Category: Government Scholarship

  • Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility

    Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility

    Medhasree মেধাশ্রী Scholarship
    How to apply, Check Date, Eligibility

    Medhasree মেধাশ্রী Scholarship – How to apply, Check Date, Eligibility

    AIKYASHREE ।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS ।। NABANNA

    Check Date, Eligibility, Scholarship Amount etc

    পশ্চিমবঙ্গ সরকার সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দানের জন্য নতুন একটি স্কলারশিপ মেধাশ্রী প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (Medhashree Pre-Matric Scholarship) চালু করল।

    Medhasree
    এক নজরে মেধাশ্রী স্কলারশিপ

    স্কলারশিপের নামWest Bengal Medhashree Scholarship 2023
    মেধাশ্রী প্রকল্প)
    কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
    স্কলারশিপের ঘোষণা১৯শে জানুয়ারি, 2023
    উপভোক্তাপঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত OBC সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী
    আবেদন পদ্ধতিঅনলাইন
    যোগ্যতাছাত্র-ছাত্রীদের অবশ্যই OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে এবং তাদের পন্চম থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত থাকতে হবে। 
    বৃত্তির পরিমানপ্রতি মাসে 800 টাকা
    আবেদন শুরু
    আবেদনের শেষ তারিখ
    Official Websitehttps://www.anagrasarkalyan.gov.in/
    Helpline Number1800-120-2130
    Official Emailmdfc.wb@gmail.com

    মেধাশ্রী প্রকল্প কি?

    পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিরঅনগ্রসর শ্রেণির পড়ুয়াদের (ওবিসি ছাত্র- ছাত্রীদের) আর্থিক সহায়তা দানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৯শে জানুয়ারি ২০২৩, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র- ছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প নামক একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের (ওবিসি ছাত্র- ছাত্রীদের) প্রতি মাসে 800 টাকা করে বৃত্তি দেওয়া হবে।

    scholarship-sitaram-jindal
    Sitaram Jindal scholarship: বিস্তারিত জানতে এখানে CLICK করুন,

    Medhasree স্কলারশিপ কারা পাবে

    পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনগ্রসর শ্রেণির (V-VIII) OBC ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

    মেধাশ্রী স্কলারশিপের জন্য যে যে যোগ্যতা প্রয়োজন

    (i) আবেদনকারীে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
    (ii) ছাত্র-ছাত্রীদের অনগ্রসর শ্রেণির (OBC)  অন্তর্ভুক্ত হতে হবে।
    (iii) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 250000 টাকা বা তার কম হতে হবে।
    (iv) পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত হতে হবে।
    (v) ছাত্র-ছাত্রীদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
    (vi) অন্য কোনো সরকারি  স্কলারশিপ পেলে এই স্কলারশিপ নেওয়া যাবে না।
    (vii) আবেদনকারীর জাতিগত শংসাপত্র থাকতে হবে।

    Government Scholarship

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

    Medhasree
    মেধাশ্রী প্রি-ম্যাট্রিক স্কলারশিপ আবেদন পদ্ধতি

    মেধাশ্রী স্কলারশিপ এর আবেদন অনলাইনে করতে হযবে। ছাত্র-ছাত্রীরা নিজে থেকে আবেদন করতে পারবে না, আবেদন স্কুল করবে।

    মেধাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

    মেধাশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথি (Documents) লাগবে-
    (i) আবেদনকারীর ওবিসি শংসাপত্র
    (ii) পরিবারের বার্ষিক আয়ের (250000 টাকা বা তার কম) প্রমাণপত্র
    (iii) শেষ পরীক্ষার মার্কশিট
    (iv) আবেদনকারীর আধার কার্ড
    (v) পশ্চিমবঙ্গের অধিবাসীর প্রমাণপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
    (vi) আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
    (vii) সাম্প্রতিক তোলা রঙিন ছব

    Medhasree
    মেধাশ্রী স্কলারশিপের পরিমান

    মেধাশ্রী স্কলারশিপের পরিমান বছরে ৮০০ টাকা।

    Medhasree
    মেধাশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা

    আবেদন শুরু :
    আবেদনের শেষ তারিখ :

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    Medhasree
    মেধাশ্রী প্রি-ম্যাট্রিক স্কলারশিপ আবেদন পদ্ধতি

