Greatest Show on Earth
অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য
Paris Olympic 2024প্যারিস অলিম্পিক ২০২৪

Greatest Show on Earth নামে খ্যাত বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক প্রতিযোগিতা। শুরু হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। আজকের এই পোস্টে এই অলিম্পিক প্রতিযোগিতার সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবে ২৬শে জুলাই এবং শেষ হবে ১১ই আগষ্ট।
এটি হতে চলেছে অলিম্পিকের ৩৩ তম আসর আর অলিম্পিকের প্রথম আসর বসেছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স শহরে।
এর আগে ২০২০ সালে জাপানের টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ।পরবর্তী অলিম্পিক গেমস ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে।
লন্ডনেের পর প্যারিস হল একমাত্র শহর যেখানে তিনবার গ্রীষ্মকালীন (1900, 1948, 2024) অলিম্পিক গেমস আয়োজিত হচ্ছে।
প্যারিস অলিম্পিকের মাসকটের নাম অলিম্পিক ফ্রাইজ(Olympics Phryge) যা দেখতে একটি ছোট্ট টুপির মত আর এর বুকে রয়েছে প্যারিস অলিম্পিকের লোগো।
প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট ৩২ টি খেলায় ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এই ৩২টি খেলা হলো ভলিবল, ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, রাগবি, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শ্যুটিং, গল্ফ, ভারোত্তোলন, কুস্তি, জুডো, মুষ্টিযুদ্ধ, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, জলক্রীড়া, ট্রায়াথলন, পেন্টাথলন, তায়কোন্দো, অসিক্রীয়া, ক্যানোয়িং, তিরন্দাজী, সেইলিং, রোয়িং, অশ্বারোহণ, সাইক্লিং, স্কেট বোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, ব্রেকিং, সার্ফিং।
এবারের অলিম্পিক গেমসে ব্রেকিং নামক একটি নতুন খেলা প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছে।
ফ্রান্সের প্যারিসসহ 16 টি শহর এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতিতে অলিম্পিকের ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
আমাদের YOUTUBE CHANNEL দেখার জন্য এখানে ক্লিক করো।
অলিম্পিকের প্রতীক ‘অলিম্পিক রিং’ নামে পরিচিত যা লাল, নীল, হলুদ, সবুজ ও কালো এই পাঁচটি ইন্টারলকিং রিং দ্বারা গঠিত। এই রঙিন রিংগুলি বিভিন্ন মহাদেশের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। হলুদ রিং এশিয়া, লাল রিং আমেরিকা, নীল রিং ইউরোপ, সবজ রিং ওশেনিয়া এবং কালো রিং আফ্রিকা মহাদেশের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
বিশ্বযুদ্ধের কারনে 1916, 1940, 1944-এ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় নি। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়েরে ডি কুবার্টিন।
Greatest Show on Earth
অলিম্পিকে ভারত
ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1900 সালে। 1920 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত প্রথম দল পাঠায়।
2024 এর প্যারিস অলিম্পিকের পূর্বে ভারত মোট 35টি পদক লাভ করে যার মধ্যে আছে 10 টি সোনা, 9 টি রুপো ও 16 টি ব্রোঞ্জ। 35টির মধ্যে 12 টি এসেছে দলগত বিভাগে বাকি 23টি এসেছে ব্যক্তিগত বিভাগে। আজ পর্যন্ত ভারতীয় হকি দল অলিম্পিকে সবচেয়ে বেশি 12 টি পদক লাভ করে যার মধ্যে আছে 8 টি সোনা, 1 টি রুপো ও 3 টি ব্রোঞ্জ।
অলিম্পিকে প্রথম পদকজয়ী অ্যাথলিট হলেন নরম্যান প্রিচার্ড(1900)। আজ পর্যন্ত মাত্র দুজন ভারতীয় অলিম্পিকে স্বর্ন পদক লাভ করেন। তারা হলেন শ্যুটিং-এ অভিনব বিন্দ্রা (2008 বেজিং অলিম্পিক) এবং অ্যাথলেটিকসে নীরজ চোপড়া (2020 টোকিও অলিম্পিক)। ব্যক্তিগত বিভাগে একমাত্র পি. ভি. সিন্ধু দুটি অলিম্পিকে (2016 রিও দি জেনেরিও অলিম্পিক এবং 2020 টোকিও অলিম্পিক) যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জয় করেন। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্নম মলে্লশ্বরী। ইনি 2020 সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জেতেন।সবচেয়ে বেশিবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন কানাডিয়ান অশ্বারোহী ইয়ান মিলার। তিনি 1972 থেকে 2012 পর্যন্ত মোট 10 টি অলিম্পিকে অংশগ্রহণ করেন।
