Complete Solution of MP-2024 P.Sc
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
Complete Solution of MP-2024 P.Sc
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
2024
PHYSICAL SCIENCE
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks 90 – For Regular Candidates
100 – For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ – ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫
১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল –
(a) CH4 (b) CFC
(c) CO2 (d) CO
Ans: (a) CH4
১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –
(a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।
Ans: (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –
(a) 3 (b) 1
(c) 2 (d) 1.5
Ans: (c) 2
১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –
(a) 1/2 (b) 0
(c) 1/273 (d) 1
Ans: (d) 1
2019 সালের মাধ্যমিকের সকল বিষয়ের pdf download করার link নীচে দেওয়া হল
বাংলা (Bengali) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইতিহাস (History) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
Complete Solution of MP-2024 P.Sc
১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল –
(a) μ = A + B/λ (b) = A + Βλ2
(c) μ = Αλ + Β (d) μ = A + B/λ2
Ans: (d) μ = A + B/λ2
১.৬ বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়-
(a) উত্তল দর্পণ দ্বারা
(b) উত্তল লেন্স দ্বারা
(c) সমতল দর্পণ দ্বারা
(d) অবতল লেন্স দ্বারা
Ans: (b) উত্তল লেন্স দ্বারা
১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –
(a) বৃদ্ধি পাবে
(b) হ্রাস পাবে
(c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
(d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।
Ans: (b) হ্রাস পাবে
.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-
(a) 6 কুলম্ব (b) 150 কুলম্ব
(c) 300 কুলম্ব (d) 30 কুলম্ব
Ans: (b) 150 কুলম্ব
[এখানে I = 5 অ্যাম্পিয়ার
t = 30 সেকেন্ড
∵ Q = It
=30×5 কুলম্ব
=150 কুলম্ব]
Complete Solution of MP-2024 P.Sc
১.৯ 86A222 ——→ 84B216 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে –
(a) 6α, 3β (b) 3α, 4β
(c) 4α, 3β (d) 3α, 6β
Ans: (b) 3α, 4β
১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো –
(a) C<N<O<F (b) C>N>O>F
(c) O<N<C<F (d) F>C>O>N
Ans: (b) C>N>O>F
১.১১ NaCl যৌগে Na ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল –
(a) Na – 2, 8, 8 : CI – 2, 8
(b) Na – 2, 8, 7 : Cl – 2, 8, 1
(c) Na – 2, 8, 1 : Cl – 2, 8, 7
(d) Na – 2, 8 : Cl – 2, 8, 8
Ans: (d) Na – 2, 8 : Cl – 2, 8, 8
১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো –
(a) রাসায়নিক পরিবর্তন হয়
(b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
(c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
(d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।
Ans: (c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
Complete Solution of MP-2024 P.Sc
১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –
(a) NO2 (b) H2S
(c) HCI (d) NH3
Ans: (d) NH3
১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –
(a) Ag (b) Mg
(c) Fe (d) Au
Ans: (c) Fe
১.১৫ কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –
(a) CH4 + Cl2 (b) CH3CI + CL2
(c) CH2Cl2 + Cl2 (d) CHCI3 + Cl2 0C07F8
Ans: (c) CH2Cl2 + Cl2
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ- ‘খ’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O₃) বিনষ্টি ঘটায়- একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ১
Ans: CFCl3 + UV রশ্মি → CFCl2 + Cl(সক্রিয়), Cl(সক্রিয়) + O3 → ClO + O2, ClO + O3 → Cl + 2O2
উৎপন্ন Cl-পরমাণু পুনরায় O3 কে O2 এ পরিণত করবে। ,
২.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ১
Ans: বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়।
অথবা
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ১
Ans: আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত।
Complete Solution of MP-2024 P.Sc
২.৩ P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি? ১
Ans: P বনাম 1/V লেখচিত্রটি হবে একটি মূলবিন্দুগামী সরলরেখা।
২.৪ পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ১
Ans: তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায় । সুতরাং পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব ব্যাস্তানুপাতিক।
