HOME

HOME PROSTUTI

‘PROSTUTI’ একটি Educational Site . যারা জীবনের প্রথম বড় পরীক্ষাটি দিতে চলেছে সেসব মাধ্যমিক শিক্ষার্থীদের সকল বিষয়ে প্রস্তুত করার জন্য একদল অভিজ্ঞ শিক্ষক ‘PROSTUTI’-র পরিকল্পনা করেছেন। আশাকরি, ‘PROSTUTI’-রএই উদ্যোগে সামিল হয়ে ছাত্রছাত্রীরা পারবে লক্ষ্যভেদ করতে।

Madhyamik Examination 2026 Routine

2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে। কবে থেকে শুরু কোন পরীক্ষা? কটায় শুরু? জানুন সময়সূচি .......

WB Madhyamik Previous Year Question Paper PDF

মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্রের পিডিএফ | West Bengal Madhyamik Previous Year Question Paper PDF

বিগত বছরের (2017 – 2025) মাধ্যমিক  প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান|
Madhyamik Previous Year (2017 – 2025) Question with complete solution|

 এই প্রশ্নপত্রগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে সাহায্য করবে। বিগত বছরের প্রশ্নপত্র থেকে মাধ্যমিকের প্রশ্নের নম্বর বিভাজন, মাধ্যমিকের প্রশ্ন সম্মন্ধে একটি পরিস্কার ধারণা পাওয়া যায় । এছাড়া বিগত বছরের প্রশ্ন থেকে common পাওয়ার সম্ভবনাও থাকে।
 তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উপকরণ হল বিগত বছরের প্রশ্ন। সুতরাং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রত্যেক  পরীক্ষার্থীর উচিত তাদের পাঠ্যক্রম (Syllabus) শেষ করে বিগত বছরের প্রশ্ন সমাধান করা। তাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার জন্য Prostuti2022 এর পক্ষ থেকে বিগত বছরের অর্থাৎ 2017 – 2024 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দেওয়া হল। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যদি এটি সাহায্য কর তবে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে।

গণিত
2017 – 2025 সালের গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে CLICK করো।

PHYSICAL SCIENCE
2023 – 2025 সালের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে CLICK করো।
ইংরাজি

2023 – 2025 সালের ENGLISH প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে CLICK করো।

SCHOLARSHIP

 প্রতি বছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে পঞ্চম শ্রেণি থেকে শুরু করে উচ্চতর বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয় । এই সমস্ত সরকারী ও বেসরকারী স্কলারশিপগুলো কারা পেতে পারে, কিভাবে আবেদন করা যায়, শিক্ষাগত যোগ্যতা কেমন, কী কী তথ্য জমা দিতে হবে বা আবেদনকারীরা কত টাকা বৃত্তি পাবে এই সমস্ত বিষয় সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে দেওয়া বিভিন্ন লিংকগুলোতে ক্লিক করুন
    GOVERNMENT SCHOLARSHIP
 পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের তরফ থেকে পঞ্চম শ্রেণি থেকে শুরু করে উচ্চতর বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের যে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল –   1. Vidyasagar Science Olympiad ,  2. মেধাশ্রী,  3. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ,  4. ওয়েসিস,  5. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ,  6. ঐক্যশ্রী,  7. কন্যাশ্রী,  8. শিক্ষাশ্রী
উপরের স্কলারশিপগুলি সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

PRIVATE SCHOLARSHIP

 সমাজের পিছিয়ে পড়া BPL পরিবারের দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীর যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায় সেই উদ্দেশ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের যে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল -  1. ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship,  2. প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship,  3. জিন্দাল স্কলারশিপ / Sitaram Jindal Scholarsh ip Foundation,  4. কলগেট স্কলারশিপ /Colgate Smile India Sch olarship,  5. জি পি বিড়লা স্কলারশিপ /G. P Birla Foundation Scholarship,  6. অনন্ত মেধা বৃত্তি /Anant Foundation Scholarship,  7. রায়-মার্টিন স্কলারশিপ /Ray and Martin Scholarship,  8. টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ
HOME
উপরের স্কলারশিপগুলি সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

