ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
BIOSPHERE RESERVE

সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) হল এমন একটি সংরক্ষিত এলাকা যেখানে উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজস্ব পরিবেশে তাদের জীবনধারা অনুসারে সুরক্ষিত রেখে সেই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়, যেখানে মানুষকেও ওই পরিবেশের অংশ ধরা হয়। যেমন – পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। বর্তমানে ভারতে মোট ১৮-টি বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত জীবমণ্ডল আছে। এই ১৮-টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২-টি ইউনেস্কোর ম্যান এন্ড বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অন্তর্গত ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

1. PBR-এর full form কী? 
▶️ PBRএর full form হলো People’s Biodiversity Register
2. WNBR-এর full form কী?
▶️ WNBR-এর full form হল “World Network of Biosphere Reserves”
3. পশ্চিমঘাট পর্বতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
▶️পশ্চিমঘাট পর্বতে তিনটি(নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ) বায়োস্ফিয়ার রিজার্ভ আছে।

4. MAB  এর সদর দপ্তর  কোথায় অবস্থিত?
▶️ MAB  এর সদর দপ্তর  প্যারিসে অবস্থিত।
5. ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি?
▶️ ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হলো মধ্যপ্রদেশের পান্না জীবমণ্ডল সংরক্ষণ, যা 2020 সালে অন্তর্ভুক্ত হয়েছিল।
6. ভারতে কয়টি জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল আছে?
▶️ ভারতে মোট 18টি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল আছে।

7. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
▶️ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
8. ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কয়টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
▶️ 12টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
9. বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
▶️ বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের বিবরণ:

১. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভঃ একটি পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ভারতের তৃতীয় বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাণী হল বাঘ যা রয়্যাল বেঙ্গল টাইগার নামে বিখ্যাত। এখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি । সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম রিজার্ভ।
২. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটি সিকিমে অবস্থিত। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে এই বায়োস্ফিয়ার রিজার্ভ বিস্তৃত। জেমু হিমবাহসহ মোট ১৮টি হিমবাহ এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে রয়েছে। সিকিমের অন্যতম পবিত্র মঠ, থোলুং মঠ এই বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, যা ২০১৮ সালে স্বীকৃতি লাভ করে।

৩. মানস বায়োস্ফিয়ার রিজার্ভঃ এখানে পাঁচটি জাতীয় উদ্যান এবং আঠারোটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটি আসামে হিমালয়ের পাদদেশে অবস্থিত। ভারতের নয়টি বাঘ সংরক্ষণ অভয়ারণ্যের মধ্যে একটি বাঘ সংরক্ষণ অভয়ারণ্য এখানে রয়েছে। রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত মানস নদীর নামে এই রিজার্ভের নামকরণ করা হয়েছে।
৪. ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভঃ আসামে অবস্থিত দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ব্রহ্মপুত্র, ডিব্রু এবং লোহিত নদীর মিলনস্থলে অবস্থিত । এই রিজার্ভের উল্লেখযোগ্য প্রাণী হলো বুনো ঘোড়া। মিসিং, ডুয়োরিস ইত্যাদি আদিবাসী উপজাতি সম্প্রদায়ের আবাসস্থল এই ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি  ভারতের সবচেয়ে ছোট বায়োস্ফিয়ার রিজার্ভ।

দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ

৫. দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভঃ এই বায়োস্ফিয়ার রিজার্ভটি অরুণাচল প্রদেশে অবস্থিত। দিহাং (যা সিয়াং বা ব্রহ্মপুত্র নামেও পরিচিত) ও দিবাং নামে দুটি নদীর নামানুসারে এই রিজার্ভটির নামকরণ করা হয়েছে।
৬. শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভঃ শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। সিমলিপালে প্রচুর পরিমাণে লাল রেশম তুলা গাছ জন্মে যা শিমুল গাছ নামে পরিচিত। এর থেকেই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে রয়েছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ, সিমিলিপাল  টাইগার রিজার্ভ, হাদগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, কুলডিহা  বন্যপ্রাণী অভয়ারণ্য।

৭. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভঃ ২০০৯ সালে ইউনেস্কো এটিকে জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করে। এটি মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালায় অবস্থিত। এখানে পাচমাড়ি অভয়ারণ্য, বোরি অভয়ারণ্য এবং সাতপুরা জাতীয় উদ্যান রয়েছে। পাচমারি বায়োস্ফিয়ার রিজার্ভের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়।
৮. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভঃ এই বায়োস্ফিয়ার রিজার্ভটি মেঘালয়ের গারো পাহাড়ে অবস্থিত। এটি ইন্দো-বার্মা জীববৈচিত্র হটস্পটের মধ্যে অবস্থিত। ভারতে পাওয়া একমাত্র এপ প্রজাতি ওয়েস্টার্ন হুলক গিবন এখানে দেখা যায়।

