Complete Solution of MP-2023 P.Sc
মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০২৩ সম্পূর্ণ সমাধান
2023 সালের মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান
Complete Solution of MP-23 Mathematics CLICK HERE
Complete Solution of MP-23 English CLICK HERE
2023
PHYSICAL SCIENCE
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks 90 – For Regular Candidates
100 – For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
Complete Solution of MP-2023 P.Sc
‘ক’ বিভাগ
1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1×15=15
- 1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে?
(a) CO2 (b) Ar
(c) CFC (d) He
Ans: (c) CFC - 1.2 4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? (H= 1)
(a) RT (b) 2 RT
(c) 4 RT (d) 0.5 RT
Ans: (b) 2 RT
[PV= W/M RT
বা, PV=4/2 RT
বা, PV=2 RT] - 1.3 12 g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে?(C= 12, O = 16)
(a) 32 g (b) 12 g
(c) 16 g (d) 44 g
Ans: (a) 32 g
[ C + O2 = CO2
(12) (16×2
=32)] - 1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
(a) 0 (b) 1
(c) 2 (d) 32
Ans: (c) 2 - 1.5 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল
(a) হলুদ (b) কমলা
(c) লাল (d) বেগুনি
Ans: (c) লাল
- 1.6 কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
(a) 90° (b) 22.5°
(c) 135° (d) 45°
Ans: (d) 45° - 1.7 পরিবাহিতাঙ্কের একক কোনটি?
(a) mho.metre-1 (b) ohm.metre -1
(c) mho.metre (d) ohm.metre
Ans: (a) mho.metre-1 - 1.8 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত?
(a) 0.5 volt (b) 2 volt
(c) 6 volt (d) 8 volt
Ans: (d) 8 volt
[ V = IR
বা, V = 40 × 0.2 = 8 volt] - 1.9 α- β- ও γ রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল
(a) γ>α>β (b) γ>β>α
(c) α>β>γ (d) β>γ>α
Ans: (b) γ>β>α - 1.10 দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে?
(a) 8 (b) 32
(c) 16 (d) 18
Ans: (d) 18
- 1.11 CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৪ ও 20 )
(a) 0 (b) 1
(c) 2 (d) 3
Ans: (c) 2 - 1.12 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে?
(a) অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
(b) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
(c) অ্যালুমিনিয়াম সালফেট
(d) বিশুদ্ধ অ্যালুমিনা
Ans: (d) বিশুদ্ধ অ্যালুমিনা - 1.13 N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবন ব্যবহার করা হয়?
(a) NaNO2 ও NH4CI
(b) NaNO3 ও NH4CI
(c) NaCl ও NH4NO3
(d) NaNO3 ও NH4NO3
Ans: (a) NaNO2 ও NH4CI - 1.14. নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত?
(a) ZnO (b) ZnS
(c) ZnCO3 (d) ZnSO4
Ans: (b) ZnS - 1.15 নীচের কোনটি একটি অ্যালকোহল?
(a) CH3OCH3 (b) CH3CHO
(c) CH3COOH (d) CH3CH2OH
Ans: (d) CH3CH2OH
S.N. Dey Class-XI Complete Solution Of Set Theory
প্রশ্নমালা- 1 (VSA) CLICK HERE
Complete Solution of MP-2023 P.Sc
‘খ’ বিভাগ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
2.1 বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়।Ans: বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়।
2.2 কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30,000 kJkg-1 বলতে কী বোঝায় ?
Ans: কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30,000 kJkg-1 বলতে বোঝায়, 1 kg কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপ শক্তি পাওয়া যায়।
অথবা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
Ans: স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কারণ –
(i) বায়ু শক্তি হল পুনর্নবীকরণযোগ্য শক্তি।
(ii) বায়ুশক্তি পরিবেশ বান্ধব শক্তি যা ব্যবহারে পরিবেশ দূষিত হয় না।
2.3 কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন Vo; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
Ans: গ্যাসটির আয়তন বৃদ্ধি হবে Vo/273.