[আমরা জানি, d = m/V – – [যেখানে, m = গ্যাসের ভর এবং V = আয়তন]
আবার m = n.M – – – [যেখানে, n = মোলসংখ্যা; M = মোলার ভর]
∴ d = n.M/V
⇒ n = dV/M
∵ PV = nRT
⇒ nRT = PV
⇒ dV/M×RT = PV
d/M×RT = P
⇒ d = PM/RT
Complete Solution of MP-2024 P.Sc
২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 oC-1 হলে, SI এককে এর মান কত হবে? ১
Ans: SI এককে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্কের মান হবে 24×10-6 K-1
অথবা
কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? ১
Ans: চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়।
২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? ১
Ans: আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকবে।
[প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর বর্নের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে না।]
Complete Solution of MP-2024 P.Sc
২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ১
Ans: বস্তু লেন্সের যেদিকে থাকবে তার বিপরীতে বস্তুর প্রতিবিম্ব 2f-এর বাইরে গঠিত হবে।
২.৮ একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? ১
Ans: বর্তনীর তুল্য রোধ হবে 3Ω
[6Ω ও 3Ω রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে
= 6×3/6+3
= 18/9 = 2Ω
আবার উক্ত সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ হবে
= (2 + 1)Ω = 3Ω]
Complete Solution of MP-2024 P.Sc
২.৯ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়? ১
Ans: বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়।
২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ১
Ans: নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হল –
নিউক্লিয় চুল্লীর সাহায্যে নিউক্লিয় শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়।
অথবা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ১
Ans: নিউক্লিয় সংযোজনে প্রচুর শক্তির প্রয়োজন হয়। নিউক্লীয় সংযোজন ঘটাতে প্রায় 107 কিংবা 108 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় । সাধারণ কোনো উপায়ে এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র নিউক্লীয় বিভাজন দ্বারাই এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয়।
Complete Solution of MP-2024 P.Sc
২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ১×৪=৪
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| (১) নোবল্ গ্যাস (২) ইনভার (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল (৪) ZnO + C → Zn + CO | (a) Cs (b) Rn (c) কার্বন দ্বারা বিজারণ (d) একটি সংকর ধাতু, |
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| (১) নোবল্ গ্যাস (২) ইনভার (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল (৪) ZnO + C → Zn + CO | (b) Rn (d) একটি সংকর ধাতু, (a) Cs (c) কার্বন দ্বারা বিজারণ |
Complete Solution of MP-2024 P.Sc
২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCI দ্রবীভূত হয়। ১
Ans: KCI জলে দ্রবীভূত হয়।
২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে ? ১
Ans: জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে।
অথবা
তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ১
Ans: তড়িৎ বিশ্লেষণের সময় DC ব্যবহৃত হয়।
২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? ১
Ans: HCI গ্যাস জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে।তাই HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে।
HCl + H2O → H3O+ + Cl–
২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ১
Ans: অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার হল ইউরিয়া।
সংকেত – (NH2)2CO
অথবা
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১
Ans: সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত Ag2S
Complete Solution of MP-2024 P.Sc
২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ১
Ans: মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া ব্যবহৃত হয়।
২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ১
Ans: C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় সেগুলি হল
(i) ইথানল (CH3-CH2-OH) এবং
(ii) ডাই মিথাইল ইথার(CH3-O-CH3)
২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। ১
Ans: LPG এর মূল উপাদানের বিউটেনের গঠনমূলক সংকেত –
অথবা
1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো। ১
Ans: টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত –
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৩.১ Fire ice এর সংকেত লেখো। এর মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ১+১