ভারতের হয়ে সবচেয়ে বেশি 4টি করে পদক জিতেছেন উধম সিং (1952, 1956, 1960, 1964) এবং লেসলি ক্লডিয়াস (1948, 1952, 1956, 1960)
2020 Tokyo Olympics
| Position | Country | Gold | Silver | Bronze | Total |
|---|---|---|---|---|---|
| 01 | United States | 39 | 41 | 33 | 113 |
| 02 | China | 38 | 32 | 19 | 87 |
| 03 | Japan | 27 | 14 | 17 | 58 |
| 48 | India | 1 | 2 | 4 | 7 |
অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
সর্বকনিষ্ঠ অলিম্পিক স্বর্নপদক জয়ী হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্জোরি গেস্ট্রিং (স্প্রিংবোর্ড ইভেন্ট)।
সবচেয়ে বেশি পদক জিতেছেন আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস। তিনি 23 টি স্বর্নপদকসহ মোট 28 টি অলিম্পিক পদক জিতেছেন।
একটি অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্নপদক জিতেছেন আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস।2008 বেজিং অলিম্পিকে তিনি 8 টি স্বর্নপদক লাভ করেন।
2024 Paris Olympics
| Position | Country | Gold | Silver | Bronze | Total |
|---|---|---|---|---|---|
| 01 | United States | 40 | 44 | 41 | 125 |
| 02 | China | 40 | 27 | 24 | 91 |
| 03 | Japan | 20 | 12 | 13 | 45 |
| 71 | India | 0 | 1 | 5 | 6 |
মনু ভাকের প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন।
পদক বিজয়ী ভারতীয়
1. নীরজ চোপড়া পুরুষদের জ্যাভ্লিন থ্রোতে রৌপ্য পদক জয় করেন।
2. মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
3. মনু ভাকের এবং সরবজিত সিং মিক্সড 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
4. ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করে।
5. স্বপ্নিল কুসলে 50 মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
6. আমান সেহরাওয়াত 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন।
2024 Paris Paralympic
| Position | Country | Gold | Silver | Bronze | Total |
|---|---|---|---|---|---|
| 01 | China | 94 | 76 | 50 | 220 |
| 02 | Great Britain | 49 | 44 | 31 | 124 |
| 03 | United States | 36 | 42 | 27 | 105 |
| 71 | India | 07 | 09 | 13 | 29 |
পদক বিজয়ী ভারতীয়
✴️ স্বর্ন
🔅 1. অবনী লাকরা (10 মিটার এয়ার রাইফেল) 🔅 2. কুমার নিতেশ (ব্যাডমিন্টন) 🔅 3. সুমিত অ্যান্টিল (জ্যাভলিন) 🔅 4. হরবিন্দর সিং (তিরন্দাজি) 🔅 5. ধরমবীর নাইন (ক্লাব থ্রো) 🔅 6. প্রবীন কুমার (হাইজাম্প) 🔅 7. নভদীপ সিং (জ্যাভলিন)
✴️ রৌপ্য
🔷 1. মনিশ নারওয়াল (10 মিটার এয়ার রাইফেল) 🔷 2. নিশাদ কুমার (হাইজাম্প) 🔷 3. যোগেশ কাঠুনিয়া (ডিসকাস থ্রো) 🔷 4. থুলাসিমাথি মুরুগেসান (ব্যাডমিন্টন) 🔷 5. সুহাস ইয়াথিরাজ (ব্যাডমিন্টন) 🔷 6. অজিত সিং যাদব (জ্যাভলিন) 🔷 7. শারদ কুমার (হাইজাম্প) 🔷 8. প্রনব শর্মা (ক্লাব থ্রো) 🔷 9. শচীন খিলাড়ি (শটপুট)
✴️ ব্রোঞ্জ
▶️ 1. মনু আগরওয়াল (10 মিটার এয়ার রাইফেল) ▶️ 2. সুন্দর সিং গুরজার (জ্যাভলিন) ▶️ 3. মারিয়াপ্পান থাঙ্গাভেলু (হাইজাম্প) ▶️ 4. প্রীতি পাল (100 মিটার) ▶️ 5. প্রীতি পাল (200 মিটার) ▶️ 6. রুবিনা ফ্রান্সিস (10 মিটার এয়ার রাইফেল) ▶️ 7. শীতল দেবী, রাকেশ কুমার (কম্পাউন্ড তিরন্দাজী) ▶️ 8. মনিষা রামদাস (ব্যাডমিন্টন) ▶️ 9. নিথ্যা সিভান (ব্যাডমিন্টন) ▶️ 10. দিপ্তী জিভানজি (400 মিটার) ▶️ 11. কপিল পারমার (জুডো) ▶️ 12. হোকাতো হোথোজি সেমা (শটপুট) ▶️ 13. শিমরান শর্মা (200 মিটার)

Leave a Reply