2.4 STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে?
Ans: 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত 1 : 4
[22.4 L H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023
1 L H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023/22.4 = 0.268×1023
22.4 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023
1 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 0.268×1023
4 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 0.268×1023×4
∴1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত = 0.268×1023×4 : 0.268×1023 = 1 : 4
]
2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
Ans: সত্য
অথবা হিরে, লোহা ও রুপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
Ans: হিরে, লোহা ও রুপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজিয়ে পাই –
হিরে > রুপো > লোহা
Complete Solution of MP-2023 P.Sc
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
Ans: উত্তল দর্পণ গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয।
2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়?
Ans: অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়।
2.8 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের প্রান্তে একই বিভব প্রভে প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
Ans: তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় না।
2.9 একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী IV লেখচিত্র অঙ্কন করো।
2.10 পারমাণবিক শক্তির একটি শাস্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
Ans: পারমাণবিক শক্তির একটি শাস্তিপূর্ণ ব্যবহার হল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন।
অথবা শূন্যস্থান পূরণ করো:
γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের _____ তরঙ্গ।
Ans: γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1×4
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (a) Fe |
| 2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (b) Zn |
| 2.11.3 একটি ক্ষার ধাতু | (c) Ca |
| 2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (d) K |
Ans:
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c) Ca |
| 2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (a) Fe |
| 2.11.3 একটি ক্ষার ধাতু | (d) K |
| 2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (b) Zn |
Complete Solution of MP-2023 P.Sc
- 2.12 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়।
Ans: সত্য - 2.13 তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িদ্বারের ভর বৃদ্ধি পায়?
Ans: ক্যাথোড তড়িদ্বারের ভর বৃদ্ধি পায়। - অথবা রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িবিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়?
Ans: পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2] - 2.14 শূন্যস্থান পূরণ করো:
তড়িদ্বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _______।
Ans: তড়িদ্বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন (ক্যাটায়ন ও অ্যানায়ন)। - 2.15. N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো।
Ans: N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ নাইট্রোজেনের সর্ববহিঃস্থ উপকক্ষ অর্ধেক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। - অথবা ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী?
Ans: অপরটি অ্যামোনিয়া(NH3)
- 2.16 বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়?
Ans: বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড (NO) উৎপন্ন হয়। - 2.17 CH3CH-CH2 এর IUPAC নাম লেখো।
Ans: CH3CH-CH2 এর IUPAC নাম প্রোপিন অথবা প্রোপ-1-ইন। - অথবা মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে?
Ans: মিথেনে কার্বনের চারটি যোজ্যতা সুষম চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। - 2.18 ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো।
Ans: ডিনেচার্ড স্পিরিট কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত হয়।
Complete Solution of MP-2023 P.Sc
‘গ’ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি পক্ষণীয়):
Europe-Country, Capital and Currency with Code CLICK HERE
3.1 ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
Ans: ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হল –
(i) হিমবাহের গলন: পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে হিমবাহের গলনের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চল গুলি জলমগ্ন হবে।
(ii) আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন: উষ্ণতা বৃদ্ধির কারণে নানা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হবে যার ক্ষতিকর প্রভাব কৃষিক্ষেত্রে এবং জীবজগতের উপর পড়বে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এর সংখ্যা বাড়বে।
3.2 17°C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে?