BIOSPHERE RESERVE

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

৯. মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভঃ এটি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের প্রথম সামুদ্রিক বায়োস্পিয়ার রিজার্ভ। এটি তামিলনাড়ুতে অবস্থিত। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সামুদ্রিক জীবমন্ডল সংরক্ষণাগার। মান্নার উপসাগর ভারত মহাসাগরের একটি অংশ। বন্যার উপসাগর বিভিন্ন ধরনের বিপন্ন সামুদ্রিক প্রাণী যেমন ডুগং (সামুদ্রিক গরু) ডলফিন ইত্যাদির আশ্রয়স্থল। একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রামেশ্বরম যা রামানাথস্বামী মন্দিরের জন্য বিখ্যাত, এটি এখানকার পাম্বান দ্বীপে অবস্থিত।
১০. কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভঃ কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভ গুজরাটে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই অঞ্চলটি বিপন্ন ভারতীয় বন্য গাধার আশ্রয়স্থল। কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভ গুজরাটে অবস্থিত। কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত গ্রেট রান অফ কচ্ছ (GRK) এবং লিটল রান অফ কচ্ছ (LRK) এই দুটি প্রধান বাস্তুতন্ত্রের সমন্বয়ে গঠিত। কচ্ছের রনের একটি উল্লেখযোগ্য উপজাতি হলো রাবারি উপজাতি।

নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

১১. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভঃ তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে বিস্তৃত রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি  ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণাগার যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভটি দক্ষিণ ভারতের পশ্চিমঘাট এবং নীলগিরি পাহাড়শ্রেণীতে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত অঞ্চলে ওয়ানাড বন্যপ্রাণী অভয়ারণ্য, মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য, বান্দিপুর জাতীয় উদ্যান রয়েছে।
১২. নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভঃ নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত। নন্দা দেবী পর্বত শৃঙ্গের (ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত) নামে এই বায়োসফিয়ার রিজার্ভের নামকরণ করা হয়েছে। এখানেই রয়েছে নন্দা দেবী জাতীয় উদ্যান এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান ।

১৩. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এটি নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবর দ্বীপের প্রায় 85% জুড়ে অবস্থিত। ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান এবং  গ্যালাথিয়া জাতীয় উদ্যান এখানে রয়েছে। আদিবাসী নিকোবারিজ এবং শোম্পেন জনগণ এই অঞ্চল বসবাস করে। একটি পূর্ব ভারত মহাসাগরে অবস্থিত।
১৪. অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভঃ তামিলনাড়ু ও কেরালা জুড়ে বিস্তৃত দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম প্রান্তে অবস্থিত । এখানেই রয়েছে কেরালার পেরিয়ার টাইগার রিজার্ভ, তামিলনাড়ুর শ্রীভিলিপুথুর গ্রিজল্ড কাঠবিড়ালি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কালাক্কাদ-মুন্দনথুরাই টাইগার রিজার্ভ ইত্যাদি। অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পেরিয়ার নদী।

১৫. আচনাকমার-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভঃ আচনাকমার-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ  মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য জুড়ে বিস্তৃত। এটি আরব সাগর এবং বঙ্গোপসাগরে প্রবাহিত নদীগুলিকে পৃথক করেছে । নর্মদা, জোহিলা এবং শোন নদী এখান থেকে উৎপন্ন হয়েছে। এটি মধ্যপ্রদেশের দ্বিতীয় এবং ছত্রিশগড়ের প্রথম জীব মণ্ডল সংরক্ষণাগার।
১৬. কোল্ড ডেসার্ট বায়োস্ফিয়ার রিজার্ভঃ এটি হিমাচল প্রদেশের পশ্চিম হিমালয়ে অবস্থিত। এর মধ্যে দিয়ে স্পিতি নদী প্রবাহিত হয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভটির মধ্যে রয়েছে পিন ভ্যালি জাতীয় উদ্যান , চন্দ্রতাল এবং সারচু বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল।

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা 

ভারতের আঠারোটি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২ টি ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রাম তালিকার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ।

বায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসালWNBR
1. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক1986WNBR
2. নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভউত্তরাখণ্ড1988WNBR
3. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়1988WNBR
4. মান্নার উপসাগরীয় বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু1989WNBR
5. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ1989WNBR
6. মানস বায়োস্ফিয়ার রিজার্ভআসাম1989
7. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1989WNBR
8. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভওড়িশা1994WNBR
9. ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভআসাম1997
বায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসালWNBR
10. দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভঅরুণাচল প্রদেশ1998
11. পাচমারি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ1999WNBR
12. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভসিকিম2000WNBR
13. অগস্থ্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু ও কেরল2001WNBR
14. আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়2005WNBR
15. কচ্ছের গ্রেট রান বায়োস্ফিয়ার রিজার্ভগুজরাট2008
16. কোল্ড ডেসার্ট বায়োস্ফিয়ার রিজার্ভহিমাচল প্রদেশ2009
17. শেষাচলম পাহাড় বায়োস্ফিয়ার রিজার্ভঅন্ধ্রপ্রদেশ2010
18. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ2011WNBR

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!