AIKYASHREE ।। KANYASHREE ।। SHIKSHASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।।NABANNASCHOLARSHIP ।।
প্রিয় ছাত্র ছাত্রী, আমাদের ওয়েবসাইট prostuti2022.in -এ স্বাগত। আজকের পোস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ Oasis Scholarship ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। এই পোস্ট থেকে ওয়েসিস স্কলারশিপ কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া , ওয়েসিস স্কলারশিপের status কিভাবে check করতে হবে তা জানা যাবে।
পশ্চিমবঙ্গের তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের একদম প্রাথমিক স্তর থেকে পোস্ট গ্রাজুয়েশন স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল Oasis Scholarship 2022 ওয়েসিস স্কলারশিপ ।
OASIS SCHOLARSHIP 2022 / ওয়েসিস স্কলারশিপ ২০২২ ঃ
কারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে ঃ
তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) শ্রেণির অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে।
আবেদনের মাধ্যম ঃ
ওয়েসিস স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা ঃ
(i) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। (ii) আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই SC, ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। (iii) রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে। (iv) শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে। (v) শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় দুই লক্ষ টাকা বা তার কম হতে হবে।
Oasis Scholarship 2022 প্রয়োজনীয় নথি ঃ
(i) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। (ii) আবেদনকারীর বিগত পরীক্ষার মার্কশিট। (iii) আবেদনকারীর জাতিগত শংসাপত্র (SC, ST, OBC)। (iv) ব্যাঙ্কের পাসবই এর প্রথম পাতার কপি। (v) আধার কার্ডের কপি। (vi) আবেদনকারীর পিতা মাতার ভোটার কার্ড। (vii) ইনকাম সার্টিফিকেট।
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন
বৃত্তি ঃ
Pre-matric scholarship (SC students)
A. Day Scholars
10 মাসের জন্য প্রতি মাসে Rs. 150 + বার্ষিক Rs.750 অনুদান
B. Hostellers
10 মাসের জন্য প্রতি মাসে Rs. 750 + বার্ষিক Rs.1000 অনুদান
Pre-matric scholarship (ST students)
A. Day Scholars
10 মাসের জন্য প্রতি মাসে Rs. 150 + বার্ষিক Rs.750 অনুদান
B. Hostellers
10 মাসের জন্য প্রতি মাসে Rs. 750 + বার্ষিক Rs.1000 অনুদান
Post-matric scholarship (SC/ST students)
A. Day Scholars
প্রতি মাসে Rs. 550
B. Hostellers
প্রতি মাসে Rs. 550
Medical / Engineering/ BSc (Agri)/ MPhil/ PhD/ LLM students
A. Day Scholars
প্রতি মাসে Rs. 550
B. Hostellers
প্রতি মাসে Rs. 550
B.Pharm/ LLB/ B.Nursing/ PG/ Hotel Management courses etc.
1. অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন অথবা এখানে ক্লিক করুন। 2. যে পেজটি খুলবে সেখানে ‘Students Registration’ এ ক্লিক করুন। 3. স্ক্রিনে একটি popup উইন্ডো খুলবে। 4. আপনার District এর চেক বক্সে ক্লিক করে submit বাটন ক্লিক করুন। 5. কী কী করবেন, কী কী করবেন না তা ভালো করে দেখে নিয়ে I Agree তে ক্লিক করুন। 6. সেখানে আপনার ‘Caste Certificate No’ তে নম্বর লিখুন, ‘Issuing Date’ এ ডেট লিখুন , ‘Select Type’ থেকে Typeসিলেক্ট করুন এবং সবশেষে ক্যাপচা দিয়ে Submit করুন।
ওয়েসিস স্কলারশিপে কিভাবেস্ট্যাটাস চেককরবেন
1. অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন অথবা এখানে ক্লিক করুন। 2. যে পেজটি খুলবে সেখানে ‘Track an application ‘এ ক্লিক করুন। 3. স্ক্রিনে একটি popup উইন্ডো খুলবে। 4. আপনার District এর চেক বক্সে ক্লিক করে submit বাটন ক্লিক করুন। 5. সেখানে আপনার ‘Application Serial No. /User Id’ তে সিরিয়াল নম্বর/ ইউজার আই ডি দিন, ‘Applied District’ থেকে District সিলেক্ট করুন, ‘Session’ থেকে Session সিলেক্ট করুন এবং সবশেষে ক্যাপচা দিয়ে Check Status এ ক্লিক করুন। আপনি আপনার আবেদনের Status দেখতে পারবেন।
SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM) || স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship )2022 – 2023 এর নতুন নিয়মের আবেদন পদ্ধতি || Swami Vivekananda Scholarship Renewal 2023 || স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একারা আবেদন করতে পারবে।|| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এরপরিমাণ কত ? || স্বামী বিবেকানন্দ স্কলারশিপএর জন্য কী কী যোগ্যতা লাগবে || স্বামী বিবেকানন্দ স্কলারশিপএর গুরুত্ব পূর্ণ দিন || swami vivekananda scholarship renewal 2023
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ / বিকাশ ভবন স্কলারশিপ / Swami Vivekananda Merit cum Means Scholarship(SVMCM) 2022 ঃ
প্রিয় ছাত্র ছাত্রী, আমাদের ওয়েবসাইট prostuti2022.in -এ স্বাগত। আজকের পোস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এই পোস্ট থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া , স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে renewal করতে হবে তা জানা যাবে।
