Category: Government Scholarship

  • JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    কলকাতায় অবস্থিত Autonomous Society, Jagadis Bose National Science Talent Search (JBNSTS) পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য JBNSTS স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। জগদিস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) দশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য JBNSTS Junior এবং JBNSTS Senior বৃত্তি চালু করেছে। JBNSTS জুনিয়র এবং সিনিয়র ট্যালেন্ট অনুসন্ধান পরীক্ষার মাধ্যমে এই বৃত্তিগুলির জন্য ছাত্রদের নির্বাচন করা হয়। JBNSTS Junior এবং Senior ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে JBNSTS অফিসিয়াল ওয়েবসাইট: www.jbnsts.ac.in-এ চলছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হল 31শে জুলাই, 2023 ; আজকের নিবন্ধে JBNSTS স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

    এক নজরে JBNSTS স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যঃ

    স্কলারশিপের নামJBNSTS’ Junior & Senior Scholarship
    স্কলারশিপ প্রদানকারীJAGADIS BOSE NATIONAL SCIENCE TALENT SEARCH (JBNSTS)
    শিক্ষাবর্ষ2023
    আবেদনের পদ্ধতি অনলাইন
    কারা আবেদন করতে পারবেদশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী
    স্কলারশিপের ভাগ1.JUNIOR TALENT SEARCH TEST (JTST) /
    JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB)
    2. SENIOR TALENT SEARCH TEST (STST) /
    SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB)
    আবেদন শুরু1st June, 2023
    আবেদনের শেষ তারিখ31st July, 2023
    পরীক্ষার তারিখ20th August, 2023
    পরীক্ষার ফীFor: JTST / JBKMB: ₹ 100
    For: STST / SBKMB: ₹ 200
    অফিশিয়াল ওয়েবসাইটhttps://jbnsts.ac.in/

    .JUNIOR TALENT SEARCH TEST (JTST) /
    JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB)

    JTST / JBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for JTST / JBKMB)

    1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
    2. শিক্ষার্থীকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় (2023) 75% অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science থেকে অন্তত তিনটি বিষয় থাকতে হবে) পড়াশোনা করতে হবে।
    3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
    4. JBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।

    JTST / JBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

    1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    2. মাধ্যমিকের Admit card (Scanned copy):
    3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
    4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
    5. একাদশ শ্রেণিতে ভর্তির প্রমাণপত্র (Scanned copy);

    Medhasree Scholarship মেধাশ্রী স্কলারশিপ Details

    JTST / JBKMB -এ আবেদনের ক্ষেত্রে আবশ্যিক

    1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
    2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

    JTST / JBKMB পরীক্ষার ফী (Fees of JTST / JBKMB Examination)

    JTST / JBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 100 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।

    Online Payment করা যাবে –
    1. Net Banking এর মাধ্যমে।
    2. Debit Card এর মাধ্যমে।
    3. Credit Card এর মাধ্যমে।
    4. Wallet এর মাধ্যমে।
    5. UPI এর মাধ্যমে।
    একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।

    S N Dey Class-XI Complete Solution Of Set Theory Exercise – 1
    একাদশ শ্রেণির সেট তত্ত্ব প্রশ্নমালা- 1-LA
    CLICK HERE

    JTST / JBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ

    এটি একটি দ্বিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
    1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
    2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।

    লিখিত পরীক্ষা ও interview এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।

    JTST / JBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ

    FOR JUNIOR SCHOLARSHIP: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।

    FOR JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।

    SENIOR TALENT SEARCH TEST (STST) /
    SENIOR
    BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB)

    STST / SBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for STST / SBKMB)

    1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
    2. শিক্ষার্থীকে 2023 সালে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় (2023) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ (স্নাতক) / BS-MS  / Medicine / Engineering  -এ পড়াশোনা করতে হবে।
    3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
    4. যারা B.Sc. Pass course / Diploma course / B.Sc. Nursing course এ ভর্তি হয়েছে তারা আবেদনের যোগ্য নয়।
    4. SBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।

    STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

    1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    2. উচ্চ-মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
    4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
    5. ভর্তির প্রমাণপত্র (Scanned copy);

    জি. পি. বিড়লা স্কলারশিপ Details

    STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে আবশ্যিক

    1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
    2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

    STST / SBKMB পরীক্ষার ফী (Fees of STST / SBKMB Examination)

    STST / SBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 200 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।

    Online Payment করা যাবে –
    1. Net Banking এর মাধ্যমে।
    2. Debit Card এর মাধ্যমে।
    3. Credit Card এর মাধ্যমে।
    4. Wallet এর মাধ্যমে।
    5. UPI এর মাধ্যমে।
    একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।

    STST / SBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ 

    এটি একটি ত্রিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
    1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
    2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।
    3. শেষ পর্যায়ে Interview এ পাস করা আবেদনকারীদের Creativity Test নেওয়া হবে ।

    লিখিত পরীক্ষা , interview ও Creativity Test এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।

    STST / SBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ

    FOR SENIOR SCHOLARSHIP: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।

    FOR SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।

    JBNSTS এর গুরুত্বপূর্ণ তারিখ

    আবেদন শুরু1st June, 2023
    আবেদন শেষ31st July, 2023
    পরীক্ষার তারিখ20th August, 2023
    ইন্টারভিউ
    Scientific Creativity Test
     Final Result

    JBNSTS Scholarship 2023 এর গুরুত্বপূর্ণ LINK

    Online Application Link for Junior Scholarship (JTST / JBKMB)

    Online Application Link for Senior Scholarship (STST / SBKMB)

    Download Admit Card / Print Application Form

    Final Result of JBNSTS Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti 2022

    Final Result of JBNSTS Senior Talent Search Test – 2022

    Official Website

    Disclaimer

    এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022.in এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে  অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

  • Vidyasagar Science Olympiad How To Apply  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড

    Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড

    Vidyasagar Science Olympiad

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড

    Vidyasagar Science Olympiad (বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড) প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ (School Education Department, Government of West Bengal) এবং কলকাতার জগদীস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search, Kolkata) – এর যৌথ উদ্যোগে সংঘটিত হয়। এটি একটি ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আমাদের রাজ্যের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত করা হয় এবং তাদেরকে national এবং international Olympiad পরীক্ষার জন্য প্রস্তুত করা।

    উদ্দেশ্য:

    (i) পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের (নবম শ্রেণী) সনাক্ত করা।
    (ii) তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরা।
    (iii) বিজ্ঞান কর্মশালা এবং সেমিনার আয়োজন করে বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাথে যোগাযোগ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা ও তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
    (iv) শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে লালন করে বিজ্ঞানের প্রতি তাদের সৃজনশীল প্রবৃত্তিকে উৎসাহিত করা এবং উদ্বুদ্ধ করা।
    (v) মেধাবী শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য লাভ করতে পারে তার জন্য তাদের সহায়তা করা।

    পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (West Bengal Board of Secondary Education) আওতাধীন সমস্ত সরকারী বিদ্যালয়, সরকার স্বীকৃত ও স্পনসরড সমস্ত বেসরকারী বিদ্যালয় (All Non – Government recognised Aided and Sponsored Schools) পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত ডি এ প্রাপ্ত বিদ্যালয়ের (All D. A. getting schools under West Bengal Board of Secondary Education) ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে।ব্লক বা পৌরসভার অন্তর্গত সমস্ত স্কুলের অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নবম শ্রেণীর প্রথম পাঁচ জন এই পরীক্ষায় বসতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহ প্রধান শিক্ষক /ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন ছাত্র বা ছাত্রীকে নির্বাচিত করবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত 5 জন ছাত্র বা ছাত্রীর জন্য আবেদনপত্র পূরণ করবে।