Ans: Fire ice এর সংকেত – 4CH4 . 23 H2O
► Fire ice বা মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে বা এর উপর চাপ কমালে এটি বিভাজিত হয়ে মিথেন ও জল উৎপন্ন হয় এবং মিথেন গ্যাস পাওয়া যায়।
৩.২ -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হল যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? ২
Ans: গ্যাসের প্রাথমিক উষ্ণতা(T1) = -3oC = (-3 + 273)K = 270K
প্রাথমিক আয়তন (V1) =750 cc
অন্তিম আয়তন (V2) = 1 লিটার = 1000 cc
ধরি,অন্তিম উষ্ণতা(T2) = TK
∵ চাপ স্থির
∴ চার্লসের সূত্রানুযায়ী,
V1/T1 = V2/T2
⇒ 750/270 = 1000/T
⇒ 750×T = 1000×270
3×T = 4×270
⇒ T = 4×90
⇒ T = 360
চূড়ান্ত উষ্ণতা = 360K
= (360 – 273)oC
= 87oC
Ans: গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা 87oC
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম H₂ গ্যাসের (H= 1) আয়তন কত হবে? [R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1]. ২
Ans: চাপ(P) = 4 atm
উষ্ণতা(T) = 27oC = (27 + 273)K = 300K
মোল সংখ্যা(n) = 8/2 = 4
ধরি, আয়তন = V লিটার
R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1
PV = nRT সমীকরণ থেকে পাই,
4×V = 4×0.082×300
⇒ V = 0.082×300
⇒ V = 24.6
Ans: গ্যাসের (H= 1) আয়তন হবে 24.6 লিটার
৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে? ২
Ans:
ন্যূনতম চ্যুতিকোণণের ক্ষেত্রে,
এখানে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o
এবং A = 60o
ধরি, আপতণ কোণ θ
δ = i1 + i2 – A – – [i1 – i2 হলে চ্যুতিকোণ ন্যূনতম হয়।
∴ 20o = θ + θ – 60o
⇒ 2θ = 20o +60o
⇒ 2θ = 80o
∴ θ = 40o
Ans: আলোক রশ্মি 40o কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে।
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক = 1.5 ২
Ans: কাচের প্রতিসরাঙ্ক(μg) = 1.5.
μg = C/Vg – – – [যেখানে C = শূন্য স্থানে আলোর বেগ,Vg = কাচ মাধ্যমে আলোর বেগ]
⇒ Vg = C/μg
⇒ Vg = 3×108/1.5 – – – [C = 3×108 মিটার/সেকেন্ড]
= 2×108
∴ কাচ মাধ্যমে আলোর বেগ 2×108 মিটার/সেকেন্ড
2 mm = 2 ×10-3 মিটার
কাচের ফলক অতিক্রম করতে সময় লাগবে
= অতিক্রান্ত দূরত্ব/গতিবেগ
⇒ 2 ×10-3/2×108 সেকেন্ড
= 1×10-11 সেকেন্ড
Ans: কাচ ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির 1×10-11 সেকেন্ড সময় লাগবে।
Complete Solution of MP-2024 P.Sc
৩.8একটি বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ২
Ans: বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক:
ধরি, বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ r এবং EMF বা তড়িৎচালক বল E;
তড়িৎ কোশটিকে R রোধবিশিষ্ট রোধকের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হল।
বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা I হলে,
I = বর্তনীর তড়িৎচালক বল/ বর্তনীর মোট রোধ
= E/R+r
∴ E = I(R + r)
= IR + Ir
IR = কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ = V হলে,
E = V + Ir
Complete Solution of MP-2024 P.Sc
৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। ১+১
Ans: অষ্টক সূত্র: মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে ।
► অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগ হল –
① লিথিয়াম হাইড্রাইড(LiH),
② লিথিয়াম ক্লোরাইড(LiCl)
অথবা
আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। ২
Ans:
| আয়নীয় যৌগ | সমযোজী যৌগ | |
|---|---|---|
| ① সংজ্ঞা | নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোনো একটি মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন অন্য একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সঙ্গে আদানপ্রদান করে এবং সুস্থিত বিপরীত আয়ন সৃষ্টি করে নিজেদের মধ্যে। স্থির তড়িৎ আকর্ষণের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাকে আয়নীয় যৌগ বলে। | নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু যখন তাদের যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন সম্পূর্ণরূপে আদান প্রদান না করে, উভয়েই এক বা একাধিক ইলেকট্রন প্রদান করে ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়েই তা সমভাবে ব্যবহারের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। |
| ② দ্রাব্যতা | অজৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য। | জৈব দ্রাবকে দ্রাব্য, অজৈব দ্রাবকে অম্লাব্য। |
| ③ প্রকৃতি | গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে অর্থাৎ আয়নীয় যৌগ তড়িদবিশ্লেষ্য পদার্থ হয়। | গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে না অর্থাৎ সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়। |