Ans: প্রাথমিক উষ্ণতা (T1)
= 17°C
= (17+273) K = 290K
প্রাথমিক চাপ (P1) = 750 mmHg
প্রাথমিক আয়তন (V1) = 580 cm3
অন্তিম উষ্ণতা (T2) = 47°C
= (47+273) K =320K
অন্তিম আয়তন (V2) = V (ধরি)
∵ চাপ স্থির
∴ চার্লসের সূত্রানুযায়ী,
V1/T1= V2/T2
বা, 580/290 = V/320
বা, V×290=580×320
বা, V=2×320
বা, V=640
Ans: গ্যাসটি 640 cm3 আয়তন অধিকার করবে
অথবা সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
আমরা জানি, একই উষ্ণতা এবং চাপে যে কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়।
সুতরাং কোন গ্যাসের আয়তন V এবং মোল সংখ্যা n হলে
V ∝ n
বা, V = kn – – – (k = ধ্রুবক)
আবার n = W/M – – – [W = গ্যাসের ভর; M = মোলার ভর]
∴ V = k×W/M
এখানে, V1 = 4480 ml,
V2 = 5600 ml
ধরি, W1 = W2 = W – – – (∵ গ্যাস দুটির ভর সমান)
∴ V1 : V2 = 4480 : 5600
বা, k×W1/M1 : k×W2/M2 = 4480 : 5600
বা, W/M1 : W/M2 = 4 : 5
বা, 1/M1 : 1/M2 = 4 : 5
বা, M1 : M2 = 5 : 4
Ans: গ্যাসদুটির মোলার ভরের অনুপাত 5 : 4
Complete Solution of MP-2023 P.Sc
3.3 আলোর প্রতিসরণের স্নেলের সুত্রটি লেখো।
Ans: স্নেলের সূত্র: দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় ।
অথবা কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো।
Ans: আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য হল –
(i) প্রতিবিম্বটি অসদ হয়।
(ii) প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে বড় হয় অর্থাৎ বিবর্ধিত হয়।
(iii) প্রতিবিম্বটি সমশীর্ষ হয়।
3.4 বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো।
Ans: *বৈদ্যুতিক হিটারের তার উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট হয়।
**ফিউজ তার উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়।
Complete Solution of MP-2023 P.Sc
3.5 CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)
3.6 সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
Ans: সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্যাটায়ন (Na+) এবং ক্লোরাইড অ্যানায়ন (Cl–) উৎপন্ন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে তাই এই ধর্মের সাহায্যে বলা যায় যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
অথবা কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। (Na ও CI এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)
3.7 Pb (NO3)2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
Ans: লেড নাইট্রেট এর বর্ণহীন জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইড অধঃক্ষিপ্ত হয় এবং HNO3 উৎপন্ন করে।
Pb(NO3)2 (aq) + H2S↑ ⇌ PbS↓ (কালো) + 2HNO3
Complete Solution of MP-2023 P.Sc
3.8 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে ?
Mn+ + ne = M (M = ধাতু)
বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তিসহ উত্তর দাও।
Ans: * তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে বিক্রিয়াটি ক্যাথোড তড়িদ্বারে ঘটে।
** বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া।
*** যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ । উপরের বিক্রিয়াটিতে Mn+ ক্যাটায়নটি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে পরিণত হয়।অতএব উপরের বিক্রিয়াটি বিজারন বিক্রিয়া।
অথবা অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাতে রাখা উচিত নয় কেন?
Ans: * জানালার ফ্রেম, বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়।
** আম্লিক খাদ্যে জৈব অ্যাসিড (অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার) থাকে। এই জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তা খাদ্যের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে। তাই আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয়।
2Al + 6CH3COOH = 2(CH3COO)3Al + 3H2↑
অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লবণ
3.9 ইথিলিন এর পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়?