    ছাত্র-ছাত্রীরা নিজেরা সরাসরি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল আবেদন করবে স্কুলের নিজস্ব শিক্ষাশ্রী (Shikashree) স্কলারশিপের Uploader Log In ID এবং Password দিয়ে। ছাত্র-ছাত্রীদের আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বিদ্যালই সম্পন্ন কবে।

    Official Website : http://202.66.172.169/

    FAQ
    1. হোস্টেলে থাকলে কি আবেদন করতে পারবে?
    Ans: হোস্টেলে থাকলে আবেদন যোগ্য নয়।

    2. যদি কোনো কারণে কেউ অনুত্তীর্ণ হয় তবে সে কি একই শ্রেণিতে পড়ার জন্য স্কলারশিপ পাবে ?
    Ans: অনুত্তীর্ণ হলে একই শ্রেণিতে পড়ার জন্য স্কলারশিপ পাবে না।

    3. পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে এমন ছাত্র-ছাত্রীরা কি মেধাশ্রী স্কলারশিপের জন্য যোগ্য ?
    Ans: পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে এমন ছাত্র-ছাত্রীরা মেধাশ্রী স্কলারশিপের জন্য যোগ্য নয়।

  • NABANNA নবান্ন Scholarship – How to apply

    NABANNA নবান্ন Scholarship – How to apply

    NABANNA নবান্ন Scholarship 2022

    AIKYASHREE ।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS

    নবান্ন Scholarship ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ ||
    Nabanna Scholarship 2022 or Uttarkanya Scholarship 2022

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের নবান্ন Scholarship 2022 প্রদান করে। দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। আজকের পোস্টে এই স্কলারশিপের আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনর pdf form ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 

    নবান্ন SCHOLARSHIP কী?

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক বা তার পরবর্তী স্তরে পশ্চিমবঙ্গের মেধাবী কিন্তু অর্থনীতিক কারণে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের একটি স্কলারশিপ দ্বারা আর্থিক সাহায্য প্রদান করে যা দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটি তিনটি স্তরে বিভক্ত –

    • উচ্চ-মাধ্যমিক স্তর (H.S. Level)
    • স্নাতক স্তর (U.G. Level)
    • স্নাতকোত্তর স্তর (P.G. Level)

    এক নজরে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ

    স্কলারশিপনবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
    কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
    উপভোক্তাউচ্চ-মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী
    উদ্দেশ্যআর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া
    স্কলারশিপের পরিমান    প্রতি বছর ১০,০০০ টাকা
    আবেদন শুরুবছরের যে কোন সময় আবেদন করা যায়
    আবেদনের শেষ তারিখকোনো শেষ তারিখ নেই

    এছাড়া অন্যান্য সরকারী এবং বেসরকারী স্কলারশিপ সম্বন্ধে জানতে গেলে আমাদের এই পেজ prostuti2022 ফলো করতে থাকো।

    নবান্ন SCHOLARSHIP বা উত্তরকন্যা স্কলারশিপে কারা আবেদন করতে পারবে

    উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ

    i) শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    ii) শেষ পরীক্ষায় রাজ্যের স্বীকৃতপ্রাপ্ত কোনো Board, Council বা University থেকে শিক্ষার্থীকে স্নাতক হতে হবে।
    iii) পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীকে উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
    iv) মাধ্যমিকে 50% – 60% (উচ্চ-মাধ্যমিকের জন্য),
    উচ্চ-মাধ্যমিকে 50% – 60% (স্নাতকের জন্য),
    স্নাতকে 50% – 53% (স্নাতকোত্তর স্তরের জন্য) নম্বর পেতে হবে।
    v) পারিবারিক সর্বোচ্চ আয় বার্ষিক এক লাখ কুড়ি হাজার (120000) টাকার বেশি যেন না হয়।
    vi) আবেদনকারী শেষ বছরে রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