| ④ বন্ধন | বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে না। | বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে। |
Complete Solution of MP-2024 P.Sc
৩.৬ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এর পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন ? ২
Ans: আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে বহুসংখ্যক বিপরীতধর্মী আয়ন পরস্পর স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগের বৃহৎ কেলাস গঠন করে। এক্ষেত্রে কোন আয়নটি কোন আয়নের সাথে আকর্ষণ বল দ্বারা যুক্ত তা চিহ্নিত করা অসম্ভব। তাই এক্ষেত্রে পৃথক অণুর অস্থিত্ব পাওয়া যায় না। তাই এক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা অধিকতর যুক্তিযুক্ত।
৩.৭ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন ? ২
Ans: অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস এবং গাঢ় H2SO4 আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়। তাই ঘন সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে ব্যবহার করা হয় না।
2NH3 + H2SO4 → (NH4)2SO4
Complete Solution of MP-2024 P.Sc
৩.৮ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? ২
Ans: সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম নিষ্কাশন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের(NaCl) গলণাঙ্ক খুব বেশি(1084K)। NaCl-এর সাথে সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড(CaCl2) যোগ করলে মিশ্রনের গলণাঙ্ক(875K) হ্রাস পায়। তাই সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়।
অথবা
লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ২
Ans: লোহার মরিচা পড়া প্রতিরোধের উপায়গুলি হল-
(i) লোহার দ্রব্যের ওপর আলকাতরা, রং, বার্ণিস প্রভৃতির আস্তরণ দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
(ii) লোহার ওপর জিংকের লেপন (galvanising) ও টিনের প্রলেপ (tin planting) দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
(iii) লোহাকে সংকর ধাতুতে রূপান্তর করে লোহার মরিচা পড়া রোধ করা যায়। যেমন-স্টেইনলেস স্টিল (Fe 73%, Cr: 18%, NI : ৪%, সামান্য কার্বন)।
Complete Solution of MP-2024 P.Sc
৩.৯ ডিনেচার্ড স্পিরিট কী? ২
Ans: ডিনেচার্ড স্পিরিটকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। শিল্পে ব্যবহৃত রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় 10% বিষাক্ত মিথানল এবং সঙ্গে সামান্য উৎকট স্বাদযুক্ত পদার্থ যেমন- ন্যাপথা, পিরিডিন প্রভৃতি ও বর্নকারক পদার্থ মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে, রং প্রস্তুতিতে, বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।
অথবা
ইথাইল অ্যালকোহল ও অ্যাসেটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। ১+১
Ans: ► ইথাইল অ্যালকোহলের ব্যবহার: পানীয় প্রস্তুতি, বিভিন্ন রং এবং ঔষধ-এর দ্রাবকরূপে, পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
►► অ্যাসেটিক অ্যাসিডের ব্যবহার: অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি প্রস্তুতিতে এবং মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়।
Complete Solution of MP-2024 P.Sc
Madhyamik English Complete Solution
বিভাগ – ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৪.১ একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। ১+২
Ans: ঘরের এক প্রান্তে সুগন্ধির বোতল খুললে কিছুক্ষণ পরে সর্বত্রই ঐ সুগন্ধির গন্ধ পাওয়া যায় অর্থাৎ গ্যাসীয় অনুগুলি ঘরের এক প্রান্ত থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং আমরা সুগন্ধির গন্ধ অনুভব করি। এই ঘটনা থেকে বোঝা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল।
► গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য হল – :
① গ্যাসীয় অণুগুলি গোলাকার এবং কঠিন। অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না।
② অণুগুলিকে বিন্দু ভর হিসেবে ধরা যায়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য হয়।
৪.২ 21 গ্রাম লোহিত তপ্ত আয়রণের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যাবে? STP তে ওই H2-এর আয়তন কত হবে? [Fe = 56]২+১
Solution:
3Fe + 4H2O → Fe3O4 + 4H2
3×56 4(2×1)
=168 = 8
168 গ্রাম আয়রন থেকে H2 পাওয়া যায় 8 গ্রাম
1 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168 গ্রাম
21 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168×21 = 1 গ্রাম
STP তে,
2 গ্রাম H₂-এর আয়তন 22.4 লিটার
∴ 1 গ্রাম H₂-এর আয়তন 22.4/2 = 11.2 লিটার