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ এর পরীক্ষার বিন্যাস
    (Examination Pattern of Vidyasagar Science Olympiad – 2024)

    ▶️ 1st Layer Examination : Intra Unit Competition
    2nd Layer Examination : Intra District Competition
    ▶️ 3rd Layer Examination : Intra State Competition
    প্রতিটি স্তরে পৃথক পরীক্ষা হবে। 

    প্রথম স্তরের পরীক্ষা (First layer):
    Intra Unit Competition

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ (নবম শ্রেণির জন্য) প্রথম স্তরের (Layer 1) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩শে জুন ২০২৪ রবিবার দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ।

    যোগ্যতানবম শ্রেণীর 5 জন ছাত্র (প্রধান শিক্ষক / সহ প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা নির্বাচিত অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন ছাত্র )
    বিষয়ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত
    প্রশ্নপত্রের ভাষাবাংলা এবং ইংরেজি
    প্রশ্নের ধরনবহু বিকল্পভিত্তিক 50 টি প্রশ্ন MCQ
    (প্রতি ভুল উত্তরের  জন্য 1/2 নম্বর করে কাটা যাবে)
    সিলেবাসঅষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE)
    পূর্ণমান100
    বিষয়ভিত্তিক মানভৌতবিজ্ঞান(40),
    জীবনবিজ্ঞান(30),
    গণিত(30)
    সময়দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা)
    পরীক্ষার সম্ভাব্য দিন২৩শে জুন ২০২৪ (রবিবার)
    পরীক্ষা কেন্দ্রপ্রতিটি ইউনিটে (ব্লক / মিউনিসিপ্যালিটি) ১ টি
    আবেদন শুরু
    20.04.2024
    আবেদনের শেষ তারিখ05.05.2024

    *প্রথম স্তরের (Layer 1) পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি ইউনিট থেকে প্রথম তিনজনকে বই কেনার জন্য 1000 টাকা দেওয়া হবে যাদের অবশ্যই কমপক্ষে 40% নম্বর পেতে হবে।
    ** প্রথম স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 10% (অবশ্যই প্রথম স্তরের পরীক্ষার পূর্ণ মানের 30% নম্বর পেতে হবে) পরবর্তী পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় স্তরে (Layer 2) উত্তীর্ণ হবে যাদের অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করা হবে।

    Government Scholarship

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

    দ্বিতীয় স্তরের পরীক্ষা (Second layer)
    : Intra District Competition

    প্রতিটি জেলার সমস্ত ইউনিটের প্রথম স্তর থেকে শীর্ষ ১০% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের দ্বিতীয় স্তরে আর একটি পরীক্ষা নেওয়া হবে।

    যোগ্যতাপ্রথম স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 10%
    বিষয়ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত
    প্রশ্নের ধরনবহু বিকল্পভিত্তিক 50 টি প্রশ্ন MCQ (প্রতি ভুল উত্তরের  জন্য 1 নম্বর করে কাটা যাবে)
    প্রশ্নপত্রের ভাষাবাংলা এবং ইংরেজি
    সিলেবাসঅষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE)
    পূর্ণমান100
    বিষয়ভিত্তিক মানভৌতবিজ্ঞান(40),
    জীবনবিজ্ঞান(30),
    গণিত(30)
    সময়দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা)
    পরীক্ষার সম্ভাব্য দিনপরে জানানো হবে।
    পরীক্ষা কেন্দ্রপ্রতি জেলায় একটি

    *দ্বিতীয় স্তরের (Layer 2) পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি জেলা থেকে প্রথম 10 জনকে বই কেনার জন্য 2000 টাকা দেওয়া হবে যাদের অবশ্যই কমপক্ষে 40% নম্বর পেতে হবে।
    ** দ্বিতীয় স্তরের পরীক্ষায় প্রতিটি ইউনিট থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 20% (অবশ্যই প্রথম স্তরের পরীক্ষার পূর্ণ মানের 40% নম্বর পেতে হবে) পরবর্তী পরীক্ষা অর্থাৎ তৃতীয় স্তরে (Layer 3) উত্তীর্ণ হবে যাদের অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করা হবে।

