = 1 (Proved)
(b) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
Solution:
ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে যদি নির্নায়ক শূন্য হয়।
⇒ 1(kω – 1) – ω(ω2 – k) + k(ω – k2) = 0
⇒ kω – 1 – ω3 + kω + kω – k3 = 0
বা, 3kω – 2 – k3 = 0
বা, 3kω – 2 – k3 = 0
⇒ 3kω – 3 – (k3 – 1) = 0
⇒ 3kω – 3 – (k3ω3 – 1) = 0 . . . [∵ ω3 – 1]
বা, 3(kω – 1) – {(kω)3 – (1)3}(ω2 + ω + 1) = 0
বা, 3(kω – 1) – (kω – 1)(k2ω2 + kω + 1) = 0
⇒ (kω – 1)(3 – k2ω2 – kω – 1) = 0
⇒ (kω – 1)(2 – k2ω2 – kω) = 0
∴ হয় (kω – 1) = 0
বা, k = 1/ω
বা, k = ω3/ω = ω2
নতুবা, (2 – k2ω2 – kω) = 0
বা, k2ω2 + kω – 2 = 0
Ans: k – এর মান ω2 , ω2 , -2ω2
বা, x = – (a + b + c) (Proved)
(c) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: 2×3=6
(i) f(x) = x2/|x|; x ≠ 0
= 0, x = 0
x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত কিনা পরীক্ষা করে দেখো।
Solution:
f(x) = x2/x = x যখন x>0
= x2/-x = -x যখন x<0
= 0 যখন x=0
limx→0+ f(x)
= limx→0+ x = 0
limx→0- f(x)
= limx→0- -x = 0
f(x) = 0
∴ limx→0+ f(x) = limx→0- f(x) = 0
∴ x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত।
(ii) y = tan-1(secx + tanx) হলে x = π/4 বিন্দুতে d2y/dx2 -এর মান নির্ণয় করো।
(iii) পরীক্ষা করে দেখো f(x) = cotx অপেক্ষকটি যেখানে x ∈ [-π/2,π/2], Roll -এর উপপাদ্যটি সিদ্ধ করে কিনা।
Solution:
∵ cot0 -এর মান অসংজ্ঞাত,
∴ f(x) = cotx অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত নয়।
আবার, x = 0 ∈ [-π/2,π/2];
∴ x ∈ [-π/2,π/2] বিস্তারে f(x) অপেক্ষকটি সন্তত এই শর্ত সিদ্ধ হয় না।
∴ f(x) = cotx (যখন x ∈ [-π/2,π/2]) অপেক্ষকটি Roll -এর উপপাদ্যটি সিদ্ধ করে না।
(iv) যদি f(x) + f(a – x) = k (ধ্রুবক) তাহলে 0∫a f(x)dx -এর মান নির্ণয় করো।
Solution:
∵ 0∫a f(x) dx = 0∫a f(a – x) dx
∴ f(x) + f(a – x) = k
⇒f(x) + f(x) = k
⇒2f(x) = k
∴ f(x) = k/2
0∫a f(x)dx = 0∫a k/2 dx
= [k/2 x]0a
= k/2 a – 0 = ka/2 (Ans)
(v) y = sinx বক্রের যে অঞ্চল x = 0, x = π কোটিদ্বয় এবং x-অক্ষ দ্বারা সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো।
Solution:
y = sinx
x = 0, x = π কোটিদ্বয় এবং x-অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল
= OABO অঞ্চলের ক্ষেত্রফল
= 0∫π y dx
⇒ 0∫π sinx dx
⇒ [-cosx]0π
= -cosπ + cos0