Ans: 1 গ্রাম H2 পাওয়া যাবে।
STP তে ওই H2-এর আয়তন কত 11.2 লিটার।
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হল। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? [S = 32, O = 16]. ৩
Solution:
2SO2 + O2 = 2SO3
2(32+16×2) 2(32+16×3)
= 2(32+32) = 2(32+48)
= 2×64 =2×80
2×80 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64 গ্রাম
1 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80 গ্রাম
40 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80×40 = 32 গ্রাম
Ans: 32 গ্রাম SO2 এর প্রয়োজন।
৪.৩ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী ? ২+১
Ans: কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকেই এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে।
► SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কেলভিন প্রতি ওয়াট (KW-1)
অথবা
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। ১+২
Ans: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0oC থেকে 1oC বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই গ্যাসের আয়তনপ্রসারণ গুণাঙ্ক বলে।
► চার্লসের সূত্রটি হল – স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1o সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0o সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে।
ধরা যাক,স্থির চাপে ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0oC উষ্ণতায় আয়তন V0 তাহলে চার্লসের সূত্রানুযায়ী, 1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273 ∴1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির একক আয়তন আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273×1/V0 = 1/273
Complete Solution of MP-2024 P.Sc
৪.৪ আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ১+২
Ans: আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি হল –
aμb = μa/μb [যেখানে aμb= a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক;
μa = a মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক;
μb = b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক]
► কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে –
① সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতির উপর
② আপাতত আলোর বর্ণ বা তরঙ্গদৈর্ঘ্যের উপর।
অথবা
দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসম ভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। ৩
Ans: আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ
δ = i1 + i2 – A
যেখানে, i1 = প্রথম তলে আপতন কোণ,
i2 = দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ
A = প্রতিসারক কোণ
ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে i1 = i2 হবে।
∴ δmin = i1 + i1 – A
= 2i1 – A
= 2i1 – 60o – – – – [সমবাহু প্রিজমের ক্ষেত্রে A = 60o]
৪.৫ আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? ১+২
Ans: প্রিজম বা প্রিজমের মত কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যৌগিক বর্ণের আলো গেলে প্রতিসরণের ফলে বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ।
► প্রিজমে একবর্ণী আলো ফেললে তার কোনো বিচ্ছুরণ হবে না। কিন্তু যৌগিক আলো ফেললে তার বিচ্ছুরণ হবে অর্থাৎ যৌগিক আলো বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যাবে ।
Complete Solution of MP-2024 P.Sc
৪.৬ দুটি পরিবাহীর শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্যরোধ যথাক্রমে 9Ω ও 2Ω। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। ৩
Solution:
ধরি, পরিবাহী দুটির রোধ aΩ এবং bΩ
প্রশ্নানুযায়ী,
a + b = 9
বা, b = 9 – a – – -(i)
আবার
1/a + 1/b = 1/2
বা, 1/a + 1/9-a = 1/2 – – – [∵ b = 9 – a]
বা, 9 – a + a/a(9-a) = 1/2
বা, 9/a(9-a) = 1/2
বা, 18 = 9a – a2
বা, a2 – 9a + 18 = 0
বা, a2 – 6a – 3a + 18 = 0
বা, a(a – 6) – 3(a – 6) = 0
বা, (a – 6)(a – 3) = 0
হয় a – 6 =0 নতুবা a – 3 = 0
বা, a = 6 বা, a = 3
(i) নং থেকে পাই,
b = 9 – 6 b = 9 -3
= 3 = 6
Ans: পরিবাহী দুটির রোধ 6Ω ও 3Ω
অথবা
নিম্নলিখিত বর্তনীর A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। ৩
Solution:
এখানে রোধ তিনটি সমান্তরাল সমবায়ে আছে।
ধরি, A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ R
Ans: A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ 6/11 Ω
৪.৭ ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? ২+১
Ans: ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য হল –
(i) ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
