Scholarship
WESTBENGAL SCHOLARSHIP 2022 I। পশ্চিমবঙ্গের স্কলারশিপ II
Scholarship

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য ঃ
আজকের Complete List of Westbengal Scholarship পোস্টে আমরা Westbengal Scholarship পশ্চিমবঙ্গের স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। প্রতিবছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে পঞ্চম শ্রেণি থেকে শুরু করে উচ্চতর বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের জন্য প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করা হয়। আজ এই সমস্ত স্কলারশিপগুলো কারা পেতে পারে, কিভাবে আবেদন করা যায়, শিক্ষাগত যোগ্যতা কেমন, কী কী তথ্য জমা দিতে হবে বা আবেদনকারীরা কত টাকা বৃত্তি পাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব।
পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং স্কুলছুটের সংখ্যা কমানোর উদ্দেশ্যে বহু প্রকল্প চালু করেছে। আমাদের এই পেজে পশ্চিমবঙ্গ সরকারের ঐ সকল প্রকল্প সম্বন্ধে ধারাবাহিক ভাবে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া এই পেজে সরকারি প্রকল্প ছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করা হবে। তাই এই সকল প্রকল্প (সরকারি স্কলারশিপ এবং বেসরকারি স্কলারশিপ) সম্বন্ধে জানতে এবং প্রকল্পগুলি কবে চালু হবে, কারা আবেদন করতে পারবে, প্রকল্পগুলি পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে, প্রকল্পগুলিতে কি কি আর্থিক সুবিধা পাওয়া যাবে ইত্যাদি জানতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করতে থাকুন।
- বিভিন্ন সরকারি স্কলারশিপ
- আসুন এক নজরে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো দেখে নেওয়া যাক।
- পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যে যে সরকারি স্কলারশিপ Scholarship এর জন্য আবেদন করতে পারে সেগুলো হলো ঃ
- GOVERNMENT SCHOLARSHIP
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন
- আসুন এক নজরে বিভিন্ন বেসরকারি প্রকল্পগুলো দেখে নেওয়া যাক।
- বিভিন্ন বেসরকারি স্কলারশিপ Scholarship
- WESTBENGAL SCHOLARSHIP 2022
বিভিন্ন সরকারি স্কলারশিপ
আসুন এক নজরে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো দেখে নেওয়া যাক।
কন্যাশ্রী প্রকল্প – অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে এবং ১৮ বছরের নীচে যাতে মেয়েদের বিবাহ না হয় সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার Kanyashree Prakalpa (কন্যাশ্রী প্রকল্প ) চালু করেছে।
শিক্ষাশ্রী প্রকল্প – পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতি ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তপশিলি জাতি (SC) ও আদিবাসী সম্প্রদায়ের (ST) পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক 800 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্প-এর মাধ্যমে। এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে সরকারি স্কলারশিপের বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
ঐক্যশ্রী প্রকল্প – West Bengal Minority Development and Finance Corporation (WBMDFC) এর অধীনে পশ্চিমবঙ্গের আর্থিক ভাবে পিছিয়ে পড়া খ্রীষ্টান,মুসলিম, শিখ, বৌদ্ধ ,জৈন সহ অন্যান্য Minority জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য Aikyashree ঐক্যশ্রী Scholarship নামক একটি Prakalpa চালু করা হয়েছে।
স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ – পশ্চিমবঙ্গের দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Swami Vivekananda Merit cum Means Scholarship(SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ প্রদান করা হয়।
ওয়েসিস স্কলারশিপ – পশ্চিমবঙ্গের তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের একদম প্রাথমিক স্তর থেকে পোস্ট গ্রাজুয়েশন স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল Oasis Scholarship বা ওয়েসিস স্কলারশিপ ।
নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের NABANNA নবান্ন Scholarship প্রদান করে। দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।
মেধাশ্রী প্রকল্প – পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিরঅনগ্রসর শ্রেণির পড়ুয়াদের (ওবিসি ছাত্র- ছাত্রীদের) আর্থিক সহায়তা দানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৯শে জানুয়ারি ২০২৩, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র- ছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প নামক একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের (ওবিসি ছাত্র- ছাত্রীদের) প্রতি মাসে 800 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
JBNSTS – কলকাতায় অবস্থিত Autonomous Society, Jagadis Bose National Science Talent Search (JBNSTS) পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য JBNSTS স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। জগদিস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) দশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য JBNSTS Junior এবং JBNSTS Senior বৃত্তি চালু করেছে।
বিভিন্ন সরকারি স্কলারশিপ
- কন্যাশ্রী
- শিক্ষাশ্রী
- ঐক্যশ্রী
- শিক্ষাশ্রী
- স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ
- ওয়েসিস
- নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ
- ওয়েসিস
- মেধাশ্রী
- Jagadis Bose National Science Talent Search (JBNSTS)
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যে যে সরকারি স্কলারশিপ Scholarship এর জন্য আবেদন করতে পারে সেগুলো হলো ঃ
Government Scholarship
GOVERNMENT SCHOLARSHIP
| 01 | মেধাশ্রী | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 02 | নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 03 | ওয়েসিস | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 04 | স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 05 | ঐক্যশ্রী | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 06 | কন্যাশ্রী | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 07 | শিক্ষাশ্রী | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 08 | Jagadis Bose National Science Talent Search (JBNSTS) | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
সরকারি প্রকল্প ছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করা হবে এই পেজে।
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন
বিভিন্ন বেসরকারি স্কলারশিপ
আসুন এক নজরে বিভিন্ন বেসরকারি প্রকল্পগুলো দেখে নেওয়া যাক।
আলো মেধা বৃত্তি – সমাজের পিছিয়ে পড়া BPL পরিবারের দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীর যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায় সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের Aalo Foundation উচ্চ-মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আলো মেধা বৃত্তি স্কলারশিপ চালু করে।
প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ – Madhav Prasad Priyamvada Birla Apex Charitable Trust-এর তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পশ্চিমবঙ্গের দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য নির্বাচিত প্রতিটি ছাত্রছাত্রীকে 4 বছর ধরে বার্ষিক 12000 টাকা করে PRIYAMVADA BIRLA SCHOLARSHIP (প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ) প্রদান করা হয়।
জিন্দাল স্কলারশিপ – বেঙ্গালুরুর আন্তর্জাতিক এনজিও সংস্থা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন তাদের “জিন্দাল ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প” এর মাধ্যমে প্রতি বছর 12000 জনেরও বেশি গরিব ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন কোর্সে পাঠরত শিক্ষার্থীরা বছরে 50 হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে ।
কলগেট স্কলারশিপ – ‘ কলগেট ইন্ডিয়া ‘-এর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ (Colgate Keep India Smiling Foundational Scholarship Programme.) প্রোগ্রামের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের জন্য কলগেট স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই ছাত্রছাত্রীরা যদি কোনো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করে থেকে তাহলেও এই স্কলারশিপে তারা আবেদন করতে পারবে।
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ – টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের একটি উদ্যোগ টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রাম যার মাধ্যমে তারা ভারতবর্ষের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর অবধি পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করে।
জি পি বিড়লা স্কলারশিপ – পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের স্কুলছুটের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা। অনেক শিক্ষার্থীই শুধুমাত্র আর্থিক সংগতির অভাবে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। আর তাই সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে জি. পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন (G. P. Birla Educational Foundation) এর তরফে জি. পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) প্রদান করা হয়ে থাকে।
বিভিন্ন বেসরকারি স্কলারশিপ Scholarship
- আলো মেধা বৃত্তি
- প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ
- জিন্দাল স্কলারশিপ
- প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ
- কলগেট স্কলারশিপ
- জি পি বিড়লা স্কলারশিপ
- অনন্ত মেধা বৃত্তি
- জি পি বিড়লা স্কলারশিপ
- রায়-মার্টিন স্কলারশিপ
- টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যে যে বেসরকারি স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে সেগুলো হলো ঃ
Private Scholarship
PRIVATE SCHOLARSHIP
| 01 | ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 02 | প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 03 | জিন্দাল স্কলারশিপ / Sitaram Jindal Scholarsh ip Foundation | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 04 | কলগেট স্কলারশিপ /Colgate Smile India Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 05 | জি পি বিড়লা স্কলারশিপ /G. P Birla Foundation Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 06 | অনন্ত মেধা বৃত্তি /Anant Foundation Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 07 | রায়-মার্টিন স্কলারশিপ /Ray and Martin Scholarship | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
| 08 | টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ | বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। |
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা সরকারি (Westbengal Scholarship) ও বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন।
এছাড়া মাধ্যমিকের এ বছর এবং বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করতে ও মাধ্যমিকের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর ও ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের পেজটি ফলো করতে থাকুন।
WESTBENGAL SCHOLARSHIP 2022
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- Sequence and Series Arithmetic Progression SEMESTER-2 সমান্তর প্রগতি
- Sequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রম
- গাণিতিক আরোহ তত্ত্ব Mathematical Induction Semester2
- VARIABLE AND CONSTANT SN DEY SEMESTER-I (চল ও ধ্রুবক)
- অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)SN DEY SEMESTER-I
- এস এন দে সেমিস্টার-I সম্বন্ধ SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation
- এস এন দে সেমিস্টার-I একাদশ শ্রেণী সম্বন্ধ ও অপেক্ষক – ক্রমিত জোড় ও কার্তেসীয় গুনফল SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation and Function
- SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I SET THEORY এস এন দে সেমিস্টার-I একাদশ শ্রেণী সেটতত্ত্ব
- NCERT MATHS SOLUTION CLASS 11 SETS CHAPTER 1 EXERCISE 1.4
- NCERT MATHS SOLUTION CLASS 11 CHAPTER 1 SETS EXERCISE 1.1
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION FUNCTIONS-2
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION FUNCTIONS-1
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION RELATIONS-2
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION RELATIONS-1
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION SET THEORY-3
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION SET THEORY-2
- RS AGGARWAL CLASS 11 MATHS SOLUTION SET THEORY-1
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE
- Complete Solution of MP-25 P. Sc.
- Madhyamik -25 Mathematics Solution