Ans: ইথিলিনকে উচ্চচাপে (1500-2000 বায়ুমণ্ডলীয় চাপ) অক্সিজেন বা পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 200°C উষ্ণতায় উত্তপ্ত করলে অথবা জিগলার-ন্যাটা [TiCl4 + AI(C2H5)3] অনুঘটকের উপস্থিতিতে 3-10 বায়ুমণ্ডলীয় চাপে ও 70-100°Cc উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ওজনসম্পন্ন কঠিন পদার্থ পলিথিন উৎপন্ন করে।
অক্সিজেন এবং/বা পারক্সাইড
n[CH2 = CH2] – —————–> (-CH2-CH2-)n
(1- 2000 atm, 200°C)
অথবা কীভাবে নীচের পরিবর্তনটি করা যায়? HC=CH → CH3CH3
Ans: উত্তপ্ত সূক্ষ্ম নিকেল চূর্ণ (300°C) বা সাধারণ তাপমাত্রায় Pt. Pd প্রভৃতি অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় প্রথমে ইথিলিন ও পরে স্বতস্ফূর্তভাবে ইথেনে পরিণত হয়।
H2/Ni H H H2/Ni H H
H-C≡C-H – –→ H-C=C-H – – – → H-C-C-H
H H
অ্যাসিটিলিন ইথিলিন ইথেন
‘গ’ বিভাগ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়);
4.1 আদর্শ গ্যাস কী?একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী? যুক্তিসহ উত্তর দাও।
Ans: * যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়।
**একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। ফলে প্রতি সেকেন্ডে পাত্রের দেওয়ালে অনুগুলির ধাক্কার সংখ্যা বাড়ে। ফলে গ্যাসের চাপও বাড়ে।
4.2 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়:
S + O2 → SO2
STP তে 2240 L SO2 উৎপন্ন করতে
(i) কত গ্রাম সালফার এবং
(ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O = 16, S = 32 )
Ans: STP তে 1 মোল যে কোন গ্যাসের আয়তন 22.4 L
∴ 22.4 L SO2 = 1 মোল SO2
1 L SO2 = 1/22.4 মোল SO2
2240 L SO2 = 1/22.4 × 2240 মোল SO2
= 100 মোল SO2
S + O2 = SO2
* (i) বিক্রিয়াটিতে 1 মোল সালফার(S), 1 মোল অক্সিজেনের(O2) সঙ্গে বিক্রিয়া করে এক মোল সালফার ডাইঅক্সাইড(SO2) উৎপন্ন করে।
∴ 100 মোল SO2 উৎপন্ন করতে 100 মোল O2 প্রয়োজন।
আবার,1 মোল সালফার = 32 গ্রাম সালফার
100 মোল সালফার = 32 × 100 গ্রাম সালফার
= 3200 গ্রাম সালফার
2240 L SO2 উৎপন্ন করতে 3200 গ্রাম সালফার প্রয়োজন হবে।
** (ii) 2240 L SO2 উৎপন্ন করতে 100 মোল O2 প্রয়োজন হবে।
Complete Solution of MP-2023 P.Sc
অথবা 480 g একটি কঠিন যৌগকে 352 g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় মোল?
Ans: ভরের সংরক্ষণ সূত্রানুযায়ী,
কোন বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়।
এখানে বিক্রিয়কের মোট ভর = (480 + 352) g
= 832 g
বিক্রিয়াজাত একটি কঠিন পদার্থের ভর = 320 g
∴ বিক্রিয়াজাত অপর গ্যাসীয় যৌগটির ভর = (832 – 320) g = 512 g
গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32
∴ গ্যাসীয় যৌগটির মোলার ভর = 2 × বাষ্প ঘনত্ব
= 2 × 32
= 64
গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় = 512/64 = 8 মোল।
4.3 কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো।
Ans: প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ:
t1 উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন v1, t2 উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন v2 হলে,
অথবা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
Ans: * কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: কোন দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে পাতটি একদিকে বেঁকে যায়। এক্ষেত্রে তাপ প্রয়োগ করার ফলে দুটি ধাতুর প্রসারণ সমান হয় না বলে দ্বিধাতব পাতটি বেঁকে যায়।
** তরল পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি তার মধ্যে পারদ থাকে। এই পারদ শরীরের থেকে তাপ গ্রহণ করে প্রসারিত হয় এবং তার থেকে আমরা শরীরের তাপমাত্রা নির্ধারণ করতে পারি।
*** গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: গরমকালের সাইকেল বেশিক্ষণ বাইরে রাখলে সাইকেলের টিউব ফেটে যায়। এখানে টিউবের ভিতরের বায়ু তাপে প্রসারিত হয় এবং টিউবের ওপর চাপ প্রয়োগ করে, ফলে টিউব ফেটে যায়।
Complete Solution of MP-2023 P.Sc
4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাঙ্গো 60° কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে?
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?