= -(-1) + 1 = 1 + 1 = 2
(vi) প্রদত্ত সমীকরণটির a ও b ধ্রুবক দুটি অপনয়ন করে অবকল সমীকরন নির্ণয় করো: y = ex(a + bx2)
Solution:
y = ex(a + bx2)
⇒ e-xy = a + bx2
x -এর সাপেক্ষে অবকল করে পাই,,
(d) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 2×1=2
ধরি, ĀB̄ = ā এবং B̄C̄ = b̄
∴ ĀD̄ = 2b̄
△ABC থেকে পাই,
ĀC̄ = ĀB̄ + B̄C̄ = ā + b̄
আবার △ACD থেকে পাই,
ĀC̄ + C̄D̄ = ĀD̄
বা, C̄D̄ = ĀD̄ – ĀC̄
বা, C̄D̄= 2b̄ – ā – b…..[∵ ĀD̄ = 2B̄C̄]
∴ C̄D̄ = b̄ – ā
B̄E = 2.C̄D̄ =2(b̄ – ā)=2b̄ – 2ā
∴EB̄ =2ā – 2b̄
FC̄ = 2ED̄ = 2AB̄ = 2ā
∴ ĀD̄ + EB̄ + FC̄
= 2b̄ + 2ā – 2b̄ + 2ā
= 4ā = 4ĀB̄
ĀD + EB̄ + FC̄=4ĀB̄…. (Proved)
(ii) x – 2/a = y + 3/6 = z – 2/5 এবং x + 2/3 = y – 1/2a = z + 3/5 দুটি প্রদত্ত সরলরেখা। a-এর কোন্ মানগুলির জন্য
(a) সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে এবং
(b) সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে?
Solution:
প্রদত্ত সরলরেখা দুটির দিক্ অনুপাতে সমূহ যথাক্রমে a, 6, 5 এবং 3, 2a, 5
(a) সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যদি
a×3 + 6×2a + 5×5 = 0 হয়।
বা, 15a + 25 = 0 হয়।
বা, a = -25/15 = -5/3 হয়।
Ans: a = -5/3 হলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে।
(b) সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি
a/3 = 6/2a = 5/5 হয়।
∴ a/3 = 6/2a
বা, a2 = 9
বা, a = ±3
আবার a/3 = 5/5
বা, a = 3
Ans: a = 3 হলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে।
(e) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 2×1=2
(i) যদি A ও B দুটি ঘটনা এবং P(A∪B) = 5/6, P(A∩B) = 1/3 এবং P(Bc) = 1/2 হয়, তবে প্রমাণ করো যে, A ও B স্বাধীন ঘটনা।
Solution:
P(A∪B) = 5/6, P(A∩B) = 1/3 এবং P(Bc) = 1/2
∴ P(B) = 1 – P(Bc) =1 – 1/2 = 1/2
∵ P(A∪B) = P(A) + P(B) – P(A∩B)
∴ 5/6 = P(A) + 1/2 – 1/3
বা, P(A) = 5/6 – 1/2 + 1/3
বা, P(A) = 5-3+2/6 = 4/6 = 2/3
P(A)×P(B) = 2/3×1/2 = 1/3 = P(A∩B)
∴ A ও B স্বাধীন ঘটনা। (প্রমানিত)
(ii) একটি যদৃচ্ছ চল X -এর সম্ভাবনা বিভাজন হল নিম্নরূপ:
| X | 0.5 | 1 | 1.5 | 2 |
| P(x) | K | K2 | 2K2 | K |
তাহলে P(x≤1.5) – এর মান নির্ণয় করো।
Solution:
∑P(x) = 1
∴ K + K2 + 2K2 + K = 1
⇒ 3K2 + 2K – 1 = 0
⇒ (3k – 1)(k + 1) = 0
∴ k = 1/3 বা, k = -1 (অসম্ভব)
∴ P(x≤1.5) = K + K2 + 2K2