(ii) ডায়নামো ফ্লেমিং-এর ডান হস্ত নিয়ম অনুসারে কাজ করে কিন্তু মোটর ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুসারে কাজ করে।
(iii) ডায়নামো তড়িৎ তৈরি করে কিন্তু মোটর তড়িৎ ব্যবহার করে।
► শর্ট সার্কিটজনিত বিপদ থেকে গৃহ বর্তনী এবং ওই বর্তনীতে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলিকে রক্ষা করতে আর্থিং করা হয়। এই প্রণালীতে একটি মোটা তামার তারের একপ্রান্ত মিটারের সঙ্গে যুক্ত করে অন্য প্রান্তটি মাটির নীচে রাখা তামার একটি প্লেটের সঙ্গে যুক্ত করা হয়। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীতে তড়িৎপ্রবাহ বেশি হলে সেই তড়িৎ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে আসে এবং বেশি পরিমানে তড়িৎপ্রবাহের ফলে বর্তনীর ফিউজ তারটি গলে যায় এবং তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং বিপদের ভয় থাকে না।
Complete Solution of MP-2024 P.Sc
৪.৮ α ও γ রশ্মির আধান, ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ৩
Ans:
আধানঃ α 2 একক ধনাত্মক অধানযুক্ত কনা কিন্তু γ রশ্মি নিস্তরিৎ।
ভেদন ক্ষমতাঃ α রশ্মির ভেদন ক্ষমতা γ রশ্মির তুলনায় খুবই কম।
আয়নিত করার ক্ষমতাঃ α রশ্মির আয়নিত করার ক্ষমতা γ রশ্মির তুলনায় 10000 গুন বেশি।
৪.৯ কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ৩
Ans: আয়নাইজেশন শক্তিঃ সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দূর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিনত পরিনত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে।
► Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই –
Cs < Rb < Na < Li
অথবা
‘A’, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (n – 2), n, (n + 1)। ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’ ও ‘C’ পর্যায়সারণীর কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশী? ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। ১+১+১
Ans: ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস।
∴ ‘B’ মৌলটি 18 নং শ্রেণিতে অবস্থিত।
‘A’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক (n – 2)
∴ ‘A’ মৌলটি 16 নং শ্রেণিতে অবস্থিত।
‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক n + 1
∴ ‘C’ মৌলটি 1 নং শ্রেণিতে অবস্থিত।
এদের মধ্যে ‘C’ বিজারণ ক্ষমতা বেশী।
‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত C2A
Complete Solution of MP-2024 P.Sc
৪.১০ তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? ২+১
Ans: তড়িৎ লেপনের উদ্দেশ্য:
(i) ধাতব বস্তুকে জলবায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়।
(ii) জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎলেপন করা হয়।
(iii) বিভিন্ন বস্তুর দৃঢ়তা বৃদ্ধি করার জন্য তড়িৎলেপন করা হয়।
► কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট [K2HPO4] এবং পটাশিয়াম কার্বনেট [K2CO3] মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড, K[Au(CN)2]-এর দ্রবণ ব্যবহার করা হয়।
৪.১১ ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ২+১
Ans: ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি হল তরল NH3 ও CO2 উচ্চ বায়ুমণ্ডলীয় চাপে (150), 200°C তাপমাত্রায় বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে।
বিক্রিয়ার সমিত সমীকরণ –
প্রথম ধাপঃ 2NH4 + CO2 → H2NCOONH4 (অ্যামোনিয়াম কার্বোনেট)
দ্বিতীয় ধাপঃ H2NCOONH4 → H2NCONH2 + H2O
Complete Solution of MP-2024 P.Sc
৪.১২ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। ১+২
Ans: ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300o-355oC উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনা অনুঘটকের উপর দিয়ে চালনা করে শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত করা হয়।
C2H5OH −− 300o-355oCঅ্যালুমিনা অনুঘটক −→ C2H4+H2O
অথবা
মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? ৩
Ans: বিক্ষিপ্ত সূর্যালোকে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেনের চারটি হাইড্রোজেন পরমাণু একের পর এক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে।
CH4 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH3Cl (মিথাইল ক্লোরাইড) + HCl
CH3Cl + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH2Cl2(মিথিলিন ক্লোরাইড) + HCl
CH2Cl2 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CHCl3(ক্লোরোফর্ম) + HCl
CHCl3 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CCl4(কার্বন টেট্রাক্লোরাইড) + HCl


Leave a Reply