    তৃতীয় স্তরের পরীক্ষা (Third layer):
    Intra State Competition

    প্রতিটি জেলার দ্বিতীয় স্তর থেকে শীর্ষ 20% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের তৃতীয় স্তরে আর একটি পরীক্ষা নেওয়া হবে। এখান থেকে শীর্ষ 100 জন শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য নির্বাচিত করা হবে।

    যোগ্যতাদ্বিতীয় স্তরের পরীক্ষায় প্রতিটি জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শীর্ষ 20%
    বিষয়ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত
    প্রশ্নের ধরনসংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন থাকবে. কোন নেগেটিভ মার্কস থাকবে না।
    প্রশ্নপত্রের ভাষাবাংলা এবং ইংরেজি
    সিলেবাসঅষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বিজ্ঞান ও গণিত (WBBSE)
    পূর্ণমান60;
    বিষয়ভিত্তিক মানভৌতবিজ্ঞান(20),
    জীবনবিজ্ঞান(20),
    গণিত(20)
    সময়দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত (3 ঘণ্টা)
    পরীক্ষার সম্ভাব্য দিনপরে জানানো হবে।
    পরীক্ষা কেন্দ্রপরে জানানো হবে।

    তৃতীয় স্তরের পরীক্ষা শেষে শীর্ষ 100 জনকে নির্বাচিত করা হবে যারা প্রতি মাসে 1000 টাকা করে স্কলারশিপ পাবে এবং বুক গ্রান্ট হিসাবে এককালীন 2500 টাকা পাবে । নবম এবং দশম শ্রেণিতে দুই বছর ধরে এই স্কলারশিপ পাবে এবং শংসাপত্র প্রদান করা হবে।ন
    নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী (100 জন) বিজ্ঞান কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সেখানে তাদের জাতীয় অলিম্পিয়াড পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – 2024 এর গুরুত্বপূর্ণ তারিখ:

    আবেদন শুরু20th April,2024
    আবেদনের শেষ তারিখ5th May, 2024
    প্রথম স্তরের (Layer 1) পরীক্ষা23rd June, 2024
    অ্যাডমিট কার্ড ডাউনলোড (1st Layer)07.06.2024 – 23.06.2024.
    দ্বিতীয় স্তরের (Layer 2) পরীক্ষা
    তৃতীয় স্তরের (Layer 3) পরীক্ষা

    অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে CLICK করো।

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এর রেজাল্ট জানার জন্য পাশে দেওয়া লিঙ্কে ক্লিক করো

    প্রথম স্তরের (Layer 1) রেজাল্টLINK
    দ্বিতীয় স্তরের (Layer 2) রেজাল্টLINK
    তৃতীয় স্তরের (Layer 3) রেজাল্টLINK

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 পরীক্ষার জন্য মডেল প্রশ্নপত্রর জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করো।

    প্রথম স্তরের (Layer 1) মডেল প্রশ্নপত্রLINK
    দ্বিতীয় স্তরের (Layer 2) মডেল প্রশ্নপত্রLINK
    তৃতীয় স্তরের (Layer 3) মডেল প্রশ্নপত্রLINK

    বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২৪ (Vidyasagar Science Olympiad – 20243) এর Official Websiteঃ
    https://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in

    বি.দ্র. – শিক্ষার্থীরা নিজে অনলাইনে আবেদন করতে পারবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত শিক্ষক (T.I.C.) এর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহ প্রধান শিক্ষক /ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন ছাত্র বা ছাত্রীকে নির্বাচিত করবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত 5 জন ছাত্র বা ছাত্রীর জন্য আবেদনপত্র পূরণ করবে।

error: Content is protected !!