= 3K2 + K= 3(1/3)2 + 1/3 = 1/3 + 1/3 = 2/3 (Ans)
HS 2025 Mathematics Solution
3.(a) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 4×1=4
(i) ধরা যাক A হলো একটি সমতলের সমস্ত সরলরেখার সেট।একটি সম্বন্ধ R এরূপভাবে সংজ্ঞাতে যেখানে R = {(x,y): x, y পরস্পর লম্ব, x, y ∈ A} পরীক্ষা করে বল উপরের সম্বন্ধ R স্বসম, প্রতিসম বা সংক্রমণ হয় কিনা।
Solution:
R = {(x,y): x, y পরস্পর লম্ব, x, y ∈ A}
স্বসমতাঃ
ধরি a ∈ A এবং (a, a) ∈ R
কোনো সরলরেখা তার নিজের উপর লম্ব হতে পারে না।
∴ (a, a) ∉ R ∀ a ∈ A
∴ A সেটের ওপর R সম্বন্ধটি স্বসম নয়।
প্রতিসমতাঃ
ধরি a, b ∈A এবং (a, b) ∈ R
a, b পরস্পর লম্ব।
⇒ b, a পরস্পর লম্ব অর্থাৎ (b, a) ∈ R
∴ (a, b) ∈ R ⇒ (b, a) ∈ R ∀ a, b ∈ A
∴ A সেটের ওপর R সম্বন্ধটি প্রতিসম।
সংক্রমণতাঃ
ধরি a, b, c ∈ A এবং (a, b) ∈ R ও (b, c) ∈ R
∴ a ⊥ b এবং b ⊥ c
একই সরলরেখার উপর অঙ্কিত লম্ব সরলরেখাসমূহ পরস্পর সমান্তরাল হয়।
∴ a ও b পরস্পর লম্ব নয় অর্থাৎ (a, b) ∉ R
∴ A সেটের ওপর R সম্বন্ধটি সংক্রমণ নয়।
A সেটের ওপর R সম্বন্ধটি প্রতিসম কিন্তু স্বসম বা সংক্রমণ নয়।
(b) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়): 4×2=8
Solution:
L.H.S.
F(x).F(y)
২০২৫ উচ্চ মাধ্যামিক গণিত প্রশ্নপত্রের সমাধান
অথবা
∴ A-1 -এর অস্তিত্ব আছে।
∴ (AT)-1 -এর অস্তিত্ব আছে।
= (a + b)(b + c)[(a + b + c)(1 – 1) -(-c)(1 + 1) + (-b)(-1 – 1)]
= (a + b)(b + c)[0 +2c +2b]
⇒ (a + b)(b + c)2(a + c)
⇒ 2(a + b)(b + c)(c + a) = R.H.S (Proved)
ক্রেমার -এর নিয়ম অনুসারে সমাধান করো:
1/x + 1/y + 1/z =1; 2/x + 5/y + 3/z = 0; 1/x + 2/y + 4/z = 3
Solution:
1/x + 1/y + 1/z =1;
2/x + 5/y + 3/z = 0;
1/x + 2/y + 4/z = 3
ক্রেমার -এর নিয়ম অনুসারে প্রদত্ত সমীকরণত্রয়ের সমাধান হল-
Ans: x = 1: y= -1; z = 1
(c) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়): 4×4=16
(i) যদি f(x) = {3ax + b, x>1-এর জন্য
11, x=1-এর জন্য
5ax - 2b, x<1-এর জন্য
এবং অপেক্ষকটি x= 1 বিন্দুতে সন্তত হয়, তবে a ও b -এর মান নির্ণয় করো। 3
Solution:
f(x) = { 3ax + b, x>1-এর জন্য
11, x=1-এর জন্য
5ax - 2b, x<1-এর জন্যlimx→1+ f(x) = limx→1+ 3ax + b = 3a + b
limx→1- f(x) = limx→1- 5ax – 2b = 5a – 2b
f(1) = 1
x = 1 বিন্দুতে f(x) সন্তত।
∴ limx→1+ f(x) = limx→1- f(x) = f(1) = 1
13a + b = 5a – 2b = 1
∴ 13a + b = 11…..…. (i)
5a – 2b = 11….….(ii)