CLASS – X
ENGLISH

 West Bengal Board Class 10th English Guide and Notes
 In this site, we have covered detailed and easy summaries of all the chapters of West Bengal Board Class 10th – A collection of Poems, Prose, and Short Stories.
 X-English  ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার English  বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। এছাড়া ছাত্ররা কিভাবে প্রস্তুতি নেবে, তাদের প্রস্তুতি কতদূর এগিয়েছে তা তারা যাচাই করে নেওয়ার জন্য English  এর উপর কুইজ টেস্ট এর ব্যবস্থা করা হবে।
 X-English এই ক্যাটাগরিতে মাধ্যমিকের Prose, Poem সম্বন্ধে যেমন আলোচনা করা হবে ঠিক তেমনি English Grammer, Letter Writing, Paragraph Writing, Notice Writing, Report Writing, Story Writing এর উপর লেখা শেয়ার করা হবে।
  মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

HOME

English Grammer, Letter Writing, Paragraph Writing, Notice Writing, Report Writing, Story Writing এখানে CLICK করো

 In the poem, ‘The Snail’, the poet describes the actions of a snail how it sticks to anything like a part of the object, and how it hides itself from the outside world. The snail’s displeasure any kind of intrusion into its extremely private life is also portrayed in the poem. It signifies the poet’s embracing of a loner’s life and withdrawal from the society.
 [ দ্য স্নেল কবিতায় কবি একটি শামুকের কার্যকলাপ বর্ণনা করেছেন। কীভাবে এটি যে- কোনো কিছুর সঙ্গে সেঁটে থাকে সেই বস্তুটির অংশ হিসেবে এবং কীভাবে এটি বাইরের জগৎ থেকে নিজেকে লুকিয়ে রাখে। তার অতিমাত্রায় নিভৃত জীবনে যে-কোনো ধরনের অনধিকার প্রবেশে শামুকটির বিরক্তিও কবিতাটিতে চিত্রিত হয়েছে। এটি কবির একজন নিভৃতচারীর জীবনকে আলিঙ্গন করা এবং সমাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়াকে সূচিত করে। ]
   Class 10 Madhyamik English Text Book Solution | WBBSE | BLISS Class X Solution |
মাধ্যমিক ইংরেজি পাঠ্যবই (BLISS) এর সমাধান দেখতে এখানে CLICK করো |

CLASS X PHYSICAL SCIENCE
2023 – 2024 সালের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে CLICK করো।

X MATHEMATICS

HOME
 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বই-এর প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রতিটি প্রশ্নের সমাধান দেওয়া থাকবে।
 এছাড়া প্রতিটি অধ্যায়ের শেষে  বিগত  বছরগুলির (২০১৭ – ২০২৪) মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বছর অনুযায়ী পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সমাধানও করে দেওয়া আছে যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে হয়

 আমাদের এই General Knowledge ক্যাটাগরিতে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হবে। এখানে বিভিন্ন পর্বে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ধর্ম,  রাজনীতি, ভারতীয় সংবিধান, খেলা, সাহিত্য ইত্যাদি বিষয়ের উপর বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। আশা করি এই সাধারণ জ্ঞান  এর প্রশ্নোত্তরগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে।বর্তমানে SSC (SCHOOL SERVICE COMMISSION), STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK, WBCS ছাড়াও বিভিন্ন Competitive পরীক্ষার ক্ষেত্রে General Knowledge থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই আমরা আমাদের G.K. বিভাগে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। যারা বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা GK এর উপর আরও নতুন নতুন বিষয় পেতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করতে থাকুন এবং বিভিন্ন পরীক্ষায় নিজেদেরকে একধাপ এগিয়ে রাখুন।

COUNTRY, CAPITAL & CURRENCY WITH CODE

HISTORY & GEOGRAPHY

QUIZ

MISCELLANEOUS

HS
CLASS – XI

CLASS – XII ENGLISH

 এই CLASS-XII ক্যাটাগরিতে West Bengal Council of Higher Secondary Education অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ছাত্ররা কিভাবে প্রস্তুতি নেবে, তাদের প্রস্তুতি কতদূর এগিয়েছে তা তারা যাচাই করে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর কুইজ টেস্ট এর ব্যবস্থা করা হবে। তাই বিভিন্ন বিষয়ের উপর উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে আমাদের এই সাইটটি নিয়মিত ফলো করতে থাকো।
দ্বাদশ শ্রেণীর ENGLISH বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে এখানে ক্লিক করো।

CLASS – XII MATHEMATICS
SOLUTION OF S. N. DEY
সম্পূর্ণ সমাধান S. N. DEY CLASS – XII

দ্বাদশ শ্রেণীর S. N. DEY এর সম্পূর্ণ সমাধানের জন্য এখানে ক্লিক করো।

error: Content is protected !!