    Government Scholarship

    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

    উত্তরকন্যা বা NABANNA নবান্ন Scholarship 2022 প্রয়োজনীয় কাগজপত্রঃ

    নবান্ন স্কলারশিপ 2022 / উত্তরকন্যা স্কলারশিপ 2022 এ আবেদনের সময় A4 সাইজের পেপারে আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত documents গুলো অবশ্যই জমা দিতে হবে –
    i) বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
    ii) শেষ পরীক্ষার মার্কশিটের জেরক্স।
    iii) এন্ট্রাস পরীক্ষার Rank Card এবং সিলেকশন কমিটির Allotment letter (JEE or Equivalent Examination)iv)  এলাকার MP / MLA -এর রেকোমেন্ডেশন লেটার যেখানে শিক্ষার্থীর পারিবারিক আয় লেখা থাকবে।
    v) ব্যাঙ্কের পাশ বইয়ের বিস্তারিত তথ্যসহ (Bank Name, Branch Name, Branch Code, IFSC Code, Account Number ) প্রথম পাতার জেরক্স ।
    vi) DM / SDO / BDO / Joint B.D.O. এর নীচে র‍্যাঙ্ক নয় এমন Group-A সরকারী অফিসার / পৌরসভার ক্ষেত্রে Executive Officer / কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার দ্বারা প্রদত্ত পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
    vii) ছাত্রছাত্রীর স্ব-ঘোষণাপত্র (বর্তমানে ভর্তি হওয়া কোর্সের বিবরণ, সরকারী বা প্রাইভেট কোনো স্কলারশিপ পেয়েছে কিনা উল্লেখ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকবে)।
    viii) যোগাযোগের জন্য মোবাইল নম্বর। 

    স্কলারশিপের পরিমানঃ

    প্রতি বছর ১০,০০০ টাকা। তবে তা কোর্সের উপর নির্ভরশীল।

    নবান্ন স্কলারশিপ 2022 / উত্তরকন্যা স্কলারশিপ 2022 এ আবেদনের তারিখঃ

    আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। যেকোনো সময় আবেদন করা যায় ।

    *** জেরক্স কপিগুলি Group-A সরকারী অফিসার দ্বারা অ্যাটেস্টেড থাকতে হবে। ***

    Nabanna Scholarship এ আবেদন করার পদ্ধতি –

    Nabanna Scholarship বা Uttarkanya Scholarship এর আবেদন পদ্ধতি

    Uttarkanya Scholarship বা Nabanna Scholarship -এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে Offline এ হয়ে থাকে। এর জন্য প্রথমে Application Form ডাউনলোড করতে হবে অথবা নিজে হাতে লিখেও আবেদন করা যায়।আবেদন পত্র টি সঠিক ভাবে পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পোস্টে পাঠিয়ে দিন অথবা নিজে গিয়ে জমা দিয়ে আসুন।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ

    নবান্ন স্কলারশিপ

    Department of CMRF Scholarship,
    The Assistant Secretary,
    Chief Minister’s Office,
    ‘Nabanna’
    325 , Sarat Chatterjee Road
    Howrah – 711 102

    উত্তরকন্যা স্কলারশিপ

    Department of CMRF Scholarship,
    Office of the Chief Minister’s Mini Secretariat,
    ‘UTTARKANYA’,
    New Satellite Township,
    Fulbari , Near NJP Station ,
    Jalpaiguri

    কেবলমাত্র অভিভাবকের মাধ্যমে বা নিজে গিয়ে সরাসরি অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে LINK :

    :

    Official Website : CLICK HERE

    NABANNA নবান্ন Scholarship 2022 ফর্ম ডাউনলোড (pdf) করতে ক্লিক করুন

    নবান্ন স্কলারশিপ ফর্ম ডাউনলোড (pdf) করতে ক্লিক করুনDOWNLOAD

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর পূননবীকরন পদ্ধতি

    Nabanna বা Uttarkanya Scholarship টি আলাদা করে পূননবীকরন করার দরকার পরে না। যে কোর্সের জন্য আবেদনকারী একবার আবেদন করবে সেই কোর্স যত দিন চলবে তত দিন অবধি আবেদনকারী এই Scholarship এর টাকা পেয়ে যাবে।

    FAQ

    1. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কি
    ANS:- নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর কোন শেষ তারিখ নেই । বছরের যে কোনো সময় এই স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়।
    2. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ Online এ কবে থেকে আবেদন শুরু হবে ?
    ANS:- নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ শুধু মাএ Offline আবেদন করতে হয়। বছরের যে কোনো সময় এই স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়।
    3. বিকাশ ভবন স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ উভয় স্কলারশিপে কী একসঙ্গে আবেদন করা যায়? 
    ANS:- বিকাশ ভবন স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ দুটোই সরকারি স্কলারশিপ। তাই যে কোন একটি স্কলারশিপ পেলে অপরটি পাওয়া যাবে না।

error: Content is protected !!