(ii )×2 + (ii) করে পাই,,
6a + 2b = 22
5a – 2b = 11
_________
বা, 11a = 33
বা, a = 3
(i)থেকে পাই,
3×3 +b = 11
বা, b = 2
Ans: a ও b -এর মান যথাক্রমে 3 এবং 2
অথবা
2x = y1/m + y-1/m হলে দেখাও যে ( 1 – x2)d2y/dx2 – x dy/dx + m2y = 0 যেখানে m (≠0) একটি ধ্রুবক।
Solution:
2x = y1/m + y-1/m …… (i)
( y1/m – y-1/m)2 = ( y1/m + y-1/m)2 – 4×y1/m×y-1/m
বা, ( y1/m – y-1/m)2 = (2x)2 – 4
বা, ( y1/m – y-1/m)2 = 4x2 – 4
∴ y1/m – y-1/m = 4x2 – 4
উভয় দিকে log নিয়ে পাই,
উভয় দিকে x -এর সাপেক্ষে অবকলন করে পাই,
পুনরায় x -এর সাপেক্ষে অবকলন করে পাই,
অথবা
ধরি, x + 1 + 1/x = z2
∴ (1 – 1/x2 )dx = 2z dz
ধরি, h = 1/n
∵ n → ∞
∴ h → 0
ধরি 1 + x3 = z
∴ 3x2 dx = dz
| x | 0 | 1 |
| z | 1 | 2 |
অথবা
যদি f(x) = f(a+x) হয়, তবে প্রমাণ করো যে a∫a+t f(x)dx -এর মান a নিরপেক্ষ।
ধরি, z = x - a
∴ dx = dz
x = z + a
x=a, z=0;
x=a+t z=t;
I= a∫a+t f(x)dx
= 0∫t f(z+a)dz
= 0∫t f(z)dz ....[∵f(x)=f(a+x)]
= 0∫t f(z)dz ....[a∫bf(x)=a∫bf(z)]
a∫a+t f(x)dx-এর মান a নিরপেক্ষ।
(iv) সমাধান করো : e-y sec2ydy = dx + x dy
Solution:
e-y sec2ydy = dx + x dy
⇒ dx + x dy = e-y sec2ydy
⇒ dx/dy + x = e-y sec2y
এটি x -এর একমাত্রিক অবকল সমীকরন (dx/dy + P.x = Q)
এখানে P = 1
∴ সমাকলন গুনক = e∫1.dy = ey
উভয় দিকে সমাকলন গুনক ey দিয়ে গুন করে পাই,
ey dx/dy + ey x = ey.e-y sec2y
⇒ ey dx/dy + ey x = sec2y
⇒ d(ey x) =∫ sec2y dy + C… [C=সমাকলন ধ্রুবক]
∴ xey = tany + C.
অথবা
সমাধান করো : x2(xdx + ydy) + 2y(xdy – ydx)= 0.
(d) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1=4
(i) যদি A(3,2,1), B(4,x,5), C(4,2,-2) এবং D( 6,5,-1) বিন্দু চারটি একই সমতলে হয়, তবে x -এর মান নির্ণয় করো।
⇒ 1(2 – x + 21) – (x – 2)(0 + 14) + 4(0 – 4 + 2x) = 0
⇒ 23 – x – 14x + 28 -16 + 8x = 0
বা, -7x + 35 = 0
বা, -7x = -35
∴ x = 5
Ans: x -এর মান 5
(ii) ABC ত্রিভুজের ভরকেন্দ্র G হলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো, ḠĀ + ḠB̄ + ḠC̄ = 0̄
Solution:
ধরি, মূলবিন্দু সাপেক্ষ A, B, C এবং G বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ā, b̄, c̄ ও ḡ
G হল △ABC -এর ভরকেন্দ্র।
∴ ḡ = (ā + b̄ + c̄)/3
⇒ 3ḡ = ā + b̄ + c̄
L.H.S.
= ḠĀ + ḠB̄ + ḠC̄
= ā – ḡ + b̄ – ḡ + c̄ – ḡ
⇒ ā + b̄ + c̄ – 3ḡ
⇒ ā + b̄ + c̄ – ā – b̄ – c̄
= 0̄ = R.H.S.
