JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
কলকাতায় অবস্থিত Autonomous Society, Jagadis Bose National Science Talent Search (JBNSTS) পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য JBNSTS স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। জগদিস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) দশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য JBNSTS Junior এবং JBNSTS Senior বৃত্তি চালু করেছে। JBNSTS জুনিয়র এবং সিনিয়র ট্যালেন্ট অনুসন্ধান পরীক্ষার মাধ্যমে এই বৃত্তিগুলির জন্য ছাত্রদের নির্বাচন করা হয়। JBNSTS Junior এবং Senior ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে JBNSTS অফিসিয়াল ওয়েবসাইট: www.jbnsts.ac.in-এ চলছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হল 31শে জুলাই, 2023 ; আজকের নিবন্ধে JBNSTS স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল।
এক নজরে JBNSTS স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যঃ
| স্কলারশিপের নাম | JBNSTS’ Junior & Senior Scholarship |
| স্কলারশিপ প্রদানকারী | JAGADIS BOSE NATIONAL SCIENCE TALENT SEARCH (JBNSTS) |
| শিক্ষাবর্ষ | 2023 |
| আবেদনের পদ্ধতি | অনলাইন |
| কারা আবেদন করতে পারবে | দশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী |
| স্কলারশিপের ভাগ | 1.JUNIOR TALENT SEARCH TEST (JTST) / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB) 2. SENIOR TALENT SEARCH TEST (STST) / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB) |
| আবেদন শুরু | 1st June, 2023 |
| আবেদনের শেষ তারিখ | 31st July, 2023 |
| পরীক্ষার তারিখ | 20th August, 2023 |
| পরীক্ষার ফী | For: JTST / JBKMB: ₹ 100 For: STST / SBKMB: ₹ 200 |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://jbnsts.ac.in/ |
.JUNIOR TALENT SEARCH TEST (JTST) /
JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB)
JTST / JBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for JTST / JBKMB)
1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2. শিক্ষার্থীকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় (2023) 75% অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science থেকে অন্তত তিনটি বিষয় থাকতে হবে) পড়াশোনা করতে হবে।
3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
4. JBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
JTST / JBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি
1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
2. মাধ্যমিকের Admit card (Scanned copy):
3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
5. একাদশ শ্রেণিতে ভর্তির প্রমাণপত্র (Scanned copy);
Medhasree Scholarship মেধাশ্রী স্কলারশিপ Details
JTST / JBKMB -এ আবেদনের ক্ষেত্রে আবশ্যিক
1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।
JTST / JBKMB পরীক্ষার ফী (Fees of JTST / JBKMB Examination)
JTST / JBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 100 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।
Online Payment করা যাবে –
1. Net Banking এর মাধ্যমে।
2. Debit Card এর মাধ্যমে।
3. Credit Card এর মাধ্যমে।
4. Wallet এর মাধ্যমে।
5. UPI এর মাধ্যমে।
একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।
S N Dey Class-XI Complete Solution Of Set Theory Exercise – 1
একাদশ শ্রেণির সেট তত্ত্ব প্রশ্নমালা- 1-LA
CLICK HERE
JTST / JBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ
এটি একটি দ্বিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।
লিখিত পরীক্ষা ও interview এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।
JTST / JBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ
FOR JUNIOR SCHOLARSHIP: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।
FOR JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।
SENIOR TALENT SEARCH TEST (STST) /
SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB)
STST / SBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for STST / SBKMB)
1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2. শিক্ষার্থীকে 2023 সালে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় (2023) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ (স্নাতক) / BS-MS / Medicine / Engineering -এ পড়াশোনা করতে হবে।
3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
4. যারা B.Sc. Pass course / Diploma course / B.Sc. Nursing course এ ভর্তি হয়েছে তারা আবেদনের যোগ্য নয়।
4. SBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি
1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
2. উচ্চ-মাধ্যমিকের Marksheet (Scanned copy):
3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
5. ভর্তির প্রমাণপত্র (Scanned copy);
জি. পি. বিড়লা স্কলারশিপ Details
STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে আবশ্যিক
1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।
STST / SBKMB পরীক্ষার ফী (Fees of STST / SBKMB Examination)
STST / SBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 200 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।
Online Payment করা যাবে –
1. Net Banking এর মাধ্যমে।
2. Debit Card এর মাধ্যমে।
3. Credit Card এর মাধ্যমে।
4. Wallet এর মাধ্যমে।
5. UPI এর মাধ্যমে।
একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।
STST / SBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ
এটি একটি ত্রিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।
3. শেষ পর্যায়ে Interview এ পাস করা আবেদনকারীদের Creativity Test নেওয়া হবে ।
লিখিত পরীক্ষা , interview ও Creativity Test এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।
STST / SBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ
FOR SENIOR SCHOLARSHIP: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।
FOR SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।
JBNSTS এর গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | 1st June, 2023 |
| আবেদন শেষ | 31st July, 2023 |
| পরীক্ষার তারিখ | 20th August, 2023 |
| ইন্টারভিউ | |
| Scientific Creativity Test | |
| Final Result |
JBNSTS Scholarship 2023 এর গুরুত্বপূর্ণ LINK
Online Application Link for Junior Scholarship (JTST / JBKMB)
Online Application Link for Senior Scholarship (STST / SBKMB)
Download Admit Card / Print Application Form
Final Result of JBNSTS Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti 2022
Final Result of JBNSTS Senior Talent Search Test – 2022
Official Website
Disclaimer
এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022.in এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE
