Ans: কৌণিক চ্যুতি
= প্রতিসৃত কোণ – আপতন কোণ [যখন প্রতিসৃত কোণ > আপতন কোণ হয়]
∴ কৌণিক চ্যুতি = 60° – 45° = 15°(Ans)
** এখানে, বস্তুর আকার = 6 cm
বস্তুর দূরত্ব = 2.4 cm
প্রতিবিম্বের দূরত্ব = 4.8 cm
রৈখিক বিবর্ধন = প্রতিবিম্বের দূরত্ব ÷ বস্তুর দূরত্ব
= 4.8 cm ÷ 2.4 cm = 2 (Ans)
আবার রৈখিক বিবর্ধন = বস্তুর আকার ÷ প্রতিবিম্বের আকার
বা, 2 = 6 cm ÷ প্রতিবিম্বের আকার
বা, প্রতিবিম্বের আকার = 12 cm(Ans)
অথবা কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 105 Kms-1। কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো।
Ans: কাচ মাধ্যমে আলোর গতিবেগ(vg) = 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ(vw) = 2.25 × 105 Kms-1
4.5 x রশ্মি ও γ রশ্মির একটি করে ব্যবহার লেখো। γ রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো।
Ans: * x রশ্মির ব্যবহার: চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভিতরে কোন হাড় ভাঙলে তার স্থান নির্ধারণে এক্স রশ্মি ব্যবহার করা হয়।
** γ রশ্মির ব্যবহার: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে জীবাণু ধ্বংস করার কাজে γ রশ্মি ব্যবহার করা হয়।
*** γ রশ্মির একটি ক্ষতিকর প্রভাব: γ রশ্মির প্রভাবে শরীরে ক্যান্সার, লিউকোমিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়
Complete Solution of MP-2023 P.Sc
4.6 সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত?
Ans: ধরি, A তারের রোধ RA এবং
B তারের রোধ RB,
তার দুটির দৈর্ঘ্য lA =lB =lএবং
রোধাঙ্ক ρA= ρB = ρ – – – [∵তার দুটি একই পদার্থ দিয়ে গঠিত]
B তারটির ব্যাসার্ধ r
∴ A তারটির ব্যাসার্ধ 2r
অথবা একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে ১ ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। BOT একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে?
Ans: 3টি 220V-60W বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বলে।
∴1 দিনে বাতির জন্য বিদ্যুৎ শক্তি খরচ হয়
= 3×(5×60) ওয়াট
= 900 ওয়াট
2টি 220V-100W বৈদ্যুতিক পাখা দিনে 10 ঘন্টা করে জ্বলে।
∴1 দিনে পাখার জন্য বিদ্যুৎ শক্তি খরচ হয়
= 2×(10×100) ওয়াট
= 2000 ওয়াট
∴1 দিনে মোট বিদ্যুৎ শক্তি খরচ হয়
= (900 + 2000) ওয়াট
= 2900 ওয়াট
30 দিনে মোট বিদ্যুৎ শক্তি খরচ হয়
= 2900 × 30 ওয়াট
= 87000 ওয়াট
= 87 কিলোওয়াট
= 87 BOT
BOT একক প্রতি 5 টাকা খরচ হয়।
30 দিনে বিদ্যুতের জন্য খরচ হয় = 87×5 টাকা = 435 টাকা(Ans)
Complete Solution of MP-2023 P.Sc
4.7 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ভাস্বর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো।
Ans: * তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি হল:
প্রথম সূত্র: কোনো কুন্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখাগুচ্ছের পরিবর্তন হলেই ওই কুন্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন যতক্ষণ হতে থাকবে, আবিষ্ট তড়িচ্চালক বল ততক্ষণ স্থায়ী থাকবে।
দ্বিতীয় সূত্র: সময়ের সাপেক্ষে কোনো কুন্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা গুচ্ছ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িচ্চালক বল তার সমানুপাতিক হয়।
** এল ই ডি বাতিতে বিদ্যুৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কোনও তাপশক্তি উৎপন্ন হয় না না। যে কারণে অল্প তড়িৎ শক্তি খরচ করে ভাস্বর বাতির চেয়ে বেশি আলো পাওয়া যায়।
4.8 একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন্ ধরণের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস?