∴ ḠĀ + ḠB̄ + ḠC̄ = 0̄ (Proved)
(e) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 4×1=4
(i) তিনটি থলিতে যথাক্রমে 3 টি সাদা বল ও 2 টি লাল, 7 টি সাদা ও 3 টি লাল এবং 5 টি সাদা ও 3 টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো। তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত?
Solution:
ধরি, প্রথম দ্বিতীয় ও তৃতীয় থলি নির্বাচনের ঘটনা যথাক্রমে A, B এবং C
∴ P(A) = P(B) = P(C) = 1/3
নির্বাচিত বলটি সাদা হওয়ার ঘটনা X দ্বারা সূচিত হলে,
P(X/A) = 3/5; P(X/B) = 7/10; P(X/C) = 5/8
∴ সাদা বল তোলার সম্ভাবনা P(X)
= P(A).P(X/A) + P(B).P(X/B) + P(C).P(X/C)
= 1/3×3/5 + 1/3×7/10 + 1/3×5/8
⇒ 1/3(3/5 + 7/10 + 5/8)
⇒ 1/3×(24+28+25)/5
= 1/3×77/40 = 77/120
Ans: তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা 77/120
(ii) একটি মেয়ে একটি ছক্কা ছুঁড়লো। যদি সে 1 বা 2 পায় তখন সে একটি মুদ্রা তিনবার টস্ করে এবং টেলের সংখ্যা লিখে রাখে। যদি সে 3, 4, 5 বা 6 পায় তখন সে একটি মুদ্রা এক বার টস করে এবং হেড্ বা টেল যা পড়লো সেটা লিখে রাখে। যদি তার কেবলমাত্র একটি টেল্ পড়ে, তাহলে ছক্কা ছোঁড়ার সময় 3, 4, 5 বা 6 পড়ার সম্ভাবনা কত?
Solution:
ধরি, A = ছক্কায় 1 বা 2 পড়ার ঘটনা সূচিত হয়।
B = ছক্কায় 3, 4, 5 বা 6 পড়ার ঘটনা সূচিত হয়।
X = মুদ্রা টস করলে কেবলমাত্র একটি টেল পড়ার ঘটনা সূচিত হয়।
∴ P(A) = 2/6 = 1/3
P(B) = 4/6 = 2/3
তিনবার টস করলে নমুনা বিন্দুর সংখ্যা হয় 23 = 8
∴ P(X/A) = 3c1/8 = 3/8
একবার টস করলে নমুনা বিন্দুর সংখ্যা হয় 2
∴ P(X/B) = 1/2
∴ Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-
4. (a) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 5×2=10
(i) ‘k’ -এর কোন্ মানগুলির জন্য x = y2 এবং xy = k বক্র দুটি পরস্পর সমকোণে ছেদ করে?