পশ্চিমবঙ্গের দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Swami Vivekananda Merit cum Means Scholarship(SVMCM) 2022 বা বিকাশ ভবন স্কলারশিপ প্রদান করা হয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন নিয়মের (2022-23) আবেদন পদ্ধতি
2022 সালে মাধ্যমিক পাস করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল শুধুমাত্র তারা নতুন করে এপ্লিকেশন করতে পারতো এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছে তারা আবেদনপত্র রিন্যুয়াল করতে পারতো কিন্তু 2022 – 23 শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক, পলিটেকনিক, স্নাতক স্তরের ছাত্র-ছাত্রী, স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রী, মেডিকেল এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
প্রাপক ঃ
একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণী অথবা ডিপ্লোমা পাঠরত General / SC / OBC সহ সমস্ত জনগোষ্ঠীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।
অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হয়।
এই স্কলারশিপের জন্য যে যে যোগ্যতা লাগে ঃ
Swami Vivekananda Merit cum Means Scholarship(SVMCM) 2023 Eligibility :- (i) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। (ii) শিক্ষার্থীর পরিবারের পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকা বা তার কম হতে হবেকমপক্ষে। (iii) আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর (Higher Secondary / Diploma এর ক্ষেত্রে), Higher Secondary পরীক্ষায় 60 % নম্বর (Undergraduate এর ক্ষেত্রে), A. Graduation পরীক্ষায় 53% নম্বর (PG level এর ক্ষেত্রে), B. Graduation পরীক্ষায় 45% নম্বর (PG level এর K3 এর ক্ষেত্রে), C. Graduation পরীক্ষায় 55% নম্বর (Engineering এর ক্ষেত্রে) (iv) Regular course-এর শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। (v) একই পরিবারের কেবল মাত্র দুইজনই আবেদন করতে পারবে। (vi) যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্যের মধ্যে অবস্থিত হতে হবে। (vi) কন্যাশ্রী আবেদনকারী (K3): K2 এর ID থাকতে হবে এবং 45% নম্বর থাকতে হবে। (vii) M. Phil /Phd: এক্ষত্রে কোনো নিদিষ্ট নম্বর এর প্রয়োজন হয় না।
Colgate Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রয়োজনীয় নথি ঃ
(i) Aadhar Card এর জেরক্স (ii) Passport Size Color Photo (iii) Bank Passbook এর প্রথম পৃষ্ঠার জেরক্স। (iv) সর্বশেষ যোগ্যতা পরীক্ষার Self-attested Mark Sheet এর জেরক্স ( উভয় দিক) (v) সর্বশেষ যোগ্যতা পরীক্ষার Admit Card (vi) স্কুল/ কলেজ / ইউনিভার্সিটির এই বছরের Admission এর রশিদ (vii) মাধ্যমিক পরীক্ষার Admit Card। (viii) Family Annual Income Certificate (original) (x) Birth Certificate. (viii) Residential / Domicile certificate (রেশন কার্ড / ভোটার আইডি / আধার কার্ড ইত্যাদি)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো।
Registration Process
1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অথবা এখানে ক্লিক করুন । 2. অফিশিয়াল ওয়েবসাইটের পেজটি খুলে যাবে। 3. তারপরে পেজের উপর দিকে লেখা ‘Registration‘ ট্যাবে ক্লিক করুন। 3. তখন ‘How To Apply’ লেখা একটি পেজ খুলবে। পেজে দেওয়া তথ্যগুলো ভালোভাবে পড়ে নিচের দিকে থাকা চেক বক্সটি ক্লিক করে ‘Proceed for Registration’ এ ক্লিক করুন।
Registration Process
4. এতে একটি popup উইন্ডো আসবে সেটির ‘close’ বাটনে ক্লিক করে বন্ধ করে দিন। 5. এবার আপনার জন্য প্রযোজ্য ক্যাটাগরিটি বেছে নিয়ে ‘Apply For Fresh Application’ বোতামে ক্লিক করুন। 6. এবার একটি Form ওপেন হবে। ফর্মে প্রয়োজনীয় তথ্য গুলো entry করুন। ফর্মের নিচে password লেখা রোতে একটি password দিন এবং password টি নিশ্চিত করার জন্য পুনরায় password টি লিখুন। এবার ‘Register’ লেখা বাটনে ক্লিক করুন। ( **** password টি লিখে রাখুন যেটা পরবর্তীকালে login করার সময় কাজে লাগবে) Registration হয়ে গেলে, আবেদনকারী একটি 15 characters এর ‘Application ID’ পাবেন। (**** এই ‘Application ID টি লিখে রাখুন। অনলাইনে login করতে এটি কাজে লাগবে)
Online Application
Upload Documents
1. এবার আবেদনকারীকে পুনরায় Application ID এবং Password দিয়ে login করতে হবে। 2.ড্যাশবোর্ডে ‘Edit Profile / Application’ ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3. পুনরায় অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করুন। 4. আবেদনকারীর ছবি (JPG/JPEG format and size 20 kb -50 kb) ও স্বাক্ষর ( JPG/JPEG format and size 20 kb – 50 kb) স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করুন। 5. তারপর‘Save & Next’ বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যান। 6. এই অংশে আবেদনকারীকে তার দেওয়া তথ্যের ডকুমেন্টগুলি (PDF format and size 400 kb এর মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
Submission
1. ভিউ মোডে ক্লিক করে সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিন। 2. ‘Finalize Application‘ অপশনে ক্লিক করুন এবং প্রক্রিয়া সম্পন্ন করুন । **** এই অপশনে ক্লিক করার পর কিন্তু আবেদনকারী আর কোন তথ্য edit করতে পারবেন না। সুতরাং ‘Finalize Application‘ এ ক্লিক করার আগে সমস্ত তথ্য ভালো করে চেক করে নিন।