Ans: * তেজস্ক্রিয় পরমাণুটির ভরসংখ্যা
= (92 + 143)
= 235
ও পারমাণবিক সংখ্যা = 92
কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয়, তার ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌলটির ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা অপেক্ষা যথাক্রমে 4 একক ও 2 একক কম হয়।
∴ নতুন পরমাণুটির ভরসংখ্যা
= (235 – 4) = 231
ও পারমাণবিক সংখ্যা = (92 – 2) = 90
∴ নতুন পরমাণুটির কেন্দ্রকে নিউট্রন থাকবে
= (231 – 90) = 141 টি।(Ans)
প্রোটন থাকবে = 90 টি।(Ans)
** নিউক্লিয় সংযোজন (Nuclear Fusion) নক্ষত্রের শক্তির উৎস।
Complete Solution of MP-2023 P.Sc
4.9 ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো।
Ans: আধুনিক পর্যায় সারণির জনক বলা হয় রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফকে। মেন্ডেলিফ তার সময়ে আবিষ্কৃত ৬৩টি মৌল নিয়েই সারণিটি প্রস্তুত করেন। তিনি সর্বপ্রথম পর্যায় সারণীকে শ্রেণি এবং পর্যায়ে বিভক্ত করে একটি ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই শ্রেণিতে রাখেন। তবে পর্যায়শ্রেণিতে আণবিক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তিনি বিভিন্ন নতুন মৌলের সংকেতসহ তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে যান। পরে যেসব মৌলিক পদার্থ আবিষ্কৃত হয় এর অধিকাংশের ক্ষেত্রে মেন্ডেলিফের ভবিষ্যদ্বাণী মিলে যায়। যেমন তিনি বলেছিলেন অ্যালুমিনিয়ামের নিচে একটি মৌল থাকা উচিত যা তখনও আবিষ্কৃত হয় নি। পরবর্তীকালে যখন 1875 সালে এই গ্যাটিয়াম নামক মৌলটি আবিষ্কৃত হয় তখন দেখা যায় মৌলটির ধর্ম মেন্ডেলিফ যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার প্রায় কাছাকাছি।
অথবা কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়?দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও।
Ans: * কোন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার সর্ববহিস্থ শক্তিস্তরের মধ্যকার দূরত্বকেই ঐ পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে।
** C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই –
C<Si<Ge
4.10 দুই শ্রেণির তড়িবিশ্লেষ্যের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে?
Ans: * দুই শ্রেণির তড়িবিশ্লেষ্য হল –
(i) তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ ,
(ii) মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ
** তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থের পার্থক্যঃ
| বৈশিষ্ট্য | তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ | মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ |
|---|---|---|
| আয়নীভবন | লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় আয়নিত হয়। | লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় আয়নিত হয়। |
| তড়িৎ পরিবাহিতা | জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি। | জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা খুবই কম। |
| আয়ন ও অণুর উপস্থিতি | এদের জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন বর্তমান থাকে। | এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই বর্তমান থাকে। |
Complete Solution of MP-2023 P.Sc
4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির শর্তগুলি লেখো।
Ans: * রাসায়নিক বিক্রিয়া:
N2+3H2 ⇔ 2NH3 + 22.4 Kcal
** হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তগুলি হল :
(i) উষ্ণতা: 550°C উষ্ণতার প্রয়োজন।
(ii) চাপ: 200 বায়ুমন্ডলীয় চাপে বিক্রিয়াটি ঘটানো হয়।
(iii)অনুঘটক: অনুঘটক হিসেবে লৌহ চূর্ণ ব্যবহার করা হয।
(iv) উদ্দীপক: পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড এর মিশ্রণ বা মলিবডেনাম চূর্ণ উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়।
(v) পরিমাণ : 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়।
4.12 একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো।
Ans: * হাইড্রোকার্বনটি মিথেন।
** প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ:
CH4+Cl2=CH3Cl+HCl
*** মিথেন গ্যাস জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
অথবা এল পি জি (LPG)র শিল্প উৎস কী?
অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো।
Ans: * অশোধিত পেট্রোলিয়ামের বিশোধনে প্রাপ্ত গ্যাস মিশ্রণ থেকে এলপিজি পাওয়া যায়।
** অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার: ভিনিগার হিসাবে অ্যাসিটিক অ্যাসিড মাছ-মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়।
*** পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর ব্যবহার: অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হওয়ায় রান্নার বাসনপত্রে আস্তরণ দিতে ব্যবহৃত হয়।


Leave a Reply