Solution:
ধরি, বক্র দুটি পরস্পরকে (p, q) বিন্দুতে সমকোণে ছেদ করে।
x = y2 এবং xy = k
x-এর সাপেক্ষে অবকলন করে পাই,
1 = 2y dy/dx
বা, dy/dx = 1/2y
∴ [dy/dx](p,q) = 1/2q
আবার
.y + x.dy/dx = 0
বা, dy/dx = – y/x
∴ [dy/dx](p,q) = –q/p
∵ বক্র দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে।
∴ (p, q) বিন্দুতে বক্র দুটির প্রবনতার গুনফল হবে (-1)
∴ 1/2q×(-q/p) = -1
বা, 1/2p = 1
বা, p = 1/2
আবার x = y2
বা, p = q2
বা, 1/2 = q2
∴ q = ±1/√2
xy = k সমীকরণ থেকে পাই,
pq = k
⇒ 1/2×(±1/√2) = k
∴ k = ±1/2√2
Ans: ‘k’ -এর মান ±1/2√2
(ii) দেখাও যে, x3 + 1/x3 অপেক্ষকের চরম মান তার অবম মানের থেকে ক্ষুদ্রতর।
Solution:
ধরি, y = x3 + 1/x3 = x3 + x-3
x-এর সাপেক্ষে অবকলন করে পাই,
dy/dx = 3x2 – 3x-4
পুনরায় x-এর সাপেক্ষে অবকলন করে পাই,
d2y/dx2 = 6x + 12x-5
চরম বা অবম মানের জন্য dy/dx = 0 হবে।
∴ 3x2 – 3x-4 = 0
বা, x2 = 1/x4
বা, x6 = 1
⇒ x6 – 1 = 0
⇒(x3 + 1)(x3 – 1) = 0
∴ x = -1; x = 1
[d2y/dx2]x= -1
= 6.(-1) + 12(-1)-5
= -6 -12 = -18<0
∴ x = -1 -এ y-এর চরম মান থাকবে।
[d2y/dx2]x= 1
= 6.1 + 12(1)-5
= 6 +12 = 18>0
∴ x = 1 এ y-এর অবম মান থাকবে।
চরম মান = (-1)3 + 1/(-1)3 = -1 – 1 = -2
অবম মান = (1)3 + 1/(1)3 = 1 + 1 = 2
∴ অপেক্ষকটির চরম মান(-2) তার অবম মানের(2) থেকে ক্ষুদ্রতর। (Proved)
ধরি, cosα + cotx sinα = z
∴ 0 + – sinα.cosec2x dx = dz
⇒cosec2x dx = – dz/sinα
(iv) সমাধান করো: xdy/dx – y =xtany/x; প্রদত্ত y = π/2 যখন x= 1
Solution:
xdy/dx – y = xtany/x
⇒ dy/dx – y/x = tany/x …. (i)
ধরি y = vx
x-এর সাপেক্ষে অবকলন করে পাই,
dy/dx = v + x dv/dx
…. (i) নং -এ dy/dx -এর মান বসিয়ে পাই,
∴ v + xdv/dx – v = tanv
⇒ xdv/dx = tanv
⇒ dv/tanv = dx/x
বা, cotv dv = dx/x
বা, ∫ cotv dv = ∫dx/x
⇒ log| sinv | = log| x | + log| c |…. [C= সমাকল ধ্রুবক]
⇒ log| sinv | = log| xc |
বা, |sinv| = |x|c
বা, siny/x = |x|c…. (ii)
x = 1, y = π/2 হলে,
sinπ/2 = |1|×c
বা, 1 = c
∴ c = 1
(ii) নং থেকে পাই,
siny/x = |x|×1
বা, siny/x = ±x
Anx: নির্ণেয় সমাধান ঃ
siny/x = ±x
(b) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5×1=5
(i) তিনটি একক ভেক্টর α, β, γ যদি α + β + γ = 0 শর্ত সিদ্ধ করে, তবে প্রমাণ করো, α.β + β.γ +.α = – 3/2 . উপরন্ত পরীক্ষা করে দেখো যে γ ভেক্টরটি α ও β ভেক্টর দ্বয়ের উপর লম্ব হওয়া সম্ভব কিনা। 3+2
Solution:
ᾱ, β̄ ও γ একক ভেক্টর।
∴ |ᾱ| = |β̄| = |γ| = 1
∵ ᾱ + β̄ + γ = 0
বা, (ᾱ + β̄ + γ)2 = (0)2
