Category: SCHOLARSHIP

  • COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply

    COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply

    COLGATE SCHOLARSHIP

    COLGATE SCHOLARSHIP

    কলগেট ইন্ডিয়া ‘-এর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ (Colgate Keep India Smiling Foundational Scholarship Programme.) প্রোগ্রামের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।আজকের পোস্টে এই স্কলারশিপে কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, পারিবারিক আয় কত হতে হবে , প্রয়োজনীয় Documents কী কী লাগবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

    এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই ছাত্রছাত্রীরা যদি কোনো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করে থেকে তাহলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

    COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ স্কিম কি ?

    CO LGATE SCHOLARSHIP ‘Colgate India’-এর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ (Colgate Keep India Smiling Foundational Scholarship Programme) প্রোগ্রামের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন? 

    একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা  (এই বছর 2022 সালে দশম শ্রেণী পাশ করেছে), সাধারণ স্নাতক ছাত্র (3 বছরের কলেজ অধ্যয়নরত BA, B.Sc, B.Com), ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা (Both Diploma & Btech) এবং বিডিএস (BDS) ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

    আবেদনের মাধ্যম

    অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য LINK নীচে দেওয়া আছে।

    স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা –

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Class 11 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class X পাশ করতে হবে।
    ii) Class X এর পরীক্ষায় অবশ্যই 75% নম্বর পেতে হবে।
    iii) আবেদনকারীকে ভারতবর্ষের কোন একটি স্বীকৃত বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COL GATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 20000 টাকা করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট 2 বার এই বৃত্তি  পাবে।

    যে যে Documents Upload করতে হবে

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) মাধ্যমিক পরীক্ষার মার্কসিট
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) স্কুল  কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for 3 Year Graduation 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class XII পাশ করতে হবে।
    ii) Class XII এর পরীক্ষায় অবশ্যই 60% নম্বর পেতে হবে।
    iii) ভারতের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছরের Graduate Course এ ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COLGATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 30000 টাকা করে তিন বছরের জন্য মোট 3 বার এই বৃত্তি  পাবে।

    বিভিন্ন স্কলারশিপ এবং পড়াশোনা , General Knowledge সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করতে থাকুন।

    যে যে Documents Upload করতে হবে

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ।
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    kanyashree
    KANYASHREE: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Professional Categories 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class XII পাশ করতে হবে।
    ii) Class XII এর পরীক্ষায় অবশ্যই 60% নম্বর পেতে হবে।
    iii) ভারতের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে Professional Categories (B.E. / B.Tech / BDS / MBBS / Others) তে ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COLGATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 30000 টাকা করে চার বছরের জন্য মোট 4 বার এই বৃত্তি  পাবে।

    COLGATE SCHOLARSHIP এ যে যে Documents Upload করতে হবে –

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ।
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    COLGATE SCHOLARSHIP Last date of Application

    আবেদনের শেষ তারিখ ৩১ শে ডিসেম্বর , ২০২২

    আবেদনের জন্য এখানে CLICK করুন।

    COLGATE SCHOLARSHIP এ কত জন এই স্কলারশিপ পাবেন ?

    মোট 501 জনকে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হবে।

    নির্বাচন পদ্ধতি

    মেধার ওপর ভিত্তি করে Merit List তৈরি করা হবে। তারপর Colgate Keep India Smiling Foundation এর পক্ষ থেকে নির্বাচিত আবেদনকারীদের Interactive Voice Response System (IVRS) এর মাধ্যমে কিছু প্রশ্ন করা হবে আবেদনকারীকে।  এই প্রক্রিয়ায় সমস্ত প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিতে পারলে আপনি নির্বাচিত হয়ে যেতে পারেন কলগেট স্কলারশিপের জন্য।

    Private Scholarship

    1. ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. জিন্দাল স্কলারশিপ / Sitaram Jindal Scholarsh ip Foundation ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. কলগেট স্কলারশিপ /Colgate Smile India Sch olarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. জি পি বিড়লা স্কলারশিপ /G. P Birla Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. অনন্ত মেধা বৃত্তি /Anant Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    7. রায়-মার্টিন স্কলারশিপ /Ray and Martin Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    8. টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
  • Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply

    Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply

    Sitaram Jindal Scholarship
    সীতারাম জিন্দাল স্কলারশিপ

    Sitaram Jindal Scholarship

    বেঙ্গালুরুর আন্তর্জাতিক এনজিও সংস্থা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন তাদের “জিন্দাল ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প” এর মাধ্যমে প্রতি বছর 12000 জনেরও বেশি গরিব ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন কোর্সে পাঠরত শিক্ষার্থীরা বছরে 50 হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে । আজকের পোষ্ট থেকে সীতারাম জিন্দাল স্কলারশিপ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই ধরনের অন্যান্য বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে জানতে গেলে আমাদের পেজটি ফলো করতে থাকুন। 

    কিভাবে আবেদন করবে?

    সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন অফলাইনে করতে হয়। স্কলারশিপের আবেদনের জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। তারপর সেই ফর্ম ইনস্টিটিউটের প্রধানকে দিয়ে সই করিয়ে  অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ফর্মটির ডাউনলোড লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল অ্যাড্রেস নীচে দেওয়া আছে ।

    এক নজরে Sitaram Jindal scholarship -এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

    বিষয়বিবরণ
    Name Of The ScholarshipSitaram Jindal scholarship
    Provided BySitaram Jindal Foundation
    Mode Of ApplicationOffline
    Application StartAny time of Current Season
    Last Date Of Application31.12.2023
    Scholarship Amount500 – ₹ 3200 Per Month
    Official Websitesitaramjindalfoundation.org

    কারা পাবে এই স্কলারশিপ
    Sitaram Jindal Scholarship

    উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক / স্নাতককোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা এবং আই.টি.আই. পড়ুয়া শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

    কী কী যোগ্যতা লাগবে সীতারাম জিন্দাল স্কলারশিপ পেতে গেলে

    “সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ 2023”-এর জন্য আবেদন করার জন্য –
    i) শিক্ষার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে
    ii) ভারতের যে কোনো ইনস্টিটিউটে পড়াশুনা করতে হবে।
    ii) রাজ্য বোর্ড/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা কোনও রাজ্য বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মেসি, মেডিকেলের মতো কোনও পেশাগত কোর্সে অধ্যয়নরত থাকতে হবে।
    iv) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২/২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
    v) ড্রপ আউট শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য যোগ্য নয়। 
    vi) আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।

    vii) শিক্ষাগত যোগ্যতা –

    CategoryA:

    আবেদনকারীকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার (ছাত্রদের ক্ষেত্রে) এবং  মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার (ছাত্রীদের ক্ষেত্রে) পেতে হবে।

    CategoryB:

    সরকারী অথবা বেসরকারী ITI পড়ুয়া ক্যাটেগরি B – এর অন্তর্গত। পূর্বের পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে কমপক্ষে 45% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 35% নম্বর পেতে হবে।

    CategoryC:

    গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে ক্যাটেগরি C প্রযোজ্য। আগের পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে কমপক্ষে 65% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে। 

    CategoryD:

    ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে ক্যাটেগরি D প্রযোজ্য। আবেদনকারীকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার (ছাত্রদের ক্ষেত্রে) এবং  মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার (ছাত্রীদের ক্ষেত্রে) পেতে হবে। 

    CategoryE:

    আবেদনকারীকে ইঞ্জিয়ারিং বা মেডিক্যাল কোর্সের পড়ুয়া হতে হবে। আবেদনকারীকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার (ছাত্রদের ক্ষেত্রে) এবং  মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার (ছাত্রীদের ক্ষেত্রে) পেতে হবে। 

    স্কলারশিপের জন্য যে যে Documents লাগবে
    Sitaram Jindal Scholarship

    i) শেষ পরীক্ষায় উত্তীর্ণ রেজাল্টের  (Marksheet) জেরক্স।
    ii) Higher Secondary /SSLC/HSC এর রেজাল্টের  (Marksheet) জেরক্স।
    iii) মাধ্যমিকের এডমিট কার্ড ।
    iv) আবেদনের তারিখ থেকে 4 বছরের বেশি পুরানো নয় এবং বৈধ আয়ের শংসাপত্রের ফটোকপি
    v) Annexure-VIII অনুযায়ী বার্ষিক ফি সংক্রান্ত শংসাপত্র।(Fees Receipt)
    vi) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ ছাত্র)
    vii) হোস্টেলারদের জন্য, প্রযোজ্য হিসাবে Annexure-IV বা Annexure-IX অনুযায়ী ওয়ার্ডেন বা ব্যক্তিগত বাসস্থানের মালিকের কাছ থেকে একটি শংসাপত্র।
    viii) শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।
    ix) পাসপোর্ট সাইজের কালার ছবি।
    x) আধার কার্ডের স্ক্যান কপি।
    xi) ছাত্রের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ।

    স্কলারশিপের পরিমাণ

    CategoryAmount / Month
    (Boys)
    Amount / Month
    (Girls)
    Category “A”₹ 500₹ 700
    Category “B”₹ 500₹ 700
    Category “C” (Graduate)₹ 1100₹ 1400
    Category “C” (Graduate)
    Physically Handicapped
    ₹ 1400₹ 1400
    Category “C” (Graduate)
    Ex-Serviceman, Widow
    ₹ 1500 1500
    Category “C” (Post Graduate) 1500₹ 1800
    Category “C” (Post Graduate)
    Ex-Serviceman, Physically Handicapped, Widow
    ₹ 1800₹ 1800
    Category “D”₹ 1000₹ 1200
    Category “E”₹ 2000₹ 2300
    Category “E”(Medicine)₹ 2500₹ 3000
    Category “E”(Post Graduation)₹ 2800₹ 3200

    গুরুত্বপূর্ণ তারিখ

    বিষয়তারিখ
    আবেদন শুরুর তারিখআবেদন চলছে
    আবেদন শেষের তারিখ৩১-এ ডিসেম্বর , ২০২৩

    গুরুত্বপূর্ণ LINK

    সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ডাউনলোড

    Sitaram Jindal Scholarship এর application form (pdf) ডাউনলোড করতে এখানে CLICK করো।

    সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট

    অফিসিয়াল ওয়েবসাইট https://www.sitaramjindalfoundation.org/

    সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম পাঠাবার ঠিকানা

    ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করার পর নিম্নের ঠিকানায় স্পীড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে –
    The Trustee,
    Sitaram Jindal Foundation,
    Jindal Nagar,
    Tumkur Road,
    Bengaluru 560073
    অথবা
    Sitaram Jindal Foundation
    “NATURELLE”
    No.11, Green Avenue,
    Behind Sector D III,
    Bhatta Road,
    Vasant Kunj,
    New Delhi- 110 070

    Private Scholarship

    1. ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. জিন্দাল স্কলারশিপ / Sitaram Jindal Scholarsh ip Foundation ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. কলগেট স্কলারশিপ /Colgate Smile India Sch olarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. জি পি বিড়লা স্কলারশিপ /G. P Birla Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. অনন্ত মেধা বৃত্তি /Anant Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    7. রায়-মার্টিন স্কলারশিপ /Ray and Martin Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    8. টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    Disclaimer

    এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022.in এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে  অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

error: Content is protected !!