বা, ᾱ2 + β̄ 2 + γ2 + 2(ᾱ.β̄ + β̄.γ + γ.ᾱ) = 0
⇒ |ᾱ|2 + |β̄ |2 + |γ|2 + 2(ᾱ.β̄ + β̄.γ + γ.ᾱ) = 0
বা, 1 + 1 + 1 + 2(ᾱ.β̄ + β̄.γ + γ.ᾱ) = 0
বা, 2(ᾱ.β̄ + β̄.γ + γ.ᾱ) = -3
∴ ᾱ.β̄ + β̄.γ + γ.ᾱ = -3/2 (Proved)
∵ ᾱ + β̄ + γ = 0
বা, γ(ᾱ + β̄ + γ) = γ.0
বা, γ.ᾱ + γ.β̄ + γ2 = 0
⇒ γ.ᾱ + γ.β̄ + 12 = 0
বা, γ.ᾱ + γ.β̄ = -1 … (i)
যদি γ, ᾱ ও β̄ -এর উপর লম্ব হয়, তবে γ.ᾱ = 0 এবং β̄.γ = 0 হবে।
∴ γ.ᾱ + γ.β̄ = 0 + 0 = 0
কিন্তু γ.ᾱ + γ.β̄ = -1… [(i) থেকে]
∴ γ ভেক্টরটি ᾱ ও β̄ ভেক্টরদ্বয়ের উপর লম্ব হওয়া সম্ভব নয়। (Ans)
(ii) x/1 = (y – 1)/2 = (z – 2)/3 সরলরেখার সাপেক্ষে (1,6,3) বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্বটি এবং বিন্দুটির মধ্য দিয়ে যে সরলরেখা যায় তার সমীকরণ নির্ণয় করো। 3+2
Solution:
x/1 = (y – 1)/2 = (z – 2)/3 = λ (ধরি)
∴ x = λ; y = 2λ + 1; z = 3λ + 2
প্রদত্ত সরলরেখার(AB) উপর যে- কোনো বিন্দু (O)এর স্থানাঙ্ক (λ, 2λ + 1, 3λ + 2)
AB সরলরেখার দিক্ অনুপাত 1, 2, 3
PQ সরলরেখার দিক্ অনুপাত λ – 1, 2λ + 1 – 6, 3λ + 2 – 3 বা, λ – 1, 2λ – 5, 3λ – 1
আবার AB ⊥ PQ
∴ 1(λ – 1) + 2(2λ – 5) + 3(3λ – 1) = 0
বা, λ – 1 + 4λ – 10 + 9λ – 3 = 0
বা, 14λ – 14 = 0
⇒ 14λ = 14
⇒ λ = 1
∴ O বিন্দুর স্থানাঙ্ক (1, 2.1 + 1, 3.1 + 2) = (1, 3, 5)
ধরি প্রতিবিম্ব বিন্দু (Q) এর স্থানাঙ্ক (p, q, r)
P বিন্দুর স্থানাঙ্ক (1, 6, 3)
O, PQ বিন্দুর মধ্যবিন্দু।
∴ O বিন্দুর স্থানাঙ্ক (p+1/2, q+6/2, r+3/2
∴ p+1/2 = 1
বা, P = 2 – 1 = 1
q+6/2 = 3;
বা, q = 6 – 6 = 0
r+3/2 = 5
বা, r = 10 – 3= 7
∴ প্রতিবিম্ব বিন্দুটির স্থানাঙ্ক (1, 0, 7)
PQ সরলরেখার সমীকরণ:
x-1/1-1 = (y – 6)/3-6 = (z – 3)/5-3
⇒ x-1/0 = (y – 6)/-3 = (z – 3)/2
c) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 ×1=5
(i) একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 1,500 টাকা ও 2,000 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক যথাক্রমে 150 টাকা ও 200 টাকা লাভ করেন। তাঁর কাছে মাত্র 60,000 টাকা আছে এবং তাঁর খোঁয়াড়ে 100 টির বেশি পশু রাখা যাবে না। তিনি উভয় প্রকার পশুই কিনতে চান এবং তাঁর লাভ সবচেয়ে বেশি হয়। সমস্যাটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা হিসেবে প্রকাশ করো।
Ans:ধরি, কৃষক x (x≥0) টি ভেড়া এবং y (y≥0) টি ছাগল ক্রয় করেন।
প্রতিটি ভেড়ার দাম 150 টাকা এবং প্রতিটি ছাগলের দাম 200 টাকা।
∴ ভেড়া ও ছাগলের জন্য মোট খরচ হবে: (150x + 200y) টাকা
কৃষকের কাছে মোট 60,000 টাকা আছে।
∴ 150x + 200y ≤ 6000
কৃষকের খোয়াড়ে সর্বাধিক 100টি পশু রাখা যাবে।
∴ x + y ≤100
প্রতিটি ভেড়া বিক্রি করে 15 টাকা এবং প্রতিটি ছাগল বিক্রি করে 20 টাকা লাভ হয়।
∴ মোট লাভ Z হলে,
Z = 15x + 20y
কৃষক উভয় প্রকারের পশুই কিনতে চান।
∴ x ≥ 0 এবং y ≥ 0
রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটি হল:
Z = 15x + 20y চরম করতে হবে।
যখন বাধাগোষ্ঠী হয়:
150x + 200y ≤ 6000;
x + y ≤ 100;
x ≥ 0;
y ≥ 0
HS 2025 Mathematics Solution
(ii) লেখচিত্রের সাহায্যে নীচের রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটির সমাধান করো এবং অভীষ্ট অপেক্ষক Z-এর পরম মান নির্ণয় করো। (ছক কাগজের প্রয়োজন নেই)z = 2x – yশর্ত সাপেক্ষে x + y ≤ 5 x + 2y ≤ 8 4x + 3y ≥ 12 এবং x, y ≥ 0
Solution:
z = 2x - y
শর্ত সাপেক্ষে
x + y ≤ 5
x + 2y ≤ 8
4x + 3y ≥ 12
এবং x, y ≥ 0
প্রদত্ত অসমীকরণগুলির অনুরূপ সমীকরণ হলো:
x + y = 5
বা, x/5 + y/5 = 1 . . . (i)
x + 2y = 8
বা, x/8 + y/4 = 1 . . . (ii)
4x + 3y = 12
বা, x/3 + y/4 = 1 . . . (iii)
এবং x, y ≥ 0
প্রদত্ত অসমীকরণগুলিতে (0, 0) বসিয়ে পাই,
x + y ≤ 5
∴ 0 + 0 = 0 ≤ 5
x + 2y ≤ 8
∴ 0 + 0 = 0 ≤ 8
∴ 0 + 0 = 0 /≥ 12
(i) - (ii) করে পাই,
x + y = 5
_x _+ 2y = _8
______________
বা, -y = -3
বা, y = 3
(i) নং থেকে পাই,
x + 3 = 5
বা, x = 2
(i), (ii) এবং (iii) সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করা হল এবং প্রদত্ত অসমীকরণ তিনটির সাধারণ সমাধান অঞ্চল চিহ্নিত করা হলো।
প্রান্তিক বিন্দু z = 2x - y
(3, 0) z = 2.3-0=6
(5, 0) z = 2.5-0=10
(2, 3) z = 2.2-3=1
(0, 4) z = 2.0-4=-4
Ans: Z-এর পরম মান 10 যখন x =5, y = 0
- Sequence and Series Arithmetic Progression SEMESTER-2 সমান্তর প্রগতি
- Sequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রম
- গাণিতিক আরোহ তত্ত্ব Mathematical Induction Semester2
- VARIABLE AND CONSTANT SN DEY SEMESTER-I (চল ও ধ্রুবক)
- অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)SN DEY SEMESTER-I
- এস এন দে সেমিস্টার-I সম্বন্ধ SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation
- এস এন দে সেমিস্টার-I একাদশ শ্রেণী সম্বন্ধ ও অপেক্ষক – ক্রমিত জোড় ও কার্তেসীয় গুনফল SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation and Function
- SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I SET THEORY এস এন দে সেমিস্টার-I একাদশ শ্রেণী সেটতত্ত্ব
- HS 2025 Mathematics Solution।। উচ্চ মাধ্যামিক ২০২৫ গণিত প্রশ্নপত্রের সমাধান
- Matrix S N Dey Solution Part-3